ETV Bharat / state

শাহজাহান 'ঘনিষ্ঠ' আমির আলি গাজিকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করল সিআইডি

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 29, 2024, 4:03 PM IST

Updated : Feb 29, 2024, 6:06 PM IST

Etv Bharat
Etv Bharat

CID arrested Amir Ali Ghazi: শেখ শাহজাহানের ধরপাকরের খবর পেয়েই প্রথমেই ঝাড়খণ্ড সীমানা সংলগ্ন এলাকা থেকে থেকে বাইরের রাজ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছিল আমির আলি গাজি। সেখান থেকেই তাকে গ্রেফতার করে রাজ্য সিআইডির গোয়েন্দারা ৷

কলকাতা, 29 ফেব্রুয়ারি: শেখ শাহজাহান গ্রেফতারের পরপর বৃহস্পতিবারই আমির আলি গাজি নামে এক ব্যক্তিকে ঝারখণ্ড সীমানা থেকে গ্রেফতার করল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। কিন্তু কে এই আমির আলি গাজি ? ভবানী ভবন সূত্রের খবর, এই আমির আলি গাজি মূলত শাহজাহানের ডান হাত বলে পরিচিত ৷ সন্দেশখালিতে অত্যাচার নির্যাতন চালানোর যে অভিযোগ সেখানকার মহিলারা করেছে বারবার, সেটা শেখ শাহজাহানের সঙ্গে একইভাবে চালাতো আমির আলি গাজিও।

জানা গিয়েছে, শেখ শাহজাহানের ধরপাকরের খবর পেয়েই প্রথমেই ঝাড়খণ্ড সীমানা সংলগ্ন এলাকা থেকে থেকে বাইরের রাজ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছিল আমির আলি গাজি। বুধবার রাতেই ঝারখণ্ড পুলিশের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে কথা বলেন এই রাজ্যের তদন্তকারী আধিকারিকরা ৷ এর পরেই ঝারখণ্ড এবং বাংলার যে সীমান্ত রয়েছে তার উপর বিশেষ নজরদারি চালানো হয়। এর পরেই আমির আলি গাজির ফোন লোকেশন ট্র্যাক করতে থাকেন সিআইডির গোয়েন্দারা।

ভবানী ভবন সূত্রে খবর, ইতিমধ্যেই আমির আলি গাজিকে ঝাড়খণ্ড সীমানা থাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে রাজ্যের সিআইডির কর্তারা। শাহজাহানের সঙ্গে আমির আলি গাজির কী সম্পর্ক ছিল, তাও জানার চেষ্টা করছে পুলিশ। সূত্রের খবর, আমির আলি গাজিকে কলকাতায় ভবানী ভবনে নিয়ে এসে শেখ শাহজাহানের সঙ্গে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারেন সিআইডির কর্তারা। সিআইডি সূত্রে খবর, আমির আলি গাজির বিরুদ্ধে গণধর্ষনের অভিযোগও রয়েছে ৷ আর সেই মামলাতেই এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

প্রসঙ্গত, হাইকোর্টের কড়া পর্যবেক্ষণের পর বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে ৷ তাকে 10 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেয় বসিরহাট আদালত ৷ জানা গিয়েছে, শেখ শাহজাহানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করেছে পুলিশ ৷ সেই ধারাগুলির মধ্য়ে অন্যতম 307 ধারায় খুনের চেষ্টা, 506 মহিলাদের কটুক্তি, 353 সরকারি কর্মীকে কাজে বাধা ৷ এছাড়া তাঁর বিরুদ্ধে সরকারি সম্পত্তির ক্ষতি আইনের 3 নম্বর ধারাতেও মামলার রুজু হয়েছে ।

আরও পড়ুন:

  1. 6 বছরের জন্য শেখ শাহজাহানকে সাসপেন্ড করল তৃণমূল
  2. তথ্যপ্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ ইডি
Last Updated :Feb 29, 2024, 6:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.