ETV Bharat / state

রাজ্যের মিড-ডে মিলের কাজ নিয়ে ভূয়সী প্রশংসা কেন্দ্রের, বরাদ্দ 4 হাজার কোটি

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 23, 2024, 9:55 PM IST

ETV Bharat
মিড ডে মিল নিয়ে কেন্দ্রের প্রশংসা

BJP Government praises Bengal's Mid-day meal scheme: অনেক সংঘাতের আবহে পশ্চিমবঙ্গ সরকারের সুখ্যাতি করল কেন্দ্রীয় সরকার ৷ রাজ্যের মিড-ডে মিল নিয়ে প্রশংসা শোনা গেল কেন্দ্রের মুখে ৷

কলকাতা, 23 ফেব্রুয়ারি: ফের কেন্দ্রের মুখে রাজ্যের প্রশংসা ৷ রাজ্যের মিড-ডে মিল নিয়েই এবার প্রশংসা করল কেন্দ্র ৷ বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্র এবং রাজ্য সচিবের একটি বৈঠক হয় ৷ সেখানেই রাজ্যের মিড-ডে মিল নিয়ে প্রশংসা করে কেন্দ্রের বিজেপি সরকার ৷ এই তথ্য দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ বিরোধীদের কটাক্ষ করে সোশাল মিডিয়ায় এই নিয়ে একটি পোস্টও করেন তিনি ৷ পাশাপাশি 4 হাজার কোটি বরাদ্দও করল কেন্দ্র।

শিক্ষামন্ত্রী তাঁর পোস্টে লেখেন, "দিল্লিতে কেন্দ্র-রাজ্য সচিব পর্যায়ের বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের মিড-ডে মিল প্রোগ্রাম এবং তা চালানোর মডেলের ভূয়সী প্রশংসা করা হয়েছে ! মাননীয়া মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকারের উন্নয়নের মডেল আরও একবার প্রমাণিত হল ৷ কিছুদিন আগে কেন্দ্রীয় দলের অপ-প্রচার এবং বিরোধীদের কুৎসা আবার একবার ভুল প্রমাণিত হল ! অশোকস্তম্ভের তলার লেখাটাই আবার প্রতিষ্ঠিত হল ৷" এর সঙ্গে তিনি হ্যাশট্যাগ দিয়ে লেখেন 'সত্যমেব জয়তে' ৷

তবে শুধুই প্রশংসা নয়, এই বৈঠকের মাধ্যমে সমগ্র শিক্ষা মিশনে বেশ কিছু অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার ৷ সমগ্র শিক্ষা মিশন অভিযান উপলক্ষ্যে মোট 4 হাজার কোটি টাকা রাজ্যকে বরাদ্দ করল কেন্দ্র ৷ এই অর্থ স্কুলের পরিকাঠামো ও মিড-ডে মিলের জন্য ব্যয় করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ এই বিষয়ে নারী ও শিশু সুরক্ষা কমিশনের মন্ত্রী শশী পাঁজা বলেন, "রাজ্য ভালো কাজ করেছে ৷ তার ফলস্বরূপ কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে ৷ এর অর্থ এই নয় যে, রাজ্যকে করা সব বঞ্চনা দূর হয়ে গিয়েছে ৷ একশো দিনের কাজের টাকা এখনও দিচ্ছে না কেন্দ্রীয় সরকার !"

আরও পড়ুন:

  1. রামজীবনপুরে 11টি ওয়ার্ডের 13টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বেহাল পরিকাঠামোর অভিযোগ
  2. মিড-ডে মিলের খিচুড়িতে ইঁদুর ! গ্রামেই স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করলেন বিডিও
  3. শিক্ষা উৎসবের জন্য ক্লাস বন্ধের নির্দেশ এসআইয়ের, মিড ডে মিল থেকে বঞ্চিত হাজারও পড়ুয়া
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.