ETV Bharat / state

লোকসভার আগে অনুব্রতর গড়ে উদ্ধার ড্রাম ভর্তি বোমা-আগ্নেয়াস্ত্র, গ্রেফতার 5

Bomb Recover: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট আসতে পারে যে কোনও দিন ৷ তার মধ্যে বীরভূমের একাধিক জায়গা থেকে উদ্ধার ড্রামভর্তি বোমা ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 8:10 PM IST

Etv Bharat
উদ্ধার ড্রাম ভর্তি বোমা-আগ্নেয়াস্ত্র
বীরভূমে উদ্ধার ড্রামভর্তি বোমা

বীরভূম, 27 ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনের দামামা বাজতে খুব বেশিদিন বাকি নেই ৷ তার আগে জেলে থাকা অনুব্রত মণ্ডলের গড়ে উদ্ধার একাধিক বোমা ৷ তার সঙ্গে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ৷ ভোটের আগে বীরভূমের নানুর, পাঁড়ুই, মারগ্রাম, ইলামবাজার, কীর্ণাহার, নলহাটি থেকে বোমা উদ্ধার হওয়ায় আতঙ্কিত এলাকাবাসীরা ৷ ঘটনায় 5 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ইতিমধ্যেই বোমাগুলি ফাটিয়ে নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড ৷

বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, "এই ঘটনায় পুলিশ সক্রিয়। দুদিন ধরে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে ৷ গ্রেফতারও হয়েছে অভিযুক্তরা। আরও তল্লাশি চলছে আর কোথাও বোমা লুকিয়ে রাখা হয়েছে কি না, তার খোঁজে।"

উল্লেখ্য, যে কোন মুহূর্তে হতে পারে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। তার প্রাক্কালে সন্দেশখালি নিয়ে উত্তাল রাজ্য ৷ সেই সময় অনুব্রত মণ্ডলের নিজের জায়গায় একাধিক বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় প্রশ্ন উঠেছে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও ৷ এই পরিস্থিতিতে তৎপর হয়ে উঠেছে পুলিশ প্রশাসন ৷ বীরভূমের নানুর থানার ব্রাহ্মণখণ্ড ও তাকরা গ্রাম থেকে 4 ড্রাম ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ আধিকারিকরা। একই সঙ্গে দেশি পিস্তল-সহ 1 রাউণ্ড গুলি উদ্ধার হয়েছে ৷

কীর্নাহার থানার সরডাঙ্গা গ্রাম, ইলামবাজার থানার নাচনসা গ্রাম থেকে 1ড্রাম ভর্তি বোমা উদ্ধার করা হয়েছে ৷ এছাড়া, পাঁড়ুই থানার সাত্তোর গ্রাম থেকে 1 ড্রাম ও 1 ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হয় ৷ অন্যদিকে, মুরারই থানার রাজগ্রাম থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় ৷ এছাড়া, নলহাটি থানার সুলতানপুর গ্রাম থেকেও উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। বোমা, আগ্নেয়াস্ত্র মজুতে 5 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

আরও পড়ুন

1. শিলদায় মাওবাদী হামলার 14 বছর পর সাজা ঘোষণা, দোষী সাব্যস্ত 23

2. পরীক্ষাকেন্দ্রে মৃত্যু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ! তদন্তে পুলিশ

3. শাহজাহানের গ্রেফতারিতে বিলম্ব কেন ? 72 ঘণ্টার মধ্যে রাজ্যের রিপোর্ট তলব রাজভবনের

বীরভূমে উদ্ধার ড্রামভর্তি বোমা

বীরভূম, 27 ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনের দামামা বাজতে খুব বেশিদিন বাকি নেই ৷ তার আগে জেলে থাকা অনুব্রত মণ্ডলের গড়ে উদ্ধার একাধিক বোমা ৷ তার সঙ্গে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ৷ ভোটের আগে বীরভূমের নানুর, পাঁড়ুই, মারগ্রাম, ইলামবাজার, কীর্ণাহার, নলহাটি থেকে বোমা উদ্ধার হওয়ায় আতঙ্কিত এলাকাবাসীরা ৷ ঘটনায় 5 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ইতিমধ্যেই বোমাগুলি ফাটিয়ে নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড ৷

বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, "এই ঘটনায় পুলিশ সক্রিয়। দুদিন ধরে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে ৷ গ্রেফতারও হয়েছে অভিযুক্তরা। আরও তল্লাশি চলছে আর কোথাও বোমা লুকিয়ে রাখা হয়েছে কি না, তার খোঁজে।"

উল্লেখ্য, যে কোন মুহূর্তে হতে পারে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। তার প্রাক্কালে সন্দেশখালি নিয়ে উত্তাল রাজ্য ৷ সেই সময় অনুব্রত মণ্ডলের নিজের জায়গায় একাধিক বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় প্রশ্ন উঠেছে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও ৷ এই পরিস্থিতিতে তৎপর হয়ে উঠেছে পুলিশ প্রশাসন ৷ বীরভূমের নানুর থানার ব্রাহ্মণখণ্ড ও তাকরা গ্রাম থেকে 4 ড্রাম ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ আধিকারিকরা। একই সঙ্গে দেশি পিস্তল-সহ 1 রাউণ্ড গুলি উদ্ধার হয়েছে ৷

কীর্নাহার থানার সরডাঙ্গা গ্রাম, ইলামবাজার থানার নাচনসা গ্রাম থেকে 1ড্রাম ভর্তি বোমা উদ্ধার করা হয়েছে ৷ এছাড়া, পাঁড়ুই থানার সাত্তোর গ্রাম থেকে 1 ড্রাম ও 1 ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হয় ৷ অন্যদিকে, মুরারই থানার রাজগ্রাম থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় ৷ এছাড়া, নলহাটি থানার সুলতানপুর গ্রাম থেকেও উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। বোমা, আগ্নেয়াস্ত্র মজুতে 5 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

আরও পড়ুন

1. শিলদায় মাওবাদী হামলার 14 বছর পর সাজা ঘোষণা, দোষী সাব্যস্ত 23

2. পরীক্ষাকেন্দ্রে মৃত্যু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ! তদন্তে পুলিশ

3. শাহজাহানের গ্রেফতারিতে বিলম্ব কেন ? 72 ঘণ্টার মধ্যে রাজ্যের রিপোর্ট তলব রাজভবনের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.