ETV Bharat / state

'নির্বাচনে অশান্তি বরদাস্ত নয়', দিনহাটায় কড়া বার্তা রাজ্যপাল বোসের

CV Ananda Bose: রাজ্য ও কেন্দ্রের দুইমন্ত্রীর সংঘর্ষের ঘটনার পর দিনহাটা শহরের পাঁচ মাথামোড়ের ঘটনাস্থলে যান রাজ্যপাল ৷ সিভি আনন্দ বোস এদিন বলেন, "আসন্ন লোকসভা নির্বাচনে কোনওভাবেই অশান্তি বরদাস্ত করা হবে না ৷"

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 20, 2024, 7:50 PM IST

Updated : Mar 20, 2024, 9:12 PM IST

Etv Bharat
Etv Bharat

কোচবিহার, 20 মার্চ: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর মধ্যে গণ্ডগোলের জেরে মঙ্গলবার উত্তপ্ত হয় দিনহাটা। এরপরই বুধবার দিনহাটা শহরে তড়িঘড়ি পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে গিয়ে রাজ্যপাল বলেন, "এই নির্বাচনে কোনওভাবেই অশান্তি বরদাস্ত করা হবে না ৷"

এরপর তিনি বলেন, "দুই মন্ত্রীকে মেসেজ যা দেওয়ার তা সাধারণ মানুষ দিয়েছেন। লড়াই যা লড়ার তা অবশ্যই লড়বেন তাঁরা। জনতা এখন বুঝে গিয়েছে, তারা একত্রিত আছে।" এরপরই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আওড়ে বলেন, "চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির। সাধারণ মানুষ অবাধ ও শান্তিপূর্ণ ভোট চান ৷ পঞ্চায়েত নির্বাচনের যা হয়েছিল তা যেন আবার না-হয়। দিনহাটার মানুষ একত্রিত আছে সেটা প্রমাণ হয়ে গিয়েছে। এই নির্বাচনে কোনওভাবেই অশান্ত হতে দেওয়া হবে না। জিরো টলারেন্সে কাজ হবে। দিনহাটার মানুষ শান্তি চায়। দিনহাটার মানুষ অবাধ শান্তিপূর্ণ ভোট চায়।"

উল্লেখ্য, ঘটনাস্থল পরিদর্শনের সঙ্গে এদিন রাজ্যপাল তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলেন গতকালের বিষয় নিয়ে। আহতরাও রাজ্যপাল নিশীথের বিরুদ্ধে অভিযোগ জানান। স্থানীয় পুলিশ আধিকারিকদের সাথেও কথা বলেন রাজ্যপাল। তাঁর আরও সংযোজন, "রাজ্যপাল আপনাদের সঙ্গে আছে। অবাধ শান্তিপূর্ণ ভোট হোক এটাই চাই। গুন্ডামি চলবে না। পঞ্চায়েত নির্বাচনে হিংসা হয়েছিল। কিন্তু কম হয়েছিল। এই নির্বাচনে আরও কম হবে। একটু সময় লাগছে। ধীরে ধীরে সব কমে যাবে। সন্দেশখালির কথা ভুললে চলবে না। হাসপাতালে গিয়ে আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলব। তাদের সাহায্য করব। সবার সঙ্গে হাসপাতালে কথা বলব।"

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পর এই প্রথম রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটল বাংলায় ৷ প্রকাশ্যে দেখা গেল রাজ্য ও কেন্দ্রের মন্ত্রীদের হাতাহাতিতে জড়াতে ৷ যদিও জানা গিয়েছে, মঙ্গলবার উদয়ন-নিশীথের হাতাহাতির ঘটনায় নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। আরও জানা গিয়েছে, এ বিষয়ে জেলা পুলিশের কর্তা ও জেলাশাসককে নজর রাখতে বলা হয়েছে।

আরও পড়ুন:

