ETV Bharat / state

নির্বাচনে অনুব্রতর 'অভাববোধ' শতাব্দীর, তারাপীঠে পুজো দিয়ে শুরু প্রচার

Birbhum Lok Sabha Election 2024: আসন্ন লোকসভা নির্বাচনে অনুব্রত মণ্ডলের অভাববোধ করবেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় ৷ আজ তারাপীঠে পুজো দিয়ে বীরভূম লোকসভা কেন্দ্রে প্রচার শুরু করে এমনটাই জানালেন বিদায়ী সাংসদ ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 16, 2024, 3:16 PM IST

Updated : Mar 16, 2024, 6:10 PM IST

ETV BHARAT
ETV BHARAT
লোকসভা নির্বাচনে অনুব্রত মণ্ডলের অভাববোধ করবেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়

তারাপীঠ, 16 মার্চ: বীরভূমে নির্বাচন মানেই একটা নাম সবার আগে উঠে আসবে ৷ সেটি হল অনুব্রত মণ্ডল ৷ বীরভূম জেলা তৃণমূলের সভাপতি ৷ প্রায় দেড়বছর আগে যিনি গরুপাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন এবং বর্তমানে তিহাড় জেলে বন্দি ৷ সেই অনুব্রত মণ্ডলকে ছাড়া প্রথমবার বীরভূমে কোনও লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল ৷ তাই বীরভূম লোকসভার প্রচারে নেমে প্রার্থী শতাব্দী রায়ের অকপট স্বীকারক্তি, তিনি এই নির্বাচনে অনুব্রতর 'অভাববোধ' করবেন ৷

রাজ্যে যে কোনও নির্বাচনের আগে নকুলদানা, চড়াম-চড়াম, গুড়-বাতাসার মতো শব্দবন্ধনী শোনা যেত ৷ ভোটের কয়েকমাস আগে থেকেই এক সরগরম পরিবেশ তৈরি করে দিতেন অনুব্রত ৷ কিন্তু, 2024 লোকসভা নির্বাচনে অনুব্রত মণ্ডল নেই ৷ নেই তাঁর গরমাগরম বক্তব্যও ৷ এই আবহে তৃণমূলের অভেদ্য দুর্গ বীরভূম এখন তাদের হাতের নাগালে বলে মনে করছে রাজ্যের বিরোধী দল বিজেপি ৷

তবে, নির্বাচনী প্রচারে নেমে বিরোধীদের সেই সব আশাআকাঙ্খাকে গুরুত্ব দিতে নারাজ বীরভূম লোকসভার তিনবারের সাংসদ তথা তৃণমূল প্রার্থী শতাব্দী রায় ৷ তিনি স্বীকার করে নিলেন, অনুব্রত মণ্ডলের অভাববোধ অবশ্যই করবেন ৷ কিন্তু, অনুব্রতর দীর্ঘদিনের তৈরি করা সংগঠনের লোকজন রয়েছে ৷ তাঁরা নির্বাচনে তৃণমূল প্রার্থীর হয়ে কাজ করবেন ৷ অনুব্রতর নেতৃত্বে তৃণমূলের ভোট 'যেভাবে' হত, তাঁর নেতা-কর্মীরাও তা অনুসরণ করবেন ৷

শতাব্দীর কথায়, "তিনি নেই ঠিকই ৷ কিন্তু, তাঁর তৈরি সংগঠনের মানুষগুলো আছেন ৷ একটা মানুষ দলের সঙ্গে যুক্ত ছিলেন, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ৷ নিশ্চই তাঁকে মিস করব ৷" তবে, এবার শতাব্দী রায়ের বিপরীতে বিজেপির প্রার্থী হতে পারেন দুধকুমার মণ্ডল ৷ যাঁর যোগ আবার সরাসরি আরএসএসের সঙ্গে ৷ অর্থাৎ, সংগঠন ও প্রচারের বিষয়ে শতাব্দী রায়ের থেকে কয়েক ধাপ এগিয়ে বিজেপির সম্ভাব্য প্রার্থী ৷ তাই এবার অনুব্রতহীন বীরভূমে তৃণমূলের লড়াইটা বেশ কঠিন বলেই মনে করছে রাজনৈতিকমহল ৷

তবে শতাব্দীর দাবি, 2009, 2014 ও 2019-এর থেকে এবারের জয়ের ব্যবধান তাঁর আরও বাড়বে ৷ প্রতিবছরই জয়ের ব্যবধান বেড়েছে ৷ আর 2024-এ তার অন্যথা হবে না ৷ কিন্তু, গত তিনবার শতাব্দীর সহায় ছিলেন অনুব্রত মণ্ডল ৷ সেক্ষেত্রে 2024-এর লড়াইয়ে সেই অনুব্রতই শতাব্দীর সঙ্গে নেই যে ! উলটে শহরাঞ্চলে প্রতি ভোটে শতাব্দীক ভোট কমেছে ও হেরেছেন ৷ এবার অনুব্রতহীন বীরভূম লোকসভার গ্রামীণে তৃণমূলের ভোট ধরে রাখা সহজ হবে না বলে মত রাজনৈতিক মহলের ৷

আরও পড়ুন:

  1. ভুল হলে সন্দেশখালির মানুষের কাছে ক্ষমা চাইব, মন্তব্য বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থীর
  2. আইএসএফ ও কংগ্রেসের হাত ধরেই ভোটের ময়দানে বামেরা
  3. ইন্দ্রনীল সেনের বাড়ি নিয়ে দুর্নীতির অভিযোগ লকেটের, পালটা সাংসদের রুচি নিয়ে প্রশ্ন মন্ত্রীর

লোকসভা নির্বাচনে অনুব্রত মণ্ডলের অভাববোধ করবেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়

তারাপীঠ, 16 মার্চ: বীরভূমে নির্বাচন মানেই একটা নাম সবার আগে উঠে আসবে ৷ সেটি হল অনুব্রত মণ্ডল ৷ বীরভূম জেলা তৃণমূলের সভাপতি ৷ প্রায় দেড়বছর আগে যিনি গরুপাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন এবং বর্তমানে তিহাড় জেলে বন্দি ৷ সেই অনুব্রত মণ্ডলকে ছাড়া প্রথমবার বীরভূমে কোনও লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল ৷ তাই বীরভূম লোকসভার প্রচারে নেমে প্রার্থী শতাব্দী রায়ের অকপট স্বীকারক্তি, তিনি এই নির্বাচনে অনুব্রতর 'অভাববোধ' করবেন ৷

রাজ্যে যে কোনও নির্বাচনের আগে নকুলদানা, চড়াম-চড়াম, গুড়-বাতাসার মতো শব্দবন্ধনী শোনা যেত ৷ ভোটের কয়েকমাস আগে থেকেই এক সরগরম পরিবেশ তৈরি করে দিতেন অনুব্রত ৷ কিন্তু, 2024 লোকসভা নির্বাচনে অনুব্রত মণ্ডল নেই ৷ নেই তাঁর গরমাগরম বক্তব্যও ৷ এই আবহে তৃণমূলের অভেদ্য দুর্গ বীরভূম এখন তাদের হাতের নাগালে বলে মনে করছে রাজ্যের বিরোধী দল বিজেপি ৷

তবে, নির্বাচনী প্রচারে নেমে বিরোধীদের সেই সব আশাআকাঙ্খাকে গুরুত্ব দিতে নারাজ বীরভূম লোকসভার তিনবারের সাংসদ তথা তৃণমূল প্রার্থী শতাব্দী রায় ৷ তিনি স্বীকার করে নিলেন, অনুব্রত মণ্ডলের অভাববোধ অবশ্যই করবেন ৷ কিন্তু, অনুব্রতর দীর্ঘদিনের তৈরি করা সংগঠনের লোকজন রয়েছে ৷ তাঁরা নির্বাচনে তৃণমূল প্রার্থীর হয়ে কাজ করবেন ৷ অনুব্রতর নেতৃত্বে তৃণমূলের ভোট 'যেভাবে' হত, তাঁর নেতা-কর্মীরাও তা অনুসরণ করবেন ৷

শতাব্দীর কথায়, "তিনি নেই ঠিকই ৷ কিন্তু, তাঁর তৈরি সংগঠনের মানুষগুলো আছেন ৷ একটা মানুষ দলের সঙ্গে যুক্ত ছিলেন, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ৷ নিশ্চই তাঁকে মিস করব ৷" তবে, এবার শতাব্দী রায়ের বিপরীতে বিজেপির প্রার্থী হতে পারেন দুধকুমার মণ্ডল ৷ যাঁর যোগ আবার সরাসরি আরএসএসের সঙ্গে ৷ অর্থাৎ, সংগঠন ও প্রচারের বিষয়ে শতাব্দী রায়ের থেকে কয়েক ধাপ এগিয়ে বিজেপির সম্ভাব্য প্রার্থী ৷ তাই এবার অনুব্রতহীন বীরভূমে তৃণমূলের লড়াইটা বেশ কঠিন বলেই মনে করছে রাজনৈতিকমহল ৷

তবে শতাব্দীর দাবি, 2009, 2014 ও 2019-এর থেকে এবারের জয়ের ব্যবধান তাঁর আরও বাড়বে ৷ প্রতিবছরই জয়ের ব্যবধান বেড়েছে ৷ আর 2024-এ তার অন্যথা হবে না ৷ কিন্তু, গত তিনবার শতাব্দীর সহায় ছিলেন অনুব্রত মণ্ডল ৷ সেক্ষেত্রে 2024-এর লড়াইয়ে সেই অনুব্রতই শতাব্দীর সঙ্গে নেই যে ! উলটে শহরাঞ্চলে প্রতি ভোটে শতাব্দীক ভোট কমেছে ও হেরেছেন ৷ এবার অনুব্রতহীন বীরভূম লোকসভার গ্রামীণে তৃণমূলের ভোট ধরে রাখা সহজ হবে না বলে মত রাজনৈতিক মহলের ৷

আরও পড়ুন:

  1. ভুল হলে সন্দেশখালির মানুষের কাছে ক্ষমা চাইব, মন্তব্য বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থীর
  2. আইএসএফ ও কংগ্রেসের হাত ধরেই ভোটের ময়দানে বামেরা
  3. ইন্দ্রনীল সেনের বাড়ি নিয়ে দুর্নীতির অভিযোগ লকেটের, পালটা সাংসদের রুচি নিয়ে প্রশ্ন মন্ত্রীর
Last Updated : Mar 16, 2024, 6:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.