ETV Bharat / state

ভোটে প্রার্থী হওয়ার সম্ভাবনা, পুরনো মামলায় জামিন নিতে আদালতে অগ্নিমিত্রা!

Agnimitra Paul: লোকসভা নির্বাচনে দলের প্রার্থী হতে পারেন ? তাই তড়িঘড়ি পুরনো মামলায় জামিন নিতে বারাসত আদালতে ছুটলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ? প্রার্থী হওয়া নিয়ে স্পষ্ট জবাব না দিলেও এ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য আসানসোল দক্ষিণের বিধায়কের ।

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 5, 2024, 9:15 PM IST

Agnimitra Paul
অগ্নিমিত্রা পল
তড়িঘড়ি আদালতে জামিন নিতে এলেন অগ্নিমিত্রা পল

বারাসত, 5 মার্চ: লোকসভা ভোটে দলের তরফে প্রার্থী করা হতে পারে তাঁকে ৷ সেই সম্ভাবনা থেকে পুরনো একটি মামলায় জামিন নিতে মঙ্গলবার তড়িঘড়ি বারাসত জেলা আদালতে এলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল । সেই মামলায় জামিন মঞ্জুর হয়েছে আসানসোল দক্ষিণের বিধায়কের । তিনি ছাড়াও পুরনো সেই মামলায় জামিন পেয়েছেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তাপস মিত্র-সহ দলের আরও চার বরিষ্ঠ নেতা । প্রত্যেকেরই এক হাজার টাকার ব‍্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছেন বিচারক ।

বিজেপি সূত্রে খবর, যে মামলায় এ দিন জামিন নিতে বারাসত আদালতে আসেন অগ্নিমিত্রা পল সেটি 2022 সালের পুরনো একটি মামলা । সেবছর 23 অগস্ট আইনশৃঙ্খলার অবনতি-সহ একগুচ্ছ ইস্যু নিয়ে বারাসতে বিজেপির ডিএম অফিস অভিযান হয়েছিল বিধায়ক অগ্নিমিত্রা পলের নেতৃত্বে । সেই আন্দোলন ঘিরে ধুন্ধুমার বাঁধে ডিএম অফিস চত্বরে । পরিস্থিতি সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে । তার প্রেক্ষিতে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে বিধায়ক অগ্নিমিত্রা পল-সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে মামলা রুজু করে বলে জানা যায় পরবর্তী সময়ে ।

সূত্রের খবর, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল, বিজেপির তৎকালীন বারাসত জেলার সভাপতি তাপস মিত্র-সহ মোট পাঁচজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির এবং আইপিসির একাধিক ধারায় মামলা রুজু হয়েছিল বারাসত থানায় । দীর্ঘ প্রায় দু'বছরের পুরনো সেই মামলায় এতদিন জামিন নিতে না আসলেও মঙ্গলবার হঠাৎই বারাসত কোর্টে অগ্নিমিত্রা পলের জামিন নিতে আসায় কৌতূহল বেড়েছে সকলের । বিশেষ করে ভোটের আগে এ নিয়ে গুঞ্জনও শুরু হয়েছে রাজনীতির অন্দরে । তাহলে কি লোকসভা ভোটে বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন আসানসোল দক্ষিণের এই বিজেপি বিধায়ক? সেই কারণেই কি আগেভাগে পুরনো মামলায় জামিন নিয়ে রাখলেন?যাতে প্রার্থী হলে কোনও আইনি সমস্যায় মুখে পড়তে না হয়? নাকি জামিন নিতে হবে বলেই জামিন নিলেন এই বিজেপি নেত্রী? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে ।

তবে রাজনীতির নিন্দুকেরা মনে করছেন, এর সঙ্গে অগ্নিমিত্রার প্রার্থী পদের বিষয়টিই যুক্ত থাকার সম্ভাবনা বেশি । তা না হলে কেন তিনি তড়িঘড়ি জামিন নিতে যাবেন লোকসভা ভোটের ঠিক আগে ৷ এ নিয়ে অবশ্য স্পষ্ট কোনও জবাব না দিলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল । তিনি বলেন,"সামনেই ভোট ৷ জামিন নিয়ে রাখছি । যা যা করা দরকার সেসব করে রাখলাম । আমরা নরেন্দ্র মোদির দেখানো পথে চলি । আইনকে সবসময় শ্রদ্ধা করি । তাই দেশের আইন মেনেই যেটা প্রয়োজন সেটা আমরা সবসময় করে থাকি ।"

এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে কটাক্ষ করে অগ্নিমিত্রা বলেন,"মানুষের পাশে দাঁড়িয়ে আন্দোলন করলেই মমতা বন্দোপাধ্যায়ের পুলিশ মামলা দেয় । আমার বিরুদ্ধে খুনের চেষ্টার মামলাও দেওয়া হয়েছে এর আগে । আকছার এই ধরণের ঘটনা ঘটছে । বিশেষ করে বিরোধীদের ক্ষেত্রে । এ রাজ্যে তৃণমূলের জন্য আলাদা আইন । আর বিরোধীদের জন্য সম্পূর্ণ আলাদা আইন । এটাই এখন চলছে পশ্চিমবঙ্গে ।"

আরও পড়ুন:

