ETV Bharat / state

বাড়ির সামনে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ, ব্যালকনিতে দাঁড়িয়ে উপভোগ করলেন তথাগত

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 19, 2024, 8:05 PM IST

Etv Bharat
Etv Bharat

Tathagata Roy: যাঁর বিরুদ্ধে বিক্ষোভ সেই তথাগত রায় উপভোগ করলেন বিষয়টি ৷ বাড়ির সামনে জমায়েত তাঁকে এতটুকুও বিচলিত করল না ৷ কেন তথাগত রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন মতুয়াদের একাংশ ?

কলকাতা, 19 মার্চ: সিএএ নিয়ে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন মতুয়াদের একাংশ । কিন্তু তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই ৷ বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে সেই বিক্ষোভ উপভোগ করলেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় ।

সিএএ লাগু হওয়ায় মতুয়া সম্প্রদায়ের একাংশ যখন খুশি অন্য একাংশের মধ্যে এই নিয়ে নানান বিভ্রান্তি দেখা দিয়েছে । যখন নাগরিকত্ব ইস্যু লোকসভা নির্বাচনের আগে মতুয়া সম্প্রদায়ের কাছে একটা বড় ফ্যাক্টর হয়ে দেখা দিয়েছে, ঠিক তখন তথাগত রায়ের একটি সোশাল মিডিয়ার বার্তা নিয়ে মতুয়াদের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয় । মঙ্গলবার তাঁর বিরুদ্ধেই বিক্ষোভ দেখাতে আসে মতুয়াদের একাংশ । লেক গার্ডেন্সে তথাগত রায়ের বাড়ির সামনে তাঁর করা মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভে সামিল হন অনেকেই । এখান থেকে তথাগত রায়ের বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয় ।

বাড়ির নিচে যখন এসব ঘটনা ঘটছে তখন ঘরেই ছিলেন তথাগত রায় । বিক্ষোভকারীদের আওয়াজ পেয়ে নিজেই এসে দাঁড়ান তিনতলা বাড়ির বারান্দায় । দেখে মনে হল না তাঁর বিরুদ্ধে চলা এই বিক্ষোভ কর্মসূচিতে এতটুকুও বিচলিত হচ্ছেন তিনি । বরং এই বিক্ষোভ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল ।

সংশোধিত নাগরিকত্ব আইনে প্রতিবেশী 3 দেশের অ-মুসলিম নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার । তবে কেউ যদি মিথ্যা ধর্মীয় পরিচয় দিয়ে ভারতের নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করেন তাহলে কোন পন্থায় চিহ্নিত করা হবে তাঁকে ? মোদি সরকারকে তার সমাধান বাতলে দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায় । তিনি বলেছিলেন, নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-র মাধ্যমে ওপার বাংলা থেকে আসা শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার আগে যেন পুরুষদের গোপনাঙ্গ পরীক্ষা করে নেওয়া হয় । এতেই ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার বিকেল 3টে নাগাদ তথাগত রায়ে বাড়ি ঘেরাও করেন মতুয়া সমাজের একাংশ ।

এই বিষয়ে মতুয়া মহাসংঘের আহ্বায়ক রাজু ঘোষ বলেন, "আমি আইনের পুঙ্খানুপুঙ্খ পড়ে দেখেছি । কোথাও সার্বিকভাবে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা নেই । এই আইন পাস করা হয়েছে শুধুমাত্র 31 হাজার মানুষের জন্য । সকলের জন্য নয় । নাগরিকত্ব আইনের নামে ভাঁওতা দেওয়া হচ্ছে মানুষকে । আর তার উপর তথাগত রায় যেটা বলছেন তা নিয়ে প্রতিবাদের ভাষা নেই ।"

এদিনের বিক্ষোভে বাংলা পক্ষের তরফে উপস্থিত ছিলেন গর্গ চট্টোপাধ্যায় । তিনি বলেন, "এইসব বক্তব্যের মাধ্যমে আসলে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে । উনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন রাজ্যপাল ৷ উনি যখন এ ধরনের কথা বলেন দলের তরফ থেকে তো এটাও বলা যেতে পারত যে এই বক্তব্যে সমর্থন নেই তাদের । আসলে এটাই ভারতীয় জনতা পার্টির ভাবনা । আর সে কারণেই এর প্রতিবাদ হওয়া দরকার ।"

আরও পড়ুন :

  1. 'সুকান্তর জঙ্গি নেতা হিসেবে রূপান্তর হয়েছে', মন্তব্য বিজেপি নেতা তথাগত রায়
  2. বিজেপির মজ্জায় মজ্জায় ক্যানসার, কেমোথেরাপি প্রয়োজন: তথাগত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.