ETV Bharat / state

'কংগ্রেসে দাঁড়িয়ে জামানত বাজেয়াপ্ত হয়েছিল, এবার কী হয়!', কীর্তি আজাদকে কটাক্ষ দিলীপের - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 27, 2024, 2:26 PM IST

Updated : Mar 27, 2024, 2:48 PM IST

Lok Sabha Election 2024: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ ৷ নির্বাচনী প্রচারে প্রথম দিনেই বিতর্ক তৈরি করেছেন ৷ দুর্গাপুরে নির্বাচনী প্রচারে এসে ইটিভি ভারতকে একান্ত সাক্ষাৎকারে আসন্ন ভোট নিয়ে অনেক কথা বললেন বিজেপির প্রাক্তন সহ-সভাপতি দিলীপ ৷

ETV Bharat
নির্বাচনী প্রচারে খোশমেজাজে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ

দুর্গাপুরে নির্বাচনী প্রচারে চায়ের আড্ডায় দিলীপ ঘোষ

দুর্গাপুর, 27 মার্চ: বঙ্গে ভোটের রাজনৈতিক পারদ ঊর্ধ্বমুখী ৷ রবিবার বিজেপির পশ্চিমবঙ্গের দ্বিতীয় প্রার্থীতালিকা প্রকাশিত হয়েছে ৷ তাতে মেদিনীপুরের পরিবর্তে বর্ধমান-দুর্গাপুর থেকে প্রার্থী হয়েছেন বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ ৷ লোকসভায় দিলীপ ঘোষের নতুন ঠিকানা বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র ৷ এদিকে এই কেন্দ্রের দিলীপ ঘোষের সবচেয়ে প্রধান প্রতিদ্বন্দ্বী 1983'র ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের অলরাউন্ডার সদস্য কীর্তি আজাদ ৷ তিনি আবার একদা বিজেপির সাংসদ ৷ তিনবারের সাংসদ কীর্তি আজাদের সঙ্গে এবার সম্মুখসমরে সঙ্ঘ পরিবার থেকে সরাসরি পদ্মশিবিরে আসা দিলীপ ঘোষ ৷

রাজ্য বিজেপির সভাপতি থাকাকালীন এরাজ্য থেকে বামেদের সরিয়ে প্রধান বিরোধী দলের তকমা পাওয়া তাঁর হাত ধরেই ৷ দিলীপ ঘোষের সভাপতিত্বেই এরাজ্যে দু'টি লোকসভা আসন থেকে 2019-এ একলাফে 18 টি বিজেপি সাংসদ তুলে আনা ৷ 2021 সালের বিধানসভা নির্বাচনেও এরাজ্যের বর্তমান শাসকদলের হৃদকম্পন ধরিয়ে দিয়েছিল গেরুয়া শিবির ৷ আর দিলীপ ঘোষের ফ্রন্টলাইনে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়া এ রাজ্যে ভারতীয় জনতা পার্টিকে অক্সিজেন জুগিয়েছিল ৷ বিজেপির ডাকাবুকো নেতা হিসেবে পরিচিত দিলীপ ঘোষ দুর্গাপুরে প্রথম দিন প্রচারে এসেই ইটিভি ভারতের মুখোমুখি হয়েছিলেন ৷

একান্ত সাক্ষাৎকারে তিনি বললেন, "এটা নতুন কোনও চ্যালেঞ্জ নয় ৷ বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে মাত্র 15 দিন প্রচারের সুযোগ পেয়ে সুরিন্দার সিং আলুওয়ালিয়াজি 1 হাজার 500 ভোটে জয়লাভ করেছিলেন ৷ এখন তো হাতে সময় আছে ৷ আমাদের দলের যুবকরা দেখুন সকাল থেকে দাঁড়িয়ে আছে ৷ আসলে ওরা রাতে পার্টি করে সকালে ঘুমায় ৷ আর আমাদের কর্মীরা সকাল থেকে পার্টি করে ৷"

এক সময় শোনা গিয়েছিল মেদিনীপুরেই আবার দাঁড়াতে চান দিলীপ ঘোষ ৷ অন্য কোনও আসন তাঁর পছন্দ নয় ৷ শাসকদল অভিযোগ করে "শুভেন্দু অধিকারীর তাড়া খেয়ে তাঁকে বর্ধমান-দুর্গাপুরে চলে আসতে হয়েছে ৷" এই প্রসঙ্গে সোজাসাপটা দিলীপ ঘোষ বলেন, "আমাদের দলে লবি বলে কিছু হয় না ৷ এসব হচ্ছে তৃণমূল কংগ্রেসের অপপ্রচার ৷ পার্টি যা সিদ্ধান্ত নেবে, সেটাই আমরা মেনে চলতে বাধ্য ৷"

দিলীপ ঘোষ তাঁর নিকটতম বিরোধী প্রার্থী কীর্তি আজাদ সম্পর্কে বলেন, "বিশ্বকাপ জেতা আর নির্বাচনে জেতার মধ্যে অনেক পার্থক্য ৷ উনি তিনবারের সাংসদ ছিলেন কিন্তু পদ্মফুল প্রতীকে দাঁড়িয়ে ৷ কংগ্রেসে দাঁড়িয়ে জামানত বাজেয়াপ্ত হয়ে গিয়েছিল ৷ এবার কী হয় দেখে নেবেন ৷" কীর্তি আজাদকে বহিরাগত অতিথি বলার পাশাপাশি দিলীপ ঘোষ বলেন, "আমরা সব সময় বলি অতিথি দেব ভবঃ ৷ নির্বাচন শেষ হয়ে গেলে আবার বলব, অতিথি তুম কাব যাওগে ৷"

দুর্গাপুরের বন্ধ কারখানা একটি অন্যতম রাজনৈতিক ইস্যু ৷ সেই প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, "40 বছর ধরে আমি দুর্গাপুরে আসছি ৷ আমার চোখের সামনে অনেক কারখানা বন্ধ হয়ে গিয়েছে ৷ আমি বন্ধ কারখানা এবং তাদের শ্রমিকদের দুরবস্থা দেখেছি ৷"

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে 35 টি আসনে বিজেপির জয় নিশ্চিত বলে জানিয়েছেন ৷ S বিষয়ে দিলীপ ঘোষ বলেন, "দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অনেক বড় মাপের কথা বলেন ৷ গতবার তিনি 22টি আসন বলেছিলেন ৷ আমরা 18 টি আসন পেয়েছিলাম ৷ অনেকে তখন বলেছিল, দু'টি থেকে 22 টি আসন কী করে পাবেন ? আমি বলেছিলাম দুইয়ের পাশে আরেকটা দুই বসিয়ে দিন ৷" শেষে আবারও মোদি সরকার এবং 'আবকি বার 400 পার' স্লোগান দিলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ৷

আরও পড়ুন:

  1. মমতার পিতৃপরিচয়! নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল, দিলীপকে শো-কজ বিজেপির
  2. সায়নী থেকে মালা, তাপস থেকে দিলীপ; ভোট প্রচারে প্রার্থীদের রংমিলান্তি
  3. 'প্রার্থী খুঁজতে পাকিস্তান পৌঁছে যাবে তৃণমূল', প্রচারে বেরিয়ে কটাক্ষ দিলীপের
Last Updated :Mar 27, 2024, 2:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.