  1. প্রার্থী ঘোষণা হতেই কালীর চরণে লকেট, নজর কাটাতে লেবু দিয়ে পুজো মা'কে
  2. পবন সিং সরে দাঁড়ানোয় আসানসোলে বিজেপি প্রার্থী হতে পারেন অক্ষরা সিং
  3. প্রথম প্রার্থী তালিকায় নেই বর্তমান 33 সাংসদ, নতুন মুখে আস্থা রাখছে বিজেপি

তড়িঘড়ি আদালতে জামিন নিতে এলেন অগ্নিমিত্রা পল

বারাসত, 5 মার্চ: লোকসভা ভোটে দলের তরফে প্রার্থী করা হতে পারে তাঁকে ৷ সেই সম্ভাবনা থেকে পুরনো একটি মামলায় জামিন নিতে মঙ্গলবার তড়িঘড়ি বারাসত জেলা আদালতে এলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল । সেই মামলায় জামিন মঞ্জুর হয়েছে আসানসোল দক্ষিণের বিধায়কের । তিনি ছাড়াও পুরনো সেই মামলায় জামিন পেয়েছেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তাপস মিত্র-সহ দলের আরও চার বরিষ্ঠ নেতা । প্রত্যেকেরই এক হাজার টাকার ব‍্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছেন বিচারক ।

বিজেপি সূত্রে খবর, যে মামলায় এ দিন জামিন নিতে বারাসত আদালতে আসেন অগ্নিমিত্রা পল সেটি 2022 সালের পুরনো একটি মামলা । সেবছর 23 অগস্ট আইনশৃঙ্খলার অবনতি-সহ একগুচ্ছ ইস্যু নিয়ে বারাসতে বিজেপির ডিএম অফিস অভিযান হয়েছিল বিধায়ক অগ্নিমিত্রা পলের নেতৃত্বে । সেই আন্দোলন ঘিরে ধুন্ধুমার বাঁধে ডিএম অফিস চত্বরে । পরিস্থিতি সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে । তার প্রেক্ষিতে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে বিধায়ক অগ্নিমিত্রা পল-সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে মামলা রুজু করে বলে জানা যায় পরবর্তী সময়ে ।

সূত্রের খবর, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল, বিজেপির তৎকালীন বারাসত জেলার সভাপতি তাপস মিত্র-সহ মোট পাঁচজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির এবং আইপিসির একাধিক ধারায় মামলা রুজু হয়েছিল বারাসত থানায় । দীর্ঘ প্রায় দু'বছরের পুরনো সেই মামলায় এতদিন জামিন নিতে না আসলেও মঙ্গলবার হঠাৎই বারাসত কোর্টে অগ্নিমিত্রা পলের জামিন নিতে আসায় কৌতূহল বেড়েছে সকলের । বিশেষ করে ভোটের আগে এ নিয়ে গুঞ্জনও শুরু হয়েছে রাজনীতির অন্দরে । তাহলে কি লোকসভা ভোটে বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন আসানসোল দক্ষিণের এই বিজেপি বিধায়ক? সেই কারণেই কি আগেভাগে পুরনো মামলায় জামিন নিয়ে রাখলেন?যাতে প্রার্থী হলে কোনও আইনি সমস্যায় মুখে পড়তে না হয়? নাকি জামিন নিতে হবে বলেই জামিন নিলেন এই বিজেপি নেত্রী? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে ।

তবে রাজনীতির নিন্দুকেরা মনে করছেন, এর সঙ্গে অগ্নিমিত্রার প্রার্থী পদের বিষয়টিই যুক্ত থাকার সম্ভাবনা বেশি । তা না হলে কেন তিনি তড়িঘড়ি জামিন নিতে যাবেন লোকসভা ভোটের ঠিক আগে ৷ এ নিয়ে অবশ্য স্পষ্ট কোনও জবাব না দিলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল । তিনি বলেন,"সামনেই ভোট ৷ জামিন নিয়ে রাখছি । যা যা করা দরকার সেসব করে রাখলাম । আমরা নরেন্দ্র মোদির দেখানো পথে চলি । আইনকে সবসময় শ্রদ্ধা করি । তাই দেশের আইন মেনেই যেটা প্রয়োজন সেটা আমরা সবসময় করে থাকি ।"

এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে কটাক্ষ করে অগ্নিমিত্রা বলেন,"মানুষের পাশে দাঁড়িয়ে আন্দোলন করলেই মমতা বন্দোপাধ্যায়ের পুলিশ মামলা দেয় । আমার বিরুদ্ধে খুনের চেষ্টার মামলাও দেওয়া হয়েছে এর আগে । আকছার এই ধরণের ঘটনা ঘটছে । বিশেষ করে বিরোধীদের ক্ষেত্রে । এ রাজ্যে তৃণমূলের জন্য আলাদা আইন । আর বিরোধীদের জন্য সম্পূর্ণ আলাদা আইন । এটাই এখন চলছে পশ্চিমবঙ্গে ।"

আরও পড়ুন:

  1. প্রার্থী ঘোষণা হতেই কালীর চরণে লকেট, নজর কাটাতে লেবু দিয়ে পুজো মা'কে
  2. পবন সিং সরে দাঁড়ানোয় আসানসোলে বিজেপি প্রার্থী হতে পারেন অক্ষরা সিং
  3. প্রথম প্রার্থী তালিকায় নেই বর্তমান 33 সাংসদ, নতুন মুখে আস্থা রাখছে বিজেপি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.