ETV Bharat / state

আমাদের পেশার লোকেরা রাজনৈতিক কথা বলতে জানেন না: রূপাঞ্জনা মিত্র - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 4, 2024, 12:22 PM IST

Rupanjana Mitra Criticises Rachna Banerjee
Rupanjana Mitra Criticises Rachna Banerjee

Rupanjana Mitra Criticises Rachna Banerjee: হুগলিতে জোরকদমে ভোটপ্রচার চালিয়ে যাচ্ছেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর প্রচারের মাঝে বলা নানা কথা নিয়ে সম্প্রতিতে তাঁকে নিয়ে অল্পবিস্তর ট্রল হতে হচ্ছে ৷ রচনার কথা নিয়ে সোশালে পোস্ট করেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র ৷ তাঁকে ইটিভি ভারতের তরফে যোগাযোগ করে হলে তিনি বলেন, "আমাদের পেশার লোকেদের রাজনীতিতে আসাই উচিত নয়। কারণ তাঁরা রাজনীতি নিয়ে কথা বলতে পারেন না এবং জানেন না।"

কলকাতা, 4 এপ্রিল: 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে নায়িকা দীপার শাশুড়ির ভূমিকায় রূপাঞ্জনা মিত্র আজ জনপ্রিয়তার শীর্ষে। অভিনেত্রীর অভিনয়শৈলী নিয়ে নতুন করে কথা বলার প্রয়োজন পড়ে না। 23 বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে সমান জনপ্রিয়তার সঙ্গে কাজ করে চলেছেন তিনি। একইসঙ্গে সুবক্তা রূপাঞ্জনা। তাঁকে সোশাল মিডিয়ায় নানা সময়ে নানা বিষয় নিয়ে সরব হতে দেখা গিয়েছে। আজও তিনি তাঁর সোশাল মিডিয়ায় লিখেছেন, "গরুর রচনা ছোটবেলায় সবাই পড়েছে। আমাদের ফিল্ম ফ্রাটেরনিটিতেই যে আবোল তাবোল বকে পার পাওয়া যায় তা আবার কেন জোর করে প্রমাণ করা হচ্ছে? স্বর্গীয় সুকুমার রায় এবার লজ্জা পাবেন এবং তার সঙ্গে অনেকেই। স্পষ্ট কথা বলার জন্য কাজ কেড়ে নেওয়া হচ্ছে!! বেশ দেখা যাক।"

এথেকে বোঝাই যাচ্ছে তিনি কার কথা এখানে বলতে চেয়েছেন। সম্প্রতি হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে গরুর দুধ নিয়ে নানা কথা বলতে শোনা গিয়েছে। এরপরে তিনি ট্রলড হয়েছেন। এখানেই শেষ নয়, তাঁর বলা কথা, "চারদিকে ধোঁয়া ধোঁয়া" নিয়েও কম ট্রলড হননি তিনি। রূপাঞ্জনা মিত্রর সোশাল মিডিয়ার পোস্ট দেখার পরেই তাঁর সঙ্গে যোগাযোগ করে ইটিভি ভারত।

  • আজীবন স্পষ্টবাদী অভিনেত্রী রূপাঞ্জনা বলেন,"স্পষ্ট কথা বললে কাজ কেড়ে নেওয়া হচ্ছে এটা তো সত্যিই। নতুন কথা নয়। এতো চলছেই। কিন্তু সেটা আমার সঙ্গে হচ্ছে কি না সেটা এখনই বলতে পারব না। হয়তো হবে।"
  • তবে, তিনি তাঁর অন্যান্য বক্তব্যের প্রসঙ্গে বলেন, "সালটা 2024। সুতরাং আমাদের সকলেরই একটু বুঝে কথা বলা উচিত। স্পষ্ট কথা যেমন কাজ কেড়ে নেয়, তেমনি আবোল তাবোল কথা একই পেশার লোকেদের তাঁর জন্য বিপাকে ফেলে দেয়। আমি রচনা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত শ্রদ্ধা করি। তাঁর প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমার মনে হয় আমাদের পেশার লোকেদের রাজনীতিতে আসাই উচিত নয়। কারণ তাঁরা রাজনীতি নিয়ে কথা বলতে পারেন না এবং জানেন না।
  • ফলে, তাঁরা মানুষের জন্য কী কাজ করবেন সেই কথা তো পরে আসবে। কিন্তু এই দুনিয়া থেকে গিয়ে তাঁরা এমন সব কথা বলে ফেলছেন যে মান-সম্মান একেবারে ধুলোয় মিশতে বসেছে। অবান্তর কথা বলে তাঁরা লোক হাসান ৷ একটা তো মাপকাঠি থাকবে কথার। মানুষ ছি ছি করছে। আরেকটু জেনে কথা বলা উচিত। তাঁরা তো সংসদে গিয়েও লোক হাসাবেন।
  • কিন্তু এই প্রসঙ্গে তিনি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়ার ভূয়সী প্রশংসা করে বলেন, "জুন দি'কে আজ পর্যন্ত বেফাঁস মন্তব্য করতে শুনিনি। যথেষ্ট বুঝে এবং গুছিয়ে কথা বলেন উনি।"

উল্লেখ্য, রূপাঞ্জনা মিত্রকে বিজেপি'র সমর্থনে এর আগে বক্তব্য রাখতে দেখা গিয়েছে। দিলীপ ঘোষের সাম্প্রতিক একটি মন্তব্যেরও তীব্র প্রতিবাদ করেছেন অভিনেত্রী। তিনি বলেন, "দিলীপ দা'র ওই ধরনের কথা বলা একেবারেই উচিত হয়নি। সব দলের যত চোর আছে সব ধরা পড়ুক। সাধারণ মধ্যবিত্ত মানুষের করের টাকায় সরকার চলে। আমরা বলব না তো কে কথা বলবে? আজ বলব না তো কবে বলব আর? সমাজটা শেষ হতে চলেছে। আমি আর সক্রিয় রাজনীতিতে থাকতে চাই না। থেকে বুঝেছি সবাই নিজেরটা গোছাতে চায়।"

আরও পড়ুন:

  1. যিশুর নতুন ধারাবাহিকে জুন মালিয়া, চরিত্র নিয়ে রইল রহস্যের ছোঁয়া
  2. 'স্বামী-স্ত্রী ও ননদ-বউদির মধ্যেও সমস্যা হয়', তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে যুক্তি রচনার
  3. 'কারখানার ধোঁয়ায় অন্ধকার হয়েছে রাস্তা', রাজ্যে শিল্প নিয়ে দাবি তৃণমূল প্রার্থী রচনার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.