ETV Bharat / state

সিপিএম কর্মীদের উপর অ্যাসিড হামলার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে মামলা দায়ের - Acid Attack

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 29, 2024, 10:46 PM IST

Etv Bharat
Etv Bharat

Acid Attack on CPM-Congress Workers: পুরনো রাজনৈতিক বিবাদের জের ৷ বাম-কংগ্রেস জোটের কর্মীদের উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে রতুয়া 1 নম্বর ব্লকের ভাদো গ্রাম পঞ্চায়েতের কয়লাপাথার গ্রামে ৷ আক্রান্তদের তরফে দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ ৷

মালদা, 29 মার্চ: ক্রমশ উর্ধ্বমুখী লোকসভা নির্বাচনের পারদ ৷ জেলায় জেলায় নির্বাচনী প্রচারে ব্য়স্ত প্রতিটি দলের রাজনৈতিক নেতারা ৷ এই আবহে পুরনো রাজনৈতিক বিবাদের জেরে বাম-কংগ্রেস জোটের কর্মীদের উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে ৷ বুধবার রাতে ঘটনাটি ঘটেছে রতুয়া 1 নম্বর ব্লকের ভাদো গ্রাম পঞ্চায়েতের কয়লাপাথার গ্রামে ৷ আক্রান্তদের তরফে দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ ৷ ঘটনাস্থল থেকে অ্যাসিড ছোড়ার পাত্রটি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ তবে এখনও পর্যন্ত দোষীদের চিহ্নিত করা যায়নি ৷ এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠেছে রতুয়া ৷

গত পঞ্চায়েত নির্বাচনে ভাদো গ্রাম পঞ্চায়েত এলাকায় শাসকদলের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ ওঠে ৷ ভোটের দিন ব্যালট বাক্স রাস্তায় পড়ে থাকতে দেখা যায় ৷ পুকুর থেকেও উদ্ধার হয় ব্যালট বাক্স ৷ এর জেরে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয় এই গ্রামে ৷ সেই ভোটে জয় আসে বাম-কংগ্রেসের ঝুলিতে ৷ ভোটের ফল প্রকাশের পর থেকেই জোটের সঙ্গে তৃণমূলের বিবাদ শুরু হয় ৷ সেই বিবাদের জেরেই বৃহস্পতিবার রাতে দুই সিপিএম কর্মীর উপর অ্যাসিড হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ যদিও শাসকদলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

আক্রান্ত আজাদ আলি বলেন, “গতকাল রোজা শেষে ইফতার করে আমরা দু’জন বাড়ি থেকে কিছুটা দূরে চায়ের দোকানে গিয়েছিলাম ৷ আমার সঙ্গে ছিল বাক্কার মেম্বার ৷ চা খেয়ে গ্রামে ঢোকার মুখে রাস্তায় আমাকে কেউ অ্যাসিড ছুড়ে মারে ৷ সারা শরীর জ্বলতে শুরু করে ৷ সেই অবস্থায় আরও কিছুটা এগিয়ে মুজিবর ডাক্তারের বাড়িতে ঢুকে পড়ি ৷ সেখানে স্নান করার পর জ্বালা একটু কমে ৷ পরে আমরা রতুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে থানায় অভিযোগ দায়ের করি ৷ আমরা নিশ্চিত, এই কাজ তৃণমূলের ৷ পঞ্চায়েত ভোটের পর থেকেই ওরা আমাদের নানাভাবে হুমকি দেয় ৷ আমার বাড়ি ভাঙচুরও করেছে ৷ পুলিশের কাছে আমার আর্জি, এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার করা হোক ৷ নইলে আমরা আন্দোলনে নামব ৷”

সিপিএম-এর রতুয়া এরিয়া কমিটির সম্পাদক নজরুল ইসলাম বলেন, “রাতেই ঘটনার কথা জেনেছি ৷ এতে আমরা অবাক হইনি ৷ আসলে তৃণমূল কোনও রাজনৈতিক দল না ৷ এটা লুটেরা, চোর, গুণ্ডা, বদমাইশ, লম্পটদের দল ৷ ওরা যে কোনওভাবে ক্ষমতায় থাকতে চায় ৷ এবারের ভোটে কেন্দ্রীয় বাহিনী আসায় ওরা ভয় পেয়েছে ৷ কারণ ভোট লুট করতে পারবে না ৷ যত দিন যাচ্ছে মানুষ বুঝতে পারছে, মোদি আর দিদি এক ৷ এসব কারণেই ওরা এসব করছে ৷ পুলিশ নয়, এটা আমাদেরই রুখতে হবে ৷ আসলে দার্জিলিং থেকে বহরমপুর পর্যন্ত টানা ন’টি আসনে তৃণমূল এবার হারবে ৷ তাই এসব হামলা চলতে থাকবে ৷”

এদিকে ঘটনাপ্রসঙ্গে তৃণমূলের ভাদো অঞ্চল কমিটির সভাপতি মজিবুর রহমানের দাবি, “আজ সকালে ঘটনাটি জেনেছি ৷ আমি ওই এলাকার দলীয় কর্মীদের কাছেও বিষয়টি জানতে চেয়েছি ৷ ওরা কেউ বিষয়টি নিয়ে কিছু জানে না ৷ এর সঙ্গে দলের কেউ জড়িত নয় ৷ আর রাজনৈতিক আক্রোশের বিষয় থাকলে গত আট মাসেই কিছু হয়ে যেত ৷"

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.