ETV Bharat / state

ধেয়ে আসছে কালবৈশাখী, তপ্ত দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আভাস - Weather Update of West Bengal

author img

By ETV Bharat Bangla Team

Published : May 6, 2024, 5:03 PM IST

ETV BHARAT
গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আজ ঝড়বৃষ্টির পূর্বাভাস (নিজস্ব চিত্র)

Forecast of Norwester: দক্ষিণবঙ্গে আজ কালবৈশাখীর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ বিকেলে বা সন্ধ্যার পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে ৷ সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস ৷

উপকূলে মৎস্যজীবী ও পর্যটকদের সর্তক করছে প্রশাসন ৷ (ইটিভি ভারত)

কলকাতা, 6 মে: তীব্র গরমের হাত থেকে অবশেষে রেহাই পশ্চিমবঙ্গবাসীর ৷ বিশেষ করে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৷ সোমবার বিকেল ও সন্ধেয় দক্ষিণের প্রায় সব জেলাতেই কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ সঙ্গে বৃষ্টি হবে বলেও জানিয়েছে হাওয়া অফিস ৷ বজ্রপাতের আশঙ্কাও করা হয়েছে ৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী 9 মে পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি হবে ৷

আবহাওয়া দফতরের আধিকারিকরা জানাচ্ছেন, সোমবার বিকেলের পর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘণ্টায় 30-40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া চলবে ৷ তবে, সমুদ্র উপকূলে বাতাসের গতিবেগ থাকবে 45-55 কিলোমিটার প্রতি ঘণ্টায় ৷ ঝোড়ো হাওয়ার দোসর হবে বৃষ্টি ৷ সকালের পর থেকেই সমুদ্র উত্তাল হয়ে উঠেছে ৷ ঢেউয়ের উচ্চতা 0.5 মিটার থেকে 1.2 মিটার পর্যন্ত হতে পারে ৷ বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷ সেই সঙ্গে মাছ ধরার ট্রলার ও যাত্রীবাহী নৌকাগুলিকে নির্দিষ্ট দূরত্ব মেনে শক্তভাবে বেঁধে রাখতে নির্দেশ দিয়েছে প্রশাসন ৷

দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকায় পুলিশের তরফে মাইকিংয়ে মাধ্যমে মানুষজনকে সতর্ক করা হচ্ছে। দিঘা-সহ বিভিন্ন পর্যটন ক্ষেত্রে পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রেও সতর্কতা জারি করা হয়েছে ৷ জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, সমুদ্র উপকূলে নজরদারি বাড়ানোর জন্য ৷

তবে, এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে বাংলার আকাশে ঝড়বৃষ্টির আগমনের খবর ৷ হাওয়া অফিস বলছে আগামী তিনদিনে ধাপে ধাপে তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি পর্যন্ত নামতে পারে ৷ রবিবার বিকেল থেকেই বহু জায়গায় আকাশে মেঘ জমেছে ৷ কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা বৃষ্টিও হয়েছে ৷ জলীয় বাষ্পে ভরা হাওয়া প্রচুর পরিমাণে প্রবেশ করায় বৃষ্টির মেঘ তৈরি করেছে ৷

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও দুই চব্বিশ পরগনায় ঝড়বৃষ্টি হতে পারে ৷ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় ৷ বাকি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি পরিমাণে ৷ আজ বা আগামিকাল মঙ্গলবার মে মাসের প্রথম কালবৈশাখী পেতে পারে বাংলা ৷ সোমবার সারাদিন আকাশে কখনও মেঘ, তো কখনও রোদের খেলা চলছে ৷ সঙ্গে হাওয়া বইছে ৷ তবে, আর্দ্রতা জনিত অস্বস্তি রয়েছে ৷ ফলে যথেষ্ট ঘাম হচ্ছে ৷ আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36.4 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 29.8 ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 81 শতাংশ ও সর্বনিম্ন 54 শতাংশ ৷

আরও পড়ুন:

  1. জলীয়বাষ্পপূর্ণ বাতাসের প্রবেশে বঙ্গজুড়ে ঝড়-বৃষ্টি, চলবে কতদিন ?
  2. বৃষ্টির পূর্বাভাস কি তাপপ্রবাহে রাশ টানতে পারবে! ধন্দে হাওয়া অফিস
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.