ETV Bharat / state

'বাহুবলী' প্রোমোটারদের দৌরাত্ম্য, ইঞ্জিনিয়ারদের বাঁচাতে বিশেষ স্কোয়াড বানালেন ফিরহাদ - Central Demolition Squad

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 3, 2024, 8:35 PM IST

Updated : Apr 3, 2024, 10:50 PM IST

FIRHAD HAKIM
প্রভাবশালী প্রোমোটারদের হাত থেকে পুরসভার ইঞ্জিনিয়ারদের বাঁচাতে বিশেষ স্কোয়াড তৈরি করলেন মেয়র ফিরহাদ হাকিম ৷

KMC Special Squad: প্রভাবশালী প্রোমোটারদের হাত থেকে পৌরনিগমের ইঞ্জিনিয়ারদের বাঁচাতে বিশেষ স্কোয়াড তৈরি করলেন ফিরহাদ ৷ ভোট মিটলে মেয়র নিজেই বেআইনি নিমার্ণের খোঁজে বিভিন্ন এলাকায় ঘুরে দেখবেন বলেও জানা গিয়েছে ৷

কলকাতা, 3 এপ্রিল: শহরে প্রভাবশালী প্রোমোটাররা! বেআইনি নির্মাণের রমরমা ঠেকাতে গিয়ে হুমকি বা শারীরিক হেনস্তার মুখে পড়তে হচ্ছে পৌর ইঞ্জিনিয়ারদের। তাঁদের বাঁচাতে এবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তৈরি করলেন 'সেন্ট্রাল ডেমোলিশন স্কোয়াড'। খবর পেলেই ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিয়ে বেআইনি নির্মাণ ভাঙবে এই স্কোয়াড । ভোট মিটলে মেয়র নিজে বিভিন্ন এলাকায় পুরকর্তাদের নিয়ে ঘুরে দেখবেন বেআইনি নিমার্ণের চালচিত্র।

বুধবার এব্যাপারে মেয়র বলেন, "সেন্ট্রাল ডেমোলিশন স্কোয়াড করছি । কারণ, পুর ইঞ্জিনিয়ারদের বেআইনি প্রোমোটাররা ভয় দেখাচ্ছে। কিছু স্পর্শকাতর এলাকা থেকে হুমকি আসছে বলে ইঞ্জিনিয়াররা অভিযোগ জানাচ্ছেন । তাই একটা স্কোয়াড থাকবে কেন্দ্রীয় ভবনে । এই স্কোয়াড নোটিশের তোয়াক্কা না করে যেখানে বেআইনি নির্মাণ হচ্ছে, সেখানে পৌঁছে সেটি ভাঙবে ৷ এখন থেকে এই স্কোয়াডের সঙ্গে লালবাজার থেকে পুলিশ যাবে । যৌথ ব্যবস্থা নিয়ে ভেঙে দেওয়া হবে বেআইনি নির্মাণ । ইদ শেষে এদের নিয়ে আমি এলাকা ঘুরে দেখব ৷"

প্রসঙ্গত, নড়িয়াল থানা এলাকায় এক ইঞ্জিনিয়ার একইভাবে আক্রান্ত হয়েছিলেন । থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল । কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, গার্ডেনরিচ এলাকার 15 বরো বিল্ডিং বিভাগের এক্সিকিউটিভ অফিসার এমনই হুমকি পেয়েছেন বলে কর্তৃপক্ষকে জানিয়েছে। তাই তাঁকে অন্যত্র সরিয়ে দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে ।

গার্ডেনরিচের ঘটনায় গতকাল আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে কলকাতা পৌরনিগমের চাপ যে কিছুতেই কমছে না, সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে । ইতিমধ্যে একের পর এক নির্দেশিকা জারি করা হয়েছে। পুরসভার তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। পুলিশ পৌর অধিকারীদের নিয়ে 15 দিন অন্তর বৈঠক চালু করেছে । ফলে গোটা কলকাতা জুড়ে পূর্ণ শক্তি নিয়েই বেআইনি নির্মাণের বিরুদ্ধে লড়াই করতে চাইছে কলকাতা পৌরনিগম। স্থানীয় ইঞ্জিনিয়ারদের ভয়ভীতি বা হুমকির হাত থেকে রক্ষা করতে এবার সেন্ট্রাল টিম তৈরি করা হল। এর জেরে ওয়ার্ড বা বরো স্তরে নির্ভয়ে কাজ করতে পারবেন ইঞ্জিনিয়াররা ৷ এমনটাই মনে করছে কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ।

দুঃখ প্রকাশ করলেন ফিরহাদ

গার্ডেনরিচে বেআইনি নির্মাণ ভাঙার ঘটনায় 134 নম্বর ওয়ার্ডের বিল্ডিং বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ারকে একটি বৈঠকে কড়া ভাষায় সমালচনা করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। বলেছিলেন, "হয় আপনি চোর না হলে অপদার্থ। আপনার গাফিলতির দায় আমাকে কেন নিতে হবে? আমি কী করেছি?" এবার তাঁর মন্তব্যের প্রেক্ষিতে দুঃখ প্রকাশ করলেন ফিরহাদ। তিনি বলেন, " আমি জানতাম না গার্ডেনরিচের ইঞ্জিনিয়রের পায়ে একটা সমস্যা আছে। উনি বিশেষভাবে সক্ষম। তাঁকে ফিল্ডে কাজ দেওয়াই উচিত নয়। আগের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছি।"

আরও পড়ুন:

  1. এসএসকেএমে প্রাণ গেল আরও 1জনের, গার্ডেনরিচ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 13
  2. ববির এলাকায় ভোট প্রচারে বাধা ! পুলিশের সঙ্গে বাদানুবাদ সায়রার
  3. খোদ ফিরহাদের ওয়ার্ডেই ভেঙে পড়ল বাড়ির কার্নিশ, আতঙ্ক চেতলায়
Last Updated :Apr 3, 2024, 10:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.