ETV Bharat / state

মোদির পর মমতা, স্বামী স্মরণানন্দ জি মহারাজকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 7, 2024, 7:29 PM IST

Health Update of Swami Smaranananda ji Maharaj: বুধবার শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি হয়েছেন স্বামী স্মরণানন্দ মহারাজ জি ৷ বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Etv Bharat
স্বামী স্মরণানন্দ মহারাজ জিকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

কলকাতা, 7 মার্চ: শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভরতি রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ জি মহারাজ ৷ বৃহস্পতিবার মহারাজকে দেখতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কেমন আছেন তিনি, সোশাল মিডিয়ায় তা শেয়ার করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷

সোশাল মিডিয়ায় এদিন মুখ্যমন্ত্রী লেখেন, "রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট শ্রীমৎ স্মরণানন্দ জি মহারাজের শারীরিক অবস্থার খোঁজ নিতে আমি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান তথা শিশুমঙ্গলে উপস্থিত ছিলাম। আমি তাঁর দীর্ঘ সুস্থতা এবং দ্রুত আরোগ্য কামনা করছি।" প্রসঙ্গত এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি হাসপাতালে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ কুমার। মহারাজের চিকিৎসায় নিযুক্ত চিকিৎসকদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তৃণমূল সুপ্রিমো।

উল্লেখ্য, নারী দিবসের মিছিলের পর সরাসরি শিশুমঙ্গল হাসপাতাল রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ জি মহারাজকে দেখতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই তিনি সোশাল মিডিয়ায় এই খবর শেয়ার করেন ৷ কয়েকদিন আগেই রাজ্যে নানাবিধ প্রকল্প উদ্বোধন ও সরকারি কাজে কলকাতায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনিও শিশুমঙ্গল হাসপাতালে গিয়ে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দজি মহারাজের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ৷ মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের তত্ত্বাবধানে 92 বছর বয়সি মহারাজের চিকিৎসা চলছে।

হাসপাতাল সূত্রে খবর, মহারাজের যা সমস্যা দেখা দিয়েছে, তাঁর অধিকাংশই বয়সজনিত। স্নায়ু এবং অন্যান্য বিভাগের চিকিৎসকেরাও তাঁকে দেখছেন। অতীতে তাঁর অসুস্থতার খবর পেয়ে দ্রুত আরোগ্য কামনা করে সোশাল মিডিয়া এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপর এদিন সরাসরি মহারাজকে দেখতে হাসপাতালে পৌঁছে গেলেন তিনি।

আরও পড়ুন

1. কলকাতাই এসেই স্বামী স্মরণানন্দকে দেখতে হাসপাতালে মোদি

2. শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর সভা, সভাস্থল পরিদর্শনে জেলা নেতৃত্ব

3. বারাসতে সভার আগে মঙ্গলের রাতেই কলকাতায় মোদি, থাকবেন রাজভবনে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.