ETV Bharat / sports

চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা আরসিবি'র, অক্ষরের লড়াই সত্ত্বেও হারের মুখে দিল্লি - IPL 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 12, 2024, 11:01 PM IST

IPL 2024: স্লো-ওভাররেটের জেরে এক ম্যাচ নির্বাসিত ঋষভ পন্ত ৷ তাঁর অবর্তমানে স্টপগ্যাপ অধিনায়ক হিসেবে বিপদে দলের হাল ধরেছিলেন অক্ষর প্যাটেল ৷ তবে তাঁর অর্ধশতরান সত্ত্বেও চিন্নাস্বামীতে হারের মুখে দিল্লি ৷

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

বেঙ্গালুরু, 12 মে: জিতলে প্লে-অফের সম্ভাবনায় ভেসে থাকা, আর হারলে বিদায় কার্যত নিশ্চিত ৷ রবিবাসরীয় ডাবল-হেডারের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে অনেকটা একই মেরুতে অবস্থান ছিল দুই প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালসের ৷ লিগ টেবলে দু'পয়েন্ট বেশি নিয়ে দিল্লি দু'ধাপ উপরে থাকলেও নেট রানরেট ইতিবাচক রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্সের ৷ এমতাবস্থায় ঘরের মাঠে এদিন প্রথমে ব্যাট করে ঋষভ পন্তহীন দিল্লিকে চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা দিল বেঙ্গালুরু ৷

উইল জ্যাকসের 41 রান এবং রজত পতিদারের ঝোড়ো 52 রানে দিল্লি ক্যাপিটালসকে 188 রানের টার্গেট দিল তারা ৷ ক্যামেরন গ্রিন অপরাজিত রইলেন 24 বলে 32 রানে ৷ সবমিলিয়ে 20 ওভারে 9 উইকেটে স্কোরবোর্ডে 187 রান তোলে আরসিবি ৷ পতিদারের 52 রানের ইনিংসে ছিল 3টি ছয় এবং সমসংখ্যক চার ৷ দারুণ শুরু করেও লম্বা হয়নি বিরাট কোহলির ইনিংস ৷ 13 বলে 27 রানে আউট হন ফ্র্যাঞ্চাইজির প্রাক্তন অধিনায়ক ৷ দিল্লির হয়ে 2টি করে উইকেট খলিল আহমেদ এবং রশিক সালামের ৷ তবে 4 ওভারে 52 রান খরচ করলেন কুলদীপ যাদব ৷

জবাবে ব্যাটিং ব্যর্থতায় হারের মুখে দিল্লি ক্যাপিটালস ৷ স্টপগ্য়াপ অধিনায়ক অক্ষর প্যাটেলের লড়াই সত্ত্বেও 16 ওভারে 8 উইকেট হারিয়ে তাদের রান 130 ৷ অর্থাৎ, বাকি চার ওভারে 58 রান প্রয়োজন দিল্লির ৷ হাতে মাত্র 2 উইকেট ৷ দলের চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতার মাঝে ব্যাট হাতে একা উজ্জ্বল অক্ষর ৷ 39 বলে 57 রান আসে তাঁর ব্যাটে ৷ 16তম ওভারে অধিনায়ক আউট হতেই বেঙ্গালুরুর জয়ের সম্ভাবনা উজ্জ্বল ৷

আরও পড়ুন:

  1. বল হাতে দুরন্ত সিমরজিৎ, রয়্যালস 'বধ' করে প্লে-অফ সম্ভাবনা জোরালো করল চেন্নাই
  2. ওয়াংখেড়ের পর ইডেনেও মুম্বই 'বধ' নাইটদের, প্রথম দল হিসাবে প্লে-অফে কোয়ালিফাই কেকেআরের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.