ETV Bharat / state

কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্কিত মন্তব্য, প্রসূনকে ফের আক্রমণে মালব্য

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 17, 2024, 6:11 PM IST

Amit Malviya
Amit Malviya

Amit Malviya: কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্কিত মন্তব্য প্রাক্তন আইপিএস উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ৷ তাঁর সেই বক্ত্যের ভিডিয়ো পোস্ট করে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা অমিত মালব্য ।

প্রসূনকে ফের আক্রমণ অমিত মালব্যের

মালদা, 17 মার্চ: প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যকে ঘিরে তাঁকে ফের আক্রমণ করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য । প্রাক্তন এই আইপিএস অফিসারের আমলে পশ্চিমবঙ্গ পুলিশে কী কী হয়েছে, সেই প্রশ্নও তুললেন তিনি ৷ পাশাপাশি নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীকে ভয় দেখানোর অভিযোগও তুলেছেন বিজেপির এই নেতা ।

এক্স হ্যান্ডেলে উত্তর মালদার তৃণমূল প্রার্থীর বক্তব্যের ভিডিয়ো শেয়ার করে তিনি লেখেন, "প্রাক্তন আইপিএস অফিসার তথা তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনকে সাবধান করছে । উনি বলছেন, বিএসএফ ও কেন্দ্রীয় বাহিনীকে আইনের মধ্যে থাকতে বলছি । কেন্দ্রীয় বাহিনী ভয় দেখাতে এলে আমি আছি । ম্যায় হু না…। নির্বাচন কমিশনকে স্কুলে রেখে তাঁদের জল দিয়ে শ্রদ্ধা জানান । আর বলুন, প্রসূন বন্দ্যোপাধ্যায় খেলতে এসেছে, এখানে বুট, একে-47, এসএলআরের প্রয়োজন নেই । তিনি আইনশৃঙ্খলা বুঝে নেবেন । অবজারভার সমস্ত কিছু বুঝে নেবেন ।"

উল্লেখ্য, মালদা জেলায় পা রেখেই প্রচারে নেমে পড়েছেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় । শনিবার হরিশ্চন্দ্রপুরের কর্মীসভা থেকে তাঁকে বলতে শোনা গিয়েছিল, "ভারী বুট, বড়ো বড়ো চেহারার লোক, একে-47, এসএলআর নিয়ে আর ভয় দেখাতে পারবেন না । এবারের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় (প্রাক্তন আইপিএস)। উত্তর মালদায় এবার একটু খেলা আছে । ওষুধ প্রস্তুত আছে, শুধু দেওয়া বাকি আছে । দিন দশেকের মধ্যে এমন খেলা খেলে দেব, তখনই বুঝতে পারবে খেলা কোনদিকে যাবে ।"

রবিবারও পুরাতন মালদা এলাকায় ফের একই ভাষায় কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করতে শোনা যায় প্রাক্তন এই আইপিএস অফিসারকে । এরপরেই অমিত মালব্য প্রশ্ন তোলেন, প্রসূন বন্দ্যোপাধ্যায় আইপিএস থেকে পদত্যাগ করে তৃণমূলে যোগদান করে প্রার্থী হয়েছেন। আর এখন নির্বাচন কমিশনকে ভয় দেখাচ্ছেন। তা থেকে যে কেউ অনুমান করতে পারে, পুলিশ অফিসার থাকাকালীন উনি কী করেছেন। পশ্চিমবঙ্গ পুলিশ কী কী ভুল করছে সেই সমস্ত উদাহরণ তুলে ধরছেন তিনি ।

আরও পড়ুন:

  1. দেশদ্রোহের পর এবার যৌনতা, ফের তৃণমূল প্রার্থীকে আক্রমণ অমিত মালব্যর
  2. ইস্তফার পরদিনই তৃণমূল প্রার্থী, কর্মজীবন পক্ষপাতদুষ্ট ? কী বলছেন প্রাক্তন আইপিএস অফিসার
  3. ভোটযুদ্ধে সাংসদকে কাজের খতিয়ান প্রকাশ করার চ্যালেঞ্জ প্রাক্তন আইপিএস অফিসারের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.