ETV Bharat / state

পরনে কালো টিশার্ট-সাদা প্যান্ট, কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে দৌড় অভিষেকের

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 21, 2024, 3:58 PM IST

Abhishek Banerjee in Half Marathon: 'সেফ ড্রাইভ সেভ লাইফ' সচেতনার প্রচারে হাফ ম্যারাথনের আয়োজন করল লালবাজার ৷ মহানগরের দৌড়তে দেখা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷

ETV Bharat
ইটিভি ভারত

কলকাতা, 21 জানুয়ারি: শীতের রবিবারসীয় সকালে হাফ ম্যারাথনের আয়োজন করল কলকাতা পুলিশ । আর তাতে অংশ নিতে দেখা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এ দিন কলকাতা পুলিশের সঙ্গে প্রায় 10 কিলোমিটারের দৌড়লেন সাংসদ। তাঁর পরনে ছিল কালো টিশার্ট ও সাদা প্যান্ট ৷

আজ সকালে রেড রোড থেকে সেফ ড্রাইভ সেভ লাইফের অংশ হিসাবে হাফ ম্যারাথন শুরু হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার নগরপাল বিনীত গোয়েল-সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা । আর পুলিশের এই সচেতনতা প্রচারের অংশ হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । এই হাফ ম্যারথনে তিনটি ক্যাটাগরি ছিল। সেগুলি হল- 21 কিলোমিটার, 10 কিলোমিটার এবং 5 কিলোমিটার । যে কোনও ব্যক্তি এই তিনটি ক্যাটাগরির মধ্যে একটিতে নাম লেখাতে পারতে । তাই এর মধ্যে 10 কিলোমিটারের প্রতিযোগিতায় অংশ নিলেন তিনি ।

রবিবার এই ম্যারাথনের যোগ দেওয়ার ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় । সঙ্গে তিনি লিখেছেন, "একটি সতেজ সকালে পুনরুজ্জীবিত বোধ করছি। কলকাতা পুলিশের সেফ ড্রাইভ সেভ লাইফ ম্যারাথনে অংশগ্রহণ করা ছিল আনন্দদায়ক । স্বাস্থ্যকর সকালের রুটিন মেনে চলা প্রাণবন্ত জীবনধারার ভিত্তি ৷ পথ নিরাপত্তার মহৎ কাজে অবদান রাখতে পেরে আমি ভীষণ আনন্দিত হয়েছি ।"

তবে এই হাফ ম্যারাথনের অনুষ্ঠানের মাঝেই আজ ঘটে যায় বিপত্তি ৷ দৌড় শুরু হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে বাঁশের তোরণ আচমকা ভেঙে পড়ে কলকাতা পুলিশের এক অতিরিক্ত নগরপাল মুরলীধর শর্মার মাথার উপর । ঘটনায় গুরুতরভাবে মাথায় চোট পান তিনি ৷ সেখানে থাকা অ্যাম্বুলেন্সে করে তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে ৷ সেখানেই বর্তমানে চিকিৎসা চলছে কলকাতা পুলিশের এই অতিরিক্ত নগরপালের ৷

আরও পড়ুন:

  1. ম্যারাথনে বিপত্তি, বাঁশের তোরণ ভেঙে গুরুতর জখম কলকাতার অতিরিক্ত নগরপাল
  2. 'গড়ে মাটি পোক্ত নয়, তারা ছোঁয়ার স্বপ্ন', আসন বণ্টন নিয়ে কংগ্রেসকে তোপ অভিষেকের
  3. 'মানুষের আবেগ বোঝেন', অভিষেকের প্রশংসায় ফিরহাদ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.