  1. রাজনৈতিক পরিস্থিতি ভালো নয়, দিনহাটা রওনা হওয়ার আগে মন্তব্য রাজ্যপালের
  2. দিনহাটায় নিশীথ প্রামাণিক-সহ 45 জনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের তৃণমূলের
  3. নিশীথ-উদয়ন সংঘর্ষ! রাজ্যের কাছে রিপোর্ট চাইলেন রাজ্যপাল

কোচবিহার, 20 মার্চ: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর মধ্যে গণ্ডগোলের জেরে মঙ্গলবার উত্তপ্ত হয় দিনহাটা। এরপরই বুধবার দিনহাটা শহরে তড়িঘড়ি পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে গিয়ে রাজ্যপাল বলেন, "এই নির্বাচনে কোনওভাবেই অশান্তি বরদাস্ত করা হবে না ৷"

এরপর তিনি বলেন, "দুই মন্ত্রীকে মেসেজ যা দেওয়ার তা সাধারণ মানুষ দিয়েছেন। লড়াই যা লড়ার তা অবশ্যই লড়বেন তাঁরা। জনতা এখন বুঝে গিয়েছে, তারা একত্রিত আছে।" এরপরই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আওড়ে বলেন, "চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির। সাধারণ মানুষ অবাধ ও শান্তিপূর্ণ ভোট চান ৷ পঞ্চায়েত নির্বাচনের যা হয়েছিল তা যেন আবার না-হয়। দিনহাটার মানুষ একত্রিত আছে সেটা প্রমাণ হয়ে গিয়েছে। এই নির্বাচনে কোনওভাবেই অশান্ত হতে দেওয়া হবে না। জিরো টলারেন্সে কাজ হবে। দিনহাটার মানুষ শান্তি চায়। দিনহাটার মানুষ অবাধ শান্তিপূর্ণ ভোট চায়।"

উল্লেখ্য, ঘটনাস্থল পরিদর্শনের সঙ্গে এদিন রাজ্যপাল তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলেন গতকালের বিষয় নিয়ে। আহতরাও রাজ্যপাল নিশীথের বিরুদ্ধে অভিযোগ জানান। স্থানীয় পুলিশ আধিকারিকদের সাথেও কথা বলেন রাজ্যপাল। তাঁর আরও সংযোজন, "রাজ্যপাল আপনাদের সঙ্গে আছে। অবাধ শান্তিপূর্ণ ভোট হোক এটাই চাই। গুন্ডামি চলবে না। পঞ্চায়েত নির্বাচনে হিংসা হয়েছিল। কিন্তু কম হয়েছিল। এই নির্বাচনে আরও কম হবে। একটু সময় লাগছে। ধীরে ধীরে সব কমে যাবে। সন্দেশখালির কথা ভুললে চলবে না। হাসপাতালে গিয়ে আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলব। তাদের সাহায্য করব। সবার সঙ্গে হাসপাতালে কথা বলব।"

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পর এই প্রথম রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটল বাংলায় ৷ প্রকাশ্যে দেখা গেল রাজ্য ও কেন্দ্রের মন্ত্রীদের হাতাহাতিতে জড়াতে ৷ যদিও জানা গিয়েছে, মঙ্গলবার উদয়ন-নিশীথের হাতাহাতির ঘটনায় নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। আরও জানা গিয়েছে, এ বিষয়ে জেলা পুলিশের কর্তা ও জেলাশাসককে নজর রাখতে বলা হয়েছে।

আরও পড়ুন:

  1. রাজনৈতিক পরিস্থিতি ভালো নয়, দিনহাটা রওনা হওয়ার আগে মন্তব্য রাজ্যপালের
  2. দিনহাটায় নিশীথ প্রামাণিক-সহ 45 জনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের তৃণমূলের
  3. নিশীথ-উদয়ন সংঘর্ষ! রাজ্যের কাছে রিপোর্ট চাইলেন রাজ্যপাল
Last Updated : Mar 20, 2024, 9:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.