ETV Bharat / state

সায়নী থেকে মালা, তাপস থেকে দিলীপ; ভোট প্রচারে প্রার্থীদের রংমিলান্তি - Lok sabha Elections

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 25, 2024, 11:06 PM IST

Lok Sabha Elections 2024
Lok Sabha Elections 2024

Lok Sabha Elections 2024: লোকসভা নির্বাচনের আবহে দোল ৷ আর দোল মানেই জনসংযোগের এক হাতিয়ার ৷ সোমবার রংমিলান্তির উৎসবে দুুই দলের যতই আলাদা মতাদর্শ থাকুক, বিজেপি থেকে তৃণমূলের প্রার্থীরা ভোট প্রচারে ঝাঁপিয়ে পড়লেন ৷ সায়নী ঘোষ থেকে দিলীপ ঘোষ, আবার মালা রায় থেকে তাপস রায়; দোলের সকালে সকলকেই দেখা গেল চুটিয়ে জনসংযোগ করতে ৷

ভোট প্রচারে প্রার্থীদের রংমিলান্তি

কলকাতা/বর্ধমান/গাইঘাটা, 25 মার্চ: রঙে রঙে আজ রঙিন হয়েছে আকাশ। সকাল থেকেই নানা জায়গায় শুরু হয় প্রভাতফেরি। এরপর নির্দিষ্ট স্থানে ফিরে একে অপরকে রঙ মাখানো থেকে শুরু করে নাচ, গান, আবৃত্তি, নৃত্যনাট্য সব নিয়ে মেতে উঠলেন সকলে। ভোটের আবহে দোলে মাতলেন আসন্ন লোকসভা নির্বাচনের তৃণমূল থেকে বিজেপি প্রার্থীরা ৷ প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী তাপস রায় দিলেন তৃণমূলকে হুঁশিয়ারি ৷ শাসক শিবিরকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ৷ ইটিভি ভারত তুলে ধরল প্রার্থী প্রচারের একাধিক দৃশ্য ৷

সায়নী ঘোষের প্রচার-

  • সকাল সকাল গলফগ্রিন সেন্ট্রাল পার্কের 95 নম্বর ওয়ার্ড এবং 103 নম্বর ওয়ার্ডের জোড়া ব্রিজে প্রচারে দেখা যায় যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ৷ তিনি আজ সাদা সালোয়ার কামিজ আর রঙিন ওড়না গায়ে জড়িয়ে হাজির হন রংমিলান্তির উৎসবে ৷ মানুষের সঙ্গে পায়ে-পা মিলিয়ে মেতে ওঠেন প্রার্থী।

কীর্তি আজাদের প্রচার-

  • রাঙিয়ে দিয়ে যাও গানের সঙ্গে নাচতে দেখা গেল বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে ৷ দুর্গাপুরের বসন্ত উৎসবে মেতে উঠলেন 1983 বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ এই সৈনিককে। মঞ্চে দাঁড়িয়ে কীর্তি আজাদ এদিন বলেন, "হরেক রং প্রমাণ করছে আমাদের মত, জাতি, ধর্ম, বর্ণ আলাদা হলেও আমরা সবাই নানা রঙের মেলবন্ধন ৷ আর এর মত এক। কীর্তি আজাদ এদিন সমগ্র বঙ্গবাসীকে হোলির শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর প্রধান প্রতিদ্বন্দী বিজেপির দিলীপ ঘোষকেও হোলির শুভেচ্ছা জানান ৷ হোলির দিন দিলীপ ঘোষের দুর্গাপুরে না যাওয়া নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন কিক্রেটার ৷

দিলীপ ঘোষের প্রচার-

  • প্রার্থী তালিকার নাম প্রকাশের পরে সোমবার সকালে বর্ধমান এসে প্রথম বলেই ছয় হাঁকানোর দাবি করেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পাশাপাশি শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক তোপ দেগে তিনি বলেন, ঘাসফুল শিবির প্রার্থী খুঁজতে পাকিস্তানে পৌঁছে যাবে ৷

মালা রায়ের প্রচার-

  • এদিন প্রচারের মাঝেই সব রঙে সকলকে রাঙিয়ে আনন্দে দোল কাটানোর শুভেচ্ছা জানালেন কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী মালা রায় ৷
    ফিরলেন শৈশবে। 9-90 সব বয়সের মানুষকে আবিরে রাঙালেন কলকাতা দক্ষিণের বিদায়ী সাংসদ মালা রায়। প্রতিবছর এই দোলের দিনে এলাকার একাধিক জায়গায় রঙের অনুষ্ঠানে যোগ দেন তিনি। আজও প্রতাপাদিত্য রোড ও ত্রিকোণ পার্কে অনুষ্ঠানে তিনি যোগ দেন। মালা রায় বলেন, "নির্বাচন থাকুক আর না থাকুক এদিন সকলের সঙ্গেই রঙ খেলায় মেতে উঠি। উত্তরবঙ্গের রায়গঞ্জের সাংসদকে (দেবশ্রী চৌধুরী) দক্ষিণ কলকাতার প্রার্থী করা নিয়ে বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, "সেখানে মানুষ গ্রহণ করেননি তাঁকে ৷ তাই এখানে।"

তাপস রায়ের প্রচার-

  • কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় এদিন গোপাল পুজো দিয়ে প্রচার শুরু করেন ৷ তৃণমূল থেকে সম্প্রতি পদ্মশিবিরে যাওয়া তাপস রায় প্রার্থী হয়েই তৃণমূল প্রার্থী একদা তাঁর সহকারী সুদীপ বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে তোপ দাগেন ৷ 'কালারফুল' হয়ে এদিন তিনি তৃণমবূলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "রঙ খেলা ভালো, তবে রঙবাজি করবেন না ৷"

শান্তনু ঠাকুরের প্রচার-

  • ভোট প্রচারের ব্যস্ততা মলিন হল রঙের ছোঁয়ায়। মতুয়া ভক্ত ও দলীয় কর্মীদের সঙ্গে আবির খেলায় মাতলেন উত্তর 24 পরগনার বনগাঁ লোকসভার প্রার্থী শান্তনু ঠাকুর। এদিন ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে ও নিজের বাসভবনে আবির খেলেন শান্তনু ঠাকুর ও তাঁর দাদা তথা গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। তবে আজকের দিনে কোনও রঙের আবিরে রাজনৈতিক দেখছেন না শান্তনু। তিনি বলেন, "আমাদের পদ্ম ফুলের নিজে সবুজ এবং উপরে গেরুয়া।"

আরও পড়ুন:

  1. প্রার্থী হয়েই জন্মভিটেয় কঙ্গনা, স্থানীয়দের সঙ্গে মাতলেন হোলিতে
  2. কখনও ব্যাটার, কখনও সংস্কৃতি মনস্ক; দোলের সকালে নানা মুডে কুণাল
  3. 'বিস্তা আমার প্রার্থী নন', বিদ্রোহ ঘোষণা করে নির্দল হিসেবে লড়াইয়ের সিদ্ধান্ত বিজেপি বিধায়কের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.