ETV Bharat / state

42টি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী প্রত্যাহার করে নেবে তৃণমূল, অভিষেকের দাবি ঘিরে চাঞ্চল্য - LOK SABHA ELECTION 2024

Abhishek Banerjee: বিজেপির উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক। তাঁর দাবি কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাস বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দিলে রাজ্যের সমস্ত কেন্দ্র থেকে প্রার্থী তুলে নেবে তৃণমূল।

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 30, 2024, 3:20 PM IST

Updated : Mar 30, 2024, 9:59 PM IST

Etv Bharat
Etv Bharat
মধুরাপুর থেকে বিজেপিকে তোপ অভিষেকের

মধুরাপুর, 30 মার্চ: নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে নয়া চ্যালেঞ্জ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, কেন্দ্রীয় সরকার 1 হাজার টাকার গ্যাস বিনামূল্যে দিলে 42টি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী প্রত্যাহার করে নেবে তৃণমূল। তাঁর কথায়, "কেন্দ্রীয় সরকার নোটিফিকেশন করে বলুক আগামী 5 বছর এক হাজার টাকার গ্য়াস বিনামূল্যে দেবে। তাহলে আমরা 42টি কেন্দ্র থেকেই প্রার্থী তুলে নেব।"

মথুরাপুরের সভা থেকে এদিন অভিষেক বলেন, "বিজেপি বলছে ক্ষমতায় এলে ওরা লক্ষ্মীর ভাণ্ডারে 3 হাজার টাকা করে দেবে। আমি ওদের অনুরোধ কবর, আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিতে হবে না। ওই টাকা দিদি (মমতা বন্দ্য়োপাধ্যায়) দিয়েছেন। আপানারা শুধু 1 হাজার টাকার গ্যাস ফ্রি করে দিন। নোটিফিকেশন জারি করে জানিয়ে দিন, আগামী পাঁচ বছর গ্যাসের জন্য কোনও খরচ হবে না। আমি 42টি কেন্দ্র থেকেই প্রার্থী তুলে নেব।"

এর পাশাপাশি তাঁর অভিযোগ বাংলা থেকে নির্বাচিত বিজেপির জনপ্রিতিনিধিদের জন্যই কেন্দ্রীয় সরকার রাজ্যের হকের টাকা আটকে রেখেছে। অভিষেক বলেন, "বিজেপি রাজ্যে ক্ষমতায় নেই। তাতেই টাকা আটকে রেখেছে। এঁরা ক্ষমতায় এলে কী করবেন সেটা একবার ভাবুন।" অন্য একটি প্রসঙ্গে সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন অভিষেক। লোকসভা নির্বাচনে বিজেপির কয়েকজন প্রার্থীকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই তালিকায় ছিলেন বাংলার দুই প্রার্থী-কৃষ্ণনগরের অমৃতা রায় এবং বসিরহাটের রেখা পাত্র। সেই আলাপচারিতায় প্রধানমন্ত্রী জানা, বিভিন্ন ঘটনায় ইডি যে পরিমাণ টাকা বাজেয়াপ্ত করেছে সেটা ফিরিয়ে দেওয়া হবে। এ পর্যন্ত মোট 3 হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। সেই টাকা ফেরত দেওয়া নিয়ে অভিষেক বলেন, " ভারতের জনসংখ্যা 140 কোটি। এই পরিমাণ টাকা ফেরত দিলে সবাই 21 টাকা 30 পয়সা করে ফেরত পাবেন। বিজেপি লক্ষ্মীর ভাণ্ডারের টাকাকে ভিক্ষা বলে কটাক্ষ করে। তাহলে এই টাকাটা কী!"

আরও পড়ুন:

  1. প্রার্থীদের প্রচারে উত্তরবঙ্গে অমিত শাহ, অভিষেকের সমাবেশের মাঠেই সভা স্বরাষ্ট্রমন্ত্রীর
  2. 'সবাই বলছে জিতিয়ে দেব, মনে হচ্ছে জিতে গিয়েছি', কৃষ্ণনগরে ভোট প্রচারে অমৃতা রায়

মধুরাপুর থেকে বিজেপিকে তোপ অভিষেকের

মধুরাপুর, 30 মার্চ: নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে নয়া চ্যালেঞ্জ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, কেন্দ্রীয় সরকার 1 হাজার টাকার গ্যাস বিনামূল্যে দিলে 42টি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী প্রত্যাহার করে নেবে তৃণমূল। তাঁর কথায়, "কেন্দ্রীয় সরকার নোটিফিকেশন করে বলুক আগামী 5 বছর এক হাজার টাকার গ্য়াস বিনামূল্যে দেবে। তাহলে আমরা 42টি কেন্দ্র থেকেই প্রার্থী তুলে নেব।"

মথুরাপুরের সভা থেকে এদিন অভিষেক বলেন, "বিজেপি বলছে ক্ষমতায় এলে ওরা লক্ষ্মীর ভাণ্ডারে 3 হাজার টাকা করে দেবে। আমি ওদের অনুরোধ কবর, আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিতে হবে না। ওই টাকা দিদি (মমতা বন্দ্য়োপাধ্যায়) দিয়েছেন। আপানারা শুধু 1 হাজার টাকার গ্যাস ফ্রি করে দিন। নোটিফিকেশন জারি করে জানিয়ে দিন, আগামী পাঁচ বছর গ্যাসের জন্য কোনও খরচ হবে না। আমি 42টি কেন্দ্র থেকেই প্রার্থী তুলে নেব।"

এর পাশাপাশি তাঁর অভিযোগ বাংলা থেকে নির্বাচিত বিজেপির জনপ্রিতিনিধিদের জন্যই কেন্দ্রীয় সরকার রাজ্যের হকের টাকা আটকে রেখেছে। অভিষেক বলেন, "বিজেপি রাজ্যে ক্ষমতায় নেই। তাতেই টাকা আটকে রেখেছে। এঁরা ক্ষমতায় এলে কী করবেন সেটা একবার ভাবুন।" অন্য একটি প্রসঙ্গে সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন অভিষেক। লোকসভা নির্বাচনে বিজেপির কয়েকজন প্রার্থীকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই তালিকায় ছিলেন বাংলার দুই প্রার্থী-কৃষ্ণনগরের অমৃতা রায় এবং বসিরহাটের রেখা পাত্র। সেই আলাপচারিতায় প্রধানমন্ত্রী জানা, বিভিন্ন ঘটনায় ইডি যে পরিমাণ টাকা বাজেয়াপ্ত করেছে সেটা ফিরিয়ে দেওয়া হবে। এ পর্যন্ত মোট 3 হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। সেই টাকা ফেরত দেওয়া নিয়ে অভিষেক বলেন, " ভারতের জনসংখ্যা 140 কোটি। এই পরিমাণ টাকা ফেরত দিলে সবাই 21 টাকা 30 পয়সা করে ফেরত পাবেন। বিজেপি লক্ষ্মীর ভাণ্ডারের টাকাকে ভিক্ষা বলে কটাক্ষ করে। তাহলে এই টাকাটা কী!"

আরও পড়ুন:

  1. প্রার্থীদের প্রচারে উত্তরবঙ্গে অমিত শাহ, অভিষেকের সমাবেশের মাঠেই সভা স্বরাষ্ট্রমন্ত্রীর
  2. 'সবাই বলছে জিতিয়ে দেব, মনে হচ্ছে জিতে গিয়েছি', কৃষ্ণনগরে ভোট প্রচারে অমৃতা রায়
Last Updated : Mar 30, 2024, 9:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.