ETV Bharat / state

অনুব্রতহীন বোলপুর! বাম-রাম-ঘাসফুলের জমজমাট লড়াইয়ে ফায়দা তুলবে কে ? - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 9, 2024, 10:59 AM IST

Lok Sabha Election 2024: বোলপুর জগদ্বিখ্য়াত রবিঠাকুরের মহিমায় ৷ আরেকদিকে এই এলাকার দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল গরুপাচারে অভিযুক্ত ৷ তিনি এখন জেলে ৷ আসন্ন লোকসভা ভোটে তিনি নেই ৷ এমন পরিস্থিতিতে ঘাসফুলকে হারাতে মরিয়া সিপিএম ও বিজেপি ৷ দীর্ঘ 43 বছর এই কেন্দ্রে বাম শাসন ছিল ৷ তারপর আসে তৃণমূল ৷ এবার কে ?

Bolpur Lok Sabha Election 2024
বোলপুর লোকসভা আসনে ত্রিমুখী লড়াই (নিজস্ব চিত্র)

বোলপুর লোকসভা আসনে সিপিএম, বিজেপি ও ঘাসফুলের মধ্যে ভোটযুদ্ধে কে জয়ী হবে ? (ইটিভি ভারত)

বোলপুর, 9 মে: রাঙামাটির দেশে এখন মন ভোলাচ্ছে নানা রঙের রাজনীতি ৷ আগামী 13 মে চতুর্থ দফায় বীরভূমের বোলপুর লোকসভা কেন্দ্রে ভোট ৷ কেন্দ্রের নাম শুনলেই মনে পড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ৷ আবার এই কেন্দ্রকে রাজ্যবাসী চেনে তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ অনুব্রত মণ্ডলের নামে ৷ গরুপাচার মামলায় জড়িত থাকার অভিযোগ তিনি এখন দিল্লির তিহাড় জেলে ৷ সেখানে বন্দি তাঁর মেয়ে সুকন্যাও ৷

এদিকে 2022 সালের অগস্ট মাসে সিবিআই-এর হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল ৷ তাঁর অনুপস্থিতিতে দ্বিতীয়বার এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অসিত কুমার মাল ৷ অন্যদিকে, বিজেপি প্রার্থী পিয়া সাহা 2015 সালে সাঁইথিয়া পৌরসভায় জয়ী হয়ে কাউন্সিলর হয়েছিলেন ৷ এবার তিনিই বোলপুর লোকসভার প্রার্থী ৷ আবার দলের দীর্ঘদিনের সঙ্গী নানুরের বাসিন্দা শ্যামলী প্রধানকে প্রার্থী করেছে সিপিআইএম ৷ 2016 সালে তৃণমূলের ভরাবাজারে নানুর বিধানসভা থেকে তৃণমূলকে পরাজিত করে বিধায়ক হয়েছিলেন তিনি ৷ এছাড়াও, দীর্ঘ দিন ধরে নানুরে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্য থেকেছেন ৷ কংগ্রেস সমর্থিত শ্যামলী প্রধান কি বিরোধীদের টেক্কা দিয়ে ফেরাতে পারবে বাম শাসন ? এই ভোট ময়দানে অনুব্রতর অনুপস্থিতির ফায়দা তুলতে মরিয়া রাম থেকে বাম- সব পক্ষই ৷

Major Candidates in Bolpur Lok Sabha 2024 Election
2024 সালে বোলপুর লোকসভা কেন্দ্রের প্রধান তিন প্রতিদ্বন্দ্বী (ইটিভি ভারত)

বিশ্বকবি রবীন্দ্রনাথের শান্তিনিকেতন এই বোলপুরে ৷ তাই এর খ্য়াতি জগৎজোড়া ৷ তবে ফি বছর বন্যায় ভেসে যায় বিস্তীর্ণ এলাকা ৷ কোপাই, দ্বারকা নদ আর অজয় নদে বালি মাফিয়াদের রমরমা ৷ গ্রামবাসীরা এই দৌরাত্ম্য অতীষ্ঠ ৷ নদ-নদী থেকে বালি তুলে নেওয়ায় এই বন্যার কবলে পড়তে হয় এলাকাবাসীকে ৷ এছাড়া বোলপুরে বিদেশিদের আনাগোনা থাকলেও এখানে উন্নয়ন তেমন হয়নি বলে অভিযোগ স্থানীয়দের ৷ রাজনৈতিক পতাকা বদলেছে ৷ তবে পানীয় জলের অভাব ঘোচেনি ৷ রাস্তাঘাটও তেমন উন্নত হয়নি ৷ এলাকার অন্য বিধানসভাগুলিতে যাতায়াতের বাসই প্রধান ভরসা ৷ তাও সংখ্যায় যথেষ্ট কম ৷

বাঙালির সাধের এই বোলপুর 1971-2014 সাল পর্যন্ত দীর্ঘ 43 বছর বামের দখলে ছিল ৷ 2014 সালে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের হাত ধরে এই কেন্দ্রে ঘাসফুল ফোটে ৷ সিপিআইএম প্রার্থী রামচন্দ্র ডোমকে পরাজিত করে তৃণমূলের টিকিটে জয়ী হন বিশ্বভারতীর অধ্যাপক অনুপম হাজরা ৷ পরে অবশ্য দিদির কেষ্টর সঙ্গে তাঁর দূরত্ব বাড়ে ৷ দল বিরোধী বক্তব্যের জন্য অনুপম হাজরাকে বহিষ্কার করে তৃণমূল ৷ অনুপম যোগ দেন বিজেপিতে ৷ 2019 সালে বোলপুর কেন্দ্র থেকে অনুব্রত-ঘনিষ্ঠ অসিত কুমার মালকে প্রার্থী করে তৃণমূল ৷ বিজেপি প্রার্থীকে পরাজিত করে গড় ধরে রাখে অনুব্রতবাহিনী ৷

Lok Sabha Election 2019 result in Bolpur Lok Sabha
বোলপুর লোকসভা কেন্দ্রে 2019 সালের ভোটের ফলাফল (ইটিভি ভারত)

এই লোকসভা কেন্দ্রে 1985 সাল থেকে 2009 সাল পর্যন্ত সাংসদ ছিলেন বামনেতা সোমনাথ চট্টোপাধ্য়ায় ৷ এরপর আর মাত্র পাঁচবছর লাল ঝান্ডার অস্তিত্ব ছিল এখানে ৷ 2019 সালে বোলপুর কেন্দ্রে 6 লক্ষ 99 হাজার 172 টি ভোট পান তৃণমূলের অসিত কুমার মাল ৷ তিনি বিজেপি প্রার্থী রামপ্রসাদ দাসকে 1 লক্ষ 6 হাজার 403 টি ভোটে পরাজিত করেন ৷ সিপিআইএম প্রার্থী রামচন্দ্র ডোমের ঝুলিতে পড়ে মাত্র 91 হাজার 964 টি ভোট ৷ কংগ্রেস প্রার্থী অভিজিৎ সাহা মাত্র 30 হাজার 112 টি ভোট পান ৷ চব্বিশে বোলপুরের কুর্সি দখলের লড়াইয়ে শেষ বাজি কে মাত করবেন, এখন তার অপেক্ষা ৷

আরও পড়ুন:

  1. গরু পাচার মামলায় ইডির হাতে গ্রেফতার অনুব্রত, এবার কি তবে দিল্লির পথে ?
  2. বীরভূমের সংগঠন দেখবেন তিন নেতা, অনুব্রত কন্যার খেয়াল রাখার নির্দেশ মমতার
  3. তদন্তে অসহযোগিতা, গরুপাচার মামলায় গ্রেফতার অনুব্রত-কন্যা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.