ETV Bharat / sports

সতীর্থকে সরিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার অশ্বিনের, টেস্টে প্রথম দশে তিন ভারতীয় বোলার

author img

By ANI

Published : Mar 13, 2024, 3:01 PM IST

Updated : Mar 13, 2024, 5:48 PM IST

সতীর্থকে সরিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার অশ্বিনের
Ravichandran Ashwin

Ravichandran Ashwin: জসপ্রীত বুমরাকে সরিয়ে আইসিসি-র বোলারদের টেস্ট ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করলেন রবিচন্দ্রন অশ্বিন ৷ 2024 সালের জানুয়ারি মাস পর্যন্ত টেস্টে 1 নম্বর স্থানে ছিলেন ভারতের তারকা অফস্পিনার। মার্চে তা দখল করেছিলেন জশপ্রীত বুমরা ৷ বুধবার ফের শীর্ষস্থান ফিরে পান অশ্বিন ৷

নয়াদিল্লি, 13 মার্চ: ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে একাধিক নজির গড়েছেন ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৷ বল হাতে একের পর প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটার নজির টপকেছেন বা ছুঁয়েছেন ৷ এরপরই বুধবার বোলারদের টেস্ট ব়্যাঙ্কিংয়ে নিজের নাম তুললেন এক নম্বরে ৷ সতীর্থ বুমরাকে সরিয়ে নিজের জায়গা পুনরুদ্ধার করলেন তিনি ৷ তাঁর আগে টেস্টে এক নম্বরে ছিলেন জশপ্রীত বুমরা। পেসারকে সরিয়ে স্পিনার দখল করে নিলেন এক নম্বর স্থান। সেইসঙ্গে টেস্ট অল-রাউন্ডারদের তালিকায় রবীন্দ্র জাদেজার পিছনে দ্বিতীয় স্থান ধরে রেখেছেন রবিচন্দ্রন ৷

500তম টেস্ট উইকেট, 100তম টেস্ট ম্যাচ সদ্য সমাপ্ত ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ অশ্বিনের কাছে চিরস্মরণীয় ৷ তবে এরপরও তাঁর প্রাপ্তি শেষ হয়নি ৷ পাঁচ টেস্ট ম্যাচের সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ধরমশালায় কেরিয়ারের 100তম টেস্টের প্রথম ইনিংসে 4টি ও দ্বিতীয় ইনিংসে 5টি উইকেট নেন টিম ইন্ডিয়ার তারকা স্পিনার। ধরমশালা টেস্টের দুই ইনিংস মিলিয়ে এই 9টি উইকেট তাঁকে আইসিসির এক নম্বর টেস্ট বোলারে পরিণত করে ৷ তাঁর সংগ্রহে রয়েছে 870 রেটিং পয়েন্ট।

টেস্ট বