ETV Bharat / state

প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার পথে তৃণমূল-সিপিএম হাতাহাতি, উত্তপ্ত আলিপুর - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 9, 2024, 1:08 PM IST

Updated : May 9, 2024, 1:26 PM IST

TMC-CPM Clash: সিপিএম প্রার্থীর মনোনয়ন জমাকে ঘিরে অশান্তি ৷ তৃণমূলের সঙ্গে দ্বন্দ্বে জড়াল সিপিএম ৷

tmc and cpim clash
মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে হাতাহাতি (ইটিভি ভারত)

মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে সিপিএম ও তৃণমূল দ্বন্দ্ব (ইটিভি ভারত)

আলিপুর, 9 মে: মনোনয়ন পেশ করাকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ কলকাতার আলিপুর-গোপালনগর ৷ সিপিএম এবং তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে চরম বাদানুবাদের জেরে ব্যাপক অশান্তির সৃষ্টি হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দক্ষিণ কলকাতার ডিভিশনাল কলকাতার পুলিশ আধিকারিকরা ৷

ব্যারিকেড দিয়ে বিবদমান দুই গোষ্ঠীকে আলাদা করে দেওয়া হয় ৷ একে অপরকে লক্ষ্য করে 'চোর চোর' স্লোগান দিতে থাকেন তাঁরা ৷ এলাকায় নামানো হয় বিশাল পুলিশ বাহিনী ৷ কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ঘটনাস্থলে এসে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন । বৃহস্পতিবারই মনোনয়ন পেশ করার দিন ছিল । মনোনয়নের দিনে এই ঘটনা ঘটার আগে কেন পুলিশ প্রশাসন সজাগ ছিল না, সেই নিয়েও প্রশ্ন উঠেছে । পাশাপাশি প্রশ্ন উঠেছে যে দুই পক্ষের সমর্থকরা কীভাবে সামনাসামনি এসে পড়ল, কেন আগে থেকে ব্যারিকেড করা হয়নি ৷

আরও পড়ুন :

  1. ভুয়ো এজেন্ট বসানোর অভিযোগ, বুথে তৃণমূল-সিপিএমের হাতাহাতি
  2. সিপিএম প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে কংগ্রেস নেতার মুখে সাঁইবাড়ি হত্যাকাণ্ড, বিতর্ক দুর্গাপুরে
Last Updated : May 9, 2024, 1:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.