জলপাইগুড়ি, 5 মার্চ: বিজেপির দলীয় কার্যালয় সংস্কারকে কেন্দ্র করে বিতর্ক জলপাইগুড়িতে । গেরুয়া শিবিরের দলীয় কার্যালয়ে সংস্কারের কাজ বন্ধ করার চিঠি পাঠালো জলপাইগুড়ি পৌরসভা । এই পৌরসভা তৃণমূল পরিচালিত ৷ তাই চিঠি পাঠিয়ে বিজেপির দলীয় কার্যালয় সংস্কার করতে বাঁধা দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে । তবে কার্যালয় সংস্কারকে ঘিরে তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পৌরসভা ও বিজেপির তর্জা এখন তুঙ্গে । ক্ষমতার অপব্যবহার করছেন পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ৷ একদিকে যখন এমনটাই অভিযোগ তুলছে বিজেপি ৷
অন্যদিকে বেআইনিভাবে বিতর্কিত জমিতে জেলা কার্যালয় বানাচ্ছে গেরুয়া শিবির । তাই কাজ বন্ধ করার জন্য নোটিশ পাঠানো হয়েছে বলে দাবি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের । আইন মেনেই বিজেপির কার্যালয়ের সংস্কারের কাজ হচ্ছে । কাজ বন্ধ হবে না পালটা হুঙ্কার জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামীর ।
এ বিষয়ে জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, "আব্দুর সাত্তার নামে এক ব্যক্তি পৌরসভার কাছে অভিযোগ করেছেন ডিবিসি রোডের বিজেপি কার্যালয় অবৈধভাবেভাবে গড়ে তোলা হচ্ছে । আমরা ইতিমধ্যেই বিজেপির কর্মকর্তাদের কাজটি বন্ধ করতে বলেছি । তাঁরা যদি কাজ বন্ধ না করেন তাহলে পুলিশকে চিঠি দেওয়া হবে । অভিযোগ আছে বিনা অনুমতিতে বিজেপির দলীয় কার্যালয় বানানো হচ্ছে ৷ আমরা অভিযোগ পেয়েই বিষয়টি খতিয়ে দেখছি ৷ কোন প্ল্যান পাশ ছাড়া কোন নির্মাণ হতে পারে না ।"
বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামীর কথায়, "বিজেপির কোন কিছু দেখলেই বেআইনি মনে হয় শাসকদলের । ভোটের সময় এলেই বিজেপিকে সমস্যায় ফেলার চেষ্টা করে থাকে তৃণমূল । আমাদের দলীয় কার্যীলয়ের সব কাগজ আছে । রাজ্য সরকার জমির মিউটেশন করেছে । পর্চা দিয়েছে । শুধু তাই নয়, আমরা খাজনাও দিই । ফলে আমাদের জমিতে ঘর ও সংস্কারের কাজ করতে বাঁধা কীসের । এ দিকে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যীলয় যে নর্দমা দখল করে করা হয়েছে সেগুলো ভাইস চেয়ারম্যানের চোখে পড়ে না । আমরা তো বৈধ জায়গার মালিক । আর যে জায়গা নিয়ে বিতর্ক আছে সেই জায়গায় আমরা একটা পেরেকও পুতিনি । আমার কাছে কোন নোটিশ আসেনি । আমাদের কাজ বন্ধ হবে না ।"
জানা গিয়েছে, সামনে লোকসভা নির্বাচন । এখন রাজনৈতিক দলগুলির ব্যস্ততা চরমে ৷ তবে দলীয় বৈঠক করতে জায়গার অভাব দেখা দিয়েছে বিজেপির । তাই পুরনো ঘরগুলোকে ভেঙে ফেলে নতুন করে টিনের চাল দিয়ে একটি বড় হল ঘর করা হচ্ছে জলপাইগুড়িতে । আর তাতেই বাধ সেজেছে পৌরসভা । বিগত লোকসভা ভোটের আগে জলপাইগুড়ি ডিবিসি রোডের বিজেপির দলীয় কার্যালয়ের বিল্ডিং প্ল্যান পাশ করাকে কেন্দ্র করেই বিতর্ক হয় । পৌরসভা বিল্ডিং প্ল্যান আটকে দেয় । এরপর ফের বিজেপির পার্টি অফিস সংস্কারকে কেন্দ্র করে বিতর্ক দাঁনা বাঁধল ।
আরও পড়ুন: