ETV Bharat / state

গার্ডেনরিচ-কাণ্ডে ধৃত প্রোমোটারের নিজের 5 তলা বাড়িটিও বেআইনি !

Garden Reach Building Collapse: গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় গ্রেফতার হয়েছেন প্রোমোটার মহম্মদ ওয়াসিম ওরফে ওয়াসি ৷ জানা গিয়েছে, তাঁর নিজের বাড়িটিও অবৈধ নির্মাণ ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 19, 2024, 9:58 AM IST

Updated : Mar 19, 2024, 10:05 AM IST

ETV Bharat
গার্ডেনরিচ কাণ্ডে ধৃত প্রোমোটার

কলকাতা, 19 মার্চ: ভেঙে পড়া বহুতলের মতোই প্রোমোটারের বাড়িটিও বেআইনি ! গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় গ্রেফতার হয়েছে প্রোমোটার মহম্মদ ওয়াসিম ওরফে ওয়াসি ৷ তাঁকে গ্রেফতারির পর সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য ৷ লালবাজার সূত্রে খবর, দুর্ঘটনাস্থলের কাছাকাছি ওয়াসিমের নিজের একটি পাঁচতলা বাড়ি রয়েছে ৷ প্রোমোটার সেখানেই থাকেন ৷ এলাকাবাসীদের থেকে পুলিশ প্রশাসন জানতে পেরেছে, ওয়াসিমের ওই নিজের বাড়িটিও অবৈধ নির্মাণ ৷ বেশ কয়েক বছর আগে সেখানে নিজের প্রভাব খাটিয়ে বেআইনিভাবে পাঁচতলা বাড়ির তুলেছে ৷ অথচ ওই এলাকায় পাঁচতলা বাড়ি নির্মাণের কোনও নিয়ম নেই ৷

নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "এই ঘটনায় ধৃত প্রোমোটারের বিরুদ্ধে আরও বেশকিছু ভারতীয় দণ্ডবিধির ধারা প্রয়োগ করা হতে পারে ৷" রবিবার মধ্যরাতে গার্ডেনরিচ এলাকায় একটি নির্মীয়মান পাঁচতলা বহুতল পাশের ঝুপড়ির উপর ভেঙে পড়ে ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে ৷ গ্রেফতার হয়েছেন প্রোমোটার মহম্মদ ওয়াসিম ওরফে ওয়াসি ৷ সোমবার কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (সদর) মারাজ খালেদ বলেন, "ধৃতের বিরুদ্ধে 304 এবং 307 ধারায় অনিচ্ছাকৃত খুনের চেষ্টা, সঙ্গে অবৈধ নির্মাণের দায়ে পৌরসভার আইনে মামলা রুজু করা হয়েছে ৷" এখন এই দুর্ঘটনার তদন্ত করছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অধীনস্থ হোমিসাইড শাখার গোয়েন্দারা ৷

লালবাজার সূত্রে খবর, কলকাতা পুলিশের আওতাধীন চারটি থানায় প্রোমোটার মহম্মদ ওয়াসিম ওরফে ওয়াসির বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে ৷ স্থানীয়দের অভিযোগ, এই প্রোমোটার স্থানীয় কাউন্সিলরের সঙ্গে সুসম্পর্ক ছিল ৷ আর তিনি বিশেষ রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থাকতেন ৷ এই প্রোমোটার ওই এলাকাতেই আরও চারটি বিল্ডিং নির্মাণের কাজ করছেন ৷

লালবাজার সূত্রের খবর, বাম আমলে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের অনেক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ৷ এছাড়া মধ্য কলকাতার বড়বাজার থানা এলাকায় ডাকাতির ঘটনায় টানা ন'বছর জেলে ছিলেন ওয়াসিম ৷ তারপরও তৃণমূল পরিচালিত সরকারের আমলে তাঁর এত প্রভাব নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠেছে ৷ আজ তাঁকে আলিপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ ৷

আরও পড়ুন:

  1. 33 ঘণ্টা পার, গার্ডেনরিচে ধ্বংসস্তূপ সরিয়ে এখনও চলছে উদ্ধার কাজ
  2. গার্ডেনরিচে চলছে উদ্ধারকার্য, মৃতের সংখ্যা বেড়ে 9
  3. ধ্বংসস্তূপ থেকে বেরল লাশ, নিজেদের তৈরি বহুতলই কাড়ল নাসিমুদ্দিন ও তাঁর ভগ্নিপতীর প্রাণ

কলকাতা, 19 মার্চ: ভেঙে পড়া বহুতলের মতোই প্রোমোটারের বাড়িটিও বেআইনি ! গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় গ্রেফতার হয়েছে প্রোমোটার মহম্মদ ওয়াসিম ওরফে ওয়াসি ৷ তাঁকে গ্রেফতারির পর সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য ৷ লালবাজার সূত্রে খবর, দুর্ঘটনাস্থলের কাছাকাছি ওয়াসিমের নিজের একটি পাঁচতলা বাড়ি রয়েছে ৷ প্রোমোটার সেখানেই থাকেন ৷ এলাকাবাসীদের থেকে পুলিশ প্রশাসন জানতে পেরেছে, ওয়াসিমের ওই নিজের বাড়িটিও অবৈধ নির্মাণ ৷ বেশ কয়েক বছর আগে সেখানে নিজের প্রভাব খাটিয়ে বেআইনিভাবে পাঁচতলা বাড়ির তুলেছে ৷ অথচ ওই এলাকায় পাঁচতলা বাড়ি নির্মাণের কোনও নিয়ম নেই ৷

নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "এই ঘটনায় ধৃত প্রোমোটারের বিরুদ্ধে আরও বেশকিছু ভারতীয় দণ্ডবিধির ধারা প্রয়োগ করা হতে পারে ৷" রবিবার মধ্যরাতে গার্ডেনরিচ এলাকায় একটি নির্মীয়মান পাঁচতলা বহুতল পাশের ঝুপড়ির উপর ভেঙে পড়ে ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে ৷ গ্রেফতার হয়েছেন প্রোমোটার মহম্মদ ওয়াসিম ওরফে ওয়াসি ৷ সোমবার কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (সদর) মারাজ খালেদ বলেন, "ধৃতের বিরুদ্ধে 304 এবং 307 ধারায় অনিচ্ছাকৃত খুনের চেষ্টা, সঙ্গে অবৈধ নির্মাণের দায়ে পৌরসভার আইনে মামলা রুজু করা হয়েছে ৷" এখন এই দুর্ঘটনার তদন্ত করছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অধীনস্থ হোমিসাইড শাখার গোয়েন্দারা ৷

লালবাজার সূত্রে খবর, কলকাতা পুলিশের আওতাধীন চারটি থানায় প্রোমোটার মহম্মদ ওয়াসিম ওরফে ওয়াসির বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে ৷ স্থানীয়দের অভিযোগ, এই প্রোমোটার স্থানীয় কাউন্সিলরের সঙ্গে সুসম্পর্ক ছিল ৷ আর তিনি বিশেষ রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থাকতেন ৷ এই প্রোমোটার ওই এলাকাতেই আরও চারটি বিল্ডিং নির্মাণের কাজ করছেন ৷

লালবাজার সূত্রের খবর, বাম আমলে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের অনেক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ৷ এছাড়া মধ্য কলকাতার বড়বাজার থানা এলাকায় ডাকাতির ঘটনায় টানা ন'বছর জেলে ছিলেন ওয়াসিম ৷ তারপরও তৃণমূল পরিচালিত সরকারের আমলে তাঁর এত প্রভাব নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠেছে ৷ আজ তাঁকে আলিপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ ৷

আরও পড়ুন:

  1. 33 ঘণ্টা পার, গার্ডেনরিচে ধ্বংসস্তূপ সরিয়ে এখনও চলছে উদ্ধার কাজ
  2. গার্ডেনরিচে চলছে উদ্ধারকার্য, মৃতের সংখ্যা বেড়ে 9
  3. ধ্বংসস্তূপ থেকে বেরল লাশ, নিজেদের তৈরি বহুতলই কাড়ল নাসিমুদ্দিন ও তাঁর ভগ্নিপতীর প্রাণ
Last Updated : Mar 19, 2024, 10:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.