ETV Bharat / state

সিএএ-বিজ্ঞপ্তি মানুষের অধিকার খর্ব করলে, আন্দোলন আজ থেকেই; হুঙ্কার মমতার

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 11, 2024, 6:09 PM IST

Updated : Mar 11, 2024, 8:55 PM IST

Mamata Banerjee on CAA: কেন্দ্রের তরফে আজই সিএএ নিয়ে জারি হতে পারে বিজ্ঞপ্তি ৷ আজ রাত দশটার মধ্যেই বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা জোরালো ৷ খবর সামনে আসতেই প্রাথমিক প্রতিক্রিয়া তৃণমূল নেত্রীর ৷

Mamata Banerjee
Mamata Banerjee

কলকাতা,11 মার্চ: "আগেও লড়েছি, এবারেও লড়বো ৷ বিষয়টা ফ্রিডম অ্যাট মিডনাইট নয় ,মাঝরাতে সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি হলে তা চিন্তার ৷ দেশবাসীকে ফের বিপদে ফেলতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷" ঠিক এভাবেই কেন্দ্রের সিএএ বিজ্ঞপ্তি জারির খবর নিয়ে প্রাথমিক প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

লোকসভা ভোটের আগেই সিএএ বিজ্ঞপ্তি জারির খবর ৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে, এই খবর প্রকাশ্যে আসতেই হইচই পরিস্থিতি বিভিন্ন মহলে ৷ মমতার কথায় তিনি এই বিষয়ে তাঁর প্রাথমিক প্রতিক্রিয়া জানাতে সময় নষ্ট করতে চাননি ৷ তাই নবান্নেই সাংবাদিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর প্রথম কথা,সিএএ আইন পাশ হয়েছে আগেই , অথচ বিজ্ঞপ্তি জারি করতে চার বছর সময় নিল মোদির সরকার ৷ ঠিক লোকসভা ভোটের মুখে কেন সিএএ জারির হিড়িক, এই প্রশ্ন তুলে মমতার সরাসরি তোপ, "মানুষের ধর্ম, অর্থে, বাঁচার অধিকারে বৈষম্য এলে রেয়াত করবে না তৃণমূল কংগ্রেস ৷ "

এদিন তৃণমূল নেত্রী এনআরসি নিয়েও আশঙ্কা প্রকাশ করেন ৷ সিএএ-র পথ ধরে এবার এনআরসি-ও লাগু হতে পারে দেশজুড়ে বলেও জানান মমতা ৷ 2019 সালের 11 ডিসেম্বর দ্বিতীয়বার ক্ষমতায় এসে সিএএ আইন পাশ করে মোদির সরকর ৷ প্রতিবাদে সরব হয় বিরোধী দলগুলি ৷ যার মধ্যে সবচেয়ে বেশি প্রতিবাদী হয় তৃণমূল কংগ্রেস ৷ এবার ঘুরে ফিরে সেই পথে নামার সময় সামনে এসেছে বলেই জানান মমতা ৷ যেখানে ইতিমধ্য়েই তৃণমূল কংগ্রেসকে তৈরি থাকার বার্তা দিয়েছেন নেত্রী ৷

বিষয়টিকে 'রাজনৈতিক ষড়যন্ত্র' হিসেবে ব্যাখ্যা করেই মমতার হুঙ্কার, আধার কার্ড বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারলে, ফের একবার সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ হবে ৷ পাশপাশি, তিনি জানান, সিএএ নিয়ে জারি করা বিজ্ঞপ্তি সম্পূর্ণ দেখেই ময়দানে নামবেন তিনি ৷

আরও পড়ুন

  1. লোকসভা ভোটের আগে দেশজুড়ে লাগু সিএএ
  2. দেশে জারি সিএএ, নাগরিকত্ব সংশোধনী আইন চালু হতেই উচ্ছ্বসিত মতুয়ারা
Last Updated : Mar 11, 2024, 8:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.