ETV Bharat / state

জবরদখল ভোট করায় কারা? অগ্নিমিত্রার লম্বা তালিকা প্রশাসনের কাছে পাঠালেন রাজ্যপাল - Lok Sabha Elections

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 21, 2024, 8:04 PM IST

Etv Bharat
Etv Bharat

Agnimitra Paul to Guv Bose: তৃণমূলের যে সব নেতারা জোরপূর্বক ভোট করায় তাদের নামের লম্বা তালিকা রাজভবনে পাঠালেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ৷ কাদের নাম রয়েছে তাতে ?

কলকাতা, 21 মার্চ: ভোটে হিংসা রুখতে প্রথম দিন থেকেই পাশে থাকার বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । তাঁর উদ্য়োগে চালু হওয়া 'লগ সভা' পোর্টালে এবার মেল মারফৎ আভিযোগ জানালেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল ।

রাজভবন সূত্রে খবর, সাধারণ মানুষ তো বটেই, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল ই-মেলে অভিযোগ করেছেন এই পোর্টালে । মূলত, রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চল-ব্লকে তৃণমূলের কোন নেতা অবৈধ উপায়ে জোরপূর্বক ভোট করান, সেই নামের তালিকাও পাঠিয়েছেন বিজেপি নেত্রী । যাতে এবারের লোকসভা ভোটে তৃণমূলের ওই সমস্ত নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যায় । প্রয়োজনে ভোটের কাজে দলের হয়েও যাতে তাঁরা কাজ না-করতে পারে তার জন্য প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন বিজেপি নেত্রী।

সূত্রের খবর, অগ্নিমিত্রা পল ছাড়াও এখনও পর্যন্ত প্রায় 100টি অভিযোগ এসেছে। ভোট লুট, জমি দখল, তোলাবাজি, হুমকি ও হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে তাতে । কিন্তু অগ্নিমিত্রা পল যেভাবে রাজ্যজুড়ে অঞ্চল ও ব্লক ধরে ধরে অভিযোগ জানিয়েছেন, তা কার্যত নজিরবিহীন । কারণ, এর আগে এরকম অভিযোগ রাজভবনের কোনও সেলেই নাকি আসেনি। সূত্রের খবর, ইতিমধ্যেই সেই তালিকা রাজ্যপালের হাতে পৌঁছেছে । তিনি প্রশাসনের কাছে পাঠিয়েও দিয়েছেন। যাতে অগ্নিমিত্রা পলের অভিযোগ পত্রে উল্লিখিত তৃণমূল নেতাদের উপর প্রশাসনিক নজরদারি চালানো যায় ।

রাজভবন আগেই জানিয়েছে, লোকসভা ভোটের দিনগুলোতে টোটো করে ঘুরবেন রাজ্যপাল । মূলত, সাধারণ মানুষের তথা ভোটারদের মধ্যে কোনওরকম যাতে ভয়ের সঞ্চার না ঘটে সেদিকটাই দেখবেন তিনি । ভোটের দিনগুলিতে সকাল 6 টা'র আগে রাজ্যপাল রাজভবন থেকে টোটোয় চেপে বের হবেন ।

আরও পড়ুন :

  1. নয়া উদ্যোগ ! লোকসভা ভোটের সময় টোটো নিয়ে রাস্তায় ঘুরবেন রাজ্যপাল
  2. 'নির্বাচনে অশান্তি বরদাস্ত নয়', দিনহাটায় কড়া বার্তা রাজ্যপাল বোসের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.