পাণ্ডুয়া, 22 এপ্রিল: পাণ্ডুয়ায় প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ায় বেশ কিছুক্ষণ বন্ধ থাকল ডাউন লাইনে ট্রেন চলাচল । ব্যস্ত সময়ে আটকে পড়ে সমস্ত ট্রেন । আপ লাইন দিয়ে ট্রেন চলাচল করলেও তীব্র গরমের মধ্যে হাওড়া লোকালের যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েন । তার উপর পাণ্ডুয়া রেলগেটের উপর এই ঘটনা ঘটনায় মহানাদ যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায় । বাস, লরি-সহ সমস্ত যানবাহন আটকে পড়ে ৷ বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় রেলকর্মীরা মেরামত করে দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয় ৷
সোমবার দুপুর দেড়টা নাগাদ পাণ্ডুয়া লোকাল পাণ্ডুয়া স্টেশন থেকে ছাড়ে ৷ হাওড়ার দিকে যেতে গিয়ে রিভারলাইন থেকে এক নম্বরে ওঠার সময় এই ঘটনা ঘটে । ট্রেনের প্রথম কামরার প্যান্টোগ্রাফ ভেঙে যায় । সঙ্গে সঙ্গে চালক বুঝতে পেরে ট্রেন দাঁড় করিয়ে দেন । খবর দেওয়া হয় রেল আধিকারিকদের । তারপরই দ্রুততার সঙ্গে শুরু হয় মেরামতির কাজ । ডাউন লাইনে এক ঘণ্টা মতো ট্রেন চলাচল বন্ধ ছিল । আপলাইন দিয়েই লোকাল ট্রেন পাস করানো হয় । ট্রেনের গার্ড জানান, পাণ্ডুয়া স্টেশনে পুনরায় ট্রেনটি ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ।
মেরামত হলে দুপুর 2 টোর পর ফের ডাউন লাইনে ট্রেন চালু হয় । ধীরে ধীরে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয় । ওই ট্রেনের গার্ড টিকে সামন্ত বলেন, "এটা আমাদের দায়িত্ব নয় । রেলের ইঞ্জিনিয়ারিং কর্মীর দায়িত্ব । হঠাৎ করে ট্রেনের সামনে মোটরম্যান আওয়াজ পেয়ে দাঁড় করিয়েছেন । পরে আমাকে জানান, আমি পাণ্ডুয়া স্টেশনে খবর দিয়েছিলাম । কাজ চলে কিছুক্ষণের মধ্যেই ট্রেন চালু হয়ে যাবে । আপ লাইন চালু থাকলেও ডাউন লাইন বন্ধ হয়ে যায় ।"
এই ঘটনার কারণে হাওড়া-রাধিকাপুর মেল দাঁড়িয়ে যায় । এছাড়াও বেশকিছু লোকাল ট্রেন থমকে যায় । তীব্র গরমে চরম ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা । এক যাত্রী হাওড়া লোকালে চুঁচুড়া যাওয়ার পথে আটকে পড়েন । প্রাক্তন বিধায়ক আমজাদ হোসেন বলেন, "ঘণ্টাখানেক হল ট্রেন বন্ধ হয়েছে । এই তো রেলের অবস্থা । গরমের মধ্যে যাত্রীদের খুব খারাপ অবস্থা ।"
দু'দিন আগেই ব্যান্ডেল লোকাল যাওয়ার সময় ধরে ট্রেনের নীচ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় । আতঙ্কিত হয়ে পড়েন অফিস যাত্রীরা । আজ আবার ভরদুপুরে ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি । পরে লাইন ফাঁকা হলে ট্রেন ও মেল চলাচল স্বাভাবিক হয় ।
আরও পড়ুন: