ETV Bharat / state

অগ্নিমিত্রাকে আক্রমণ, কুণালের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের বিজেপি বিধায়কের

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2024, 3:47 PM IST

Updated : Feb 22, 2024, 4:21 PM IST

ETV Bharat
কুণাল ঘোষের বিরুদ্ধে মানহানির মামলা

Agnimitra Paul Kunal Ghosh Conflict: কুণাল ঘোষের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ৷ সন্দেশখালি সম্পর্কিত একটি টক শোয় অংশ নিয়েছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল, তৃণমূল নেতা কুণাল ঘোষ ও আরও অনেকে ৷

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল

কলকাতা, 22 ফেব্রুয়ারি: এফআইআর দায়ের হল তৃণমূল নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে ৷ বৃহস্পতিবার আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল আলিপুর আদালতে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । মঙ্গলবার একটি টক শোতে বক্তব্য রাখছিলেন কুণাল ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, সেখানে তিনি সন্দেশখালির মহিলাদের উদ্দেশ্যে করে কটূক্তি করেন ৷ তখন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্র পাল কুণাল ঘোষের ওই মন্তব্যের প্রতিবাদ করেন ৷

সেই সময় অগ্নিমিত্রা পলকে নিশানা করেও কুরুচিকর মন্তব্য করেছেন কুণাল ৷ এই ঘটনায় কুণালের বিরুদ্ধে মামলা করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্র ৷ তৃণমূল মুখপাত্রের বিরুদ্ধে মানহানি, জনমানসে মানহানি, কুৎসিত অঙ্গভঙ্গি- এই তিনটি ধারায় মামলা দায়ের করা হয়েছে কুণাল ঘোষের বিরুদ্ধে । বৃহস্পতিবার আলিপুর পুলিশ আদালত মামলাটি গ্রহণ করে ৷

মামলা দায়ের করে বেরিয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল জানান, একজন বিধায়ককে সর্বসমক্ষে অপমানজনক কথা বলার জন্যেই কুণালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷ এর পাশাপাশি তিনি দু'টি সংবাদমাধ্যমের বিরুদ্ধেও মামলা করেন ৷ সন্দেশখালিতে খালিস্তানি বিতর্কে তাঁর নাম জড়াবার অভিযোগে ওই দু'টি সংবাদমাধ্যমের বিরুদ্ধেও মামলা দায়ের করেন তিনি ৷ অগ্নিমিত্রার ক্ষোভ, এই ভুল খবর জনমানসে তাঁর ভাবমূর্তি নষ্ট করেছে এবং তাঁর সম্মানহানি হয়েছে ৷

গত 20 ফেব্রুয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল-সহ বিজেপি নেতানেত্রীরা সন্দেশখালির পথে রওনা দেন ৷ তবে সেখানে তাঁদের পথ আটকায় বিশাল পুলিশবাহিনী ৷ আইপিএস পুলিশ আধিকারিক জসপ্রীত সিংকে 'খালিস্তানি' বলার অভিযোগ ওঠে বিজেপি নেতানেত্রীদের বিরুদ্ধে ৷ ওই পুলিশ আধিকারিকের সঙ্গে বিজেপি নেতানেত্রীদের বচসা বাধে ৷ এই ঘটনায় রাজ্য রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির কড়া সমালোচনা করেন ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালির মহিলাদের অসম্মানের অভিযোগ, কুণাল ঘোষের কুশপুত্তলিকা দাহ বিজেপির
  2. আন্দোলন থেকে পালাতেই শুয়ে পড়েছেন, সুকান্তর অসুস্থতাকে 'নাটক' বলে কটাক্ষ কুণালের
  3. পাগড়ি মাথার পুলিশ 'খালিস্তানি', বিজেপির মন্তব্যকে 'ঔদ্ধত্য' বলে নিন্দায় মমতা; ড্যামেজ কন্ট্রোলে শুভেন্দু
Last Updated :Feb 22, 2024, 4:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.