ETV Bharat / politics

পবন সিং সরে দাঁড়ানোয় আসানসোলে বিজেপি প্রার্থী হতে পারেন অক্ষরা সিং

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 4, 2024, 7:51 PM IST

Asansol Lok Sabha Seat: আসানসোল লোকসভা আসনে বিজেপির ঘোষিত প্রার্থী ভোজপুরী তারকা পবন সিং সরে দাঁড়িয়েছেন ৷ সূত্রের খবর, তাঁর জায়গায় প্রার্থী করা হতে আরেক ভোজপুরী তারকা অক্ষরা সিংকে ৷

Akshara Singh
Akshara Singh

পটনা, 4 মার্চ: আসানসোল লোকসভা আসন থেকে ভোজপুরী তারকা পবন সিংকে প্রার্থী করেছিল বিজেপি ৷ কিন্তু তাঁর গান ও অভিনীত চরিত্রগুলি নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর পবন সিং ভোটের ময়দান থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন ৷ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে তাহলে আসানসোলে কাকে প্রার্থী করবে বিজেপি ? এই পরিস্থিতিতে নাম ভাসছে আরেক ভোজপুরী তারকা অক্ষরা সিংয়ের ৷

আসানসোল যেহেতু শত্রুঘ্ন সিনহাকেই প্রার্থী করার বিষয়ে মনস্থির করে ফেলেছে তৃণমূল কংগ্রেস, তাই বিজেপিও সেখানে চলচ্চিত্র জগতের কোনও হেভিওয়েট তারকাকে প্রার্থী করার কথা ভেবেছে ৷ সেই অংকেই পবন সিংকে প্রার্থী করা হয়েছিল ৷ বিতর্কের জেরে তিনি সরে দাঁড়ানোয় অন্য মুখের সন্ধানে গেরুয়া শিবির ৷ এক্ষেত্রে দেখা হচ্ছে জনপ্রিয়তার পাশাপাশি ওই তারকার ভোটে জেতার ক্ষমতা কতটা আছে ৷

আর সেই সূত্রেই অক্ষরা সিংয়ের নাম উঠে আসছে ৷ যদিও অক্ষরাকে এর আগে বিহারে প্রশান্ত কিশোরের জন সুরজ যাত্রায় অংশ নিতে দেখা গিয়েছিল ৷ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে তাহলে কি বিজেপির প্রার্থী হতে রাজি হবেন এই ভোজপুরী অভিনেত্রী ৷ তিনি এই বিষয়ে কিছু না বললেও, তাঁর বাবা বিপিন সিং জানিয়েছেন যে অক্ষরা ভোটে লড়তে প্রস্তুত ৷

বিপিন সিং বলেন, “আমি জানতে পেরেছি যে অক্ষরা সিংকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করানো হতে পারে । অক্ষরা বর্তমানে এখানে নেই, তিনি বাগেশ্বর ধামে আছেন । তাঁর সঙ্গে এখনও কথা বলতে পারিনি । তাঁর সঙ্গে কথা হলে আরও তথ্য দিতে পারব ।’’ একই সঙ্গে বিপিন সিং জানিয়েছেন যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বড় বিষয় নয় ৷ আসল হল সমাজসেবা ৷ তাই মানুষের ভালো করার দায়িত্ব পেলে অক্ষরা পিছু হটবে না ৷

তবে বিজেপির সঙ্গে এই বিষয়ে কোনও কথা হয়নি বলে তিনি জানিয়েছেন ৷ তবে আসানসোলের সঙ্গে তাঁদের যে যোগাযোগ আছে, সেকথাও জানিয়েছেন বিপিন সিং ৷ সেখানে তাঁর বাড়ি বলে তিনি দাবি করেছেন ৷ তবে ভোটে লড়ার সুযোগ পেলে যেকোনও জায়গা থেকে অক্ষরা ভোটে লড়তে প্রস্তুত বলে তিনি জানান ৷

আসানসোলে বিজেপি যদি সত্যিই প্রার্থী করে অক্ষরাকে, তাহলে সেই লড়াই কতটা সহজ বা কঠিন হবে ৷ এই প্রশ্নের উত্তরে বিপিন সিং জানান, কোনও কিছু সহজে মেলে না ৷ এর জন্য কঠোর পরিশ্রম করতে হবে । তিনি অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন ৷

উল্লেখ্য, পবন সিং ও অক্ষরা সিংয়ের মধ্য়ে ঠান্ডা লড়াই আছে বলে অনেকে বলেন ৷ দু’জনের মধ্য়ে সম্পর্কও খুব একটা ভালো নয় ৷ যদিও এক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে না ৷ কারণ, পবন নিজেই ভোটের ময়দান থেকে সরে দাঁড়িয়েছেন ৷ এখন দেখার বিজেপি অক্ষরা সিংকে আসানসোলে প্রার্থী করে কি না !

আরও পড়ুন:

  1. প্রার্থী ঘোষণার 24 ঘণ্টার মধ্যে আসানসোলে পদ্মে কাঁটা, ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন পবন
  2. 'এটাই বাংলার মায়েদের শক্তি', আসানসোল থেকে পবন সরতেই 'জনগর্জন' তৃণমূলের
  3. মহিলার সঙ্গে অশ্লীল ভিডিয়ো ভাইরাল, বারাবাঁকি থেকে লড়তে নারাজ বিজেপি প্রার্থী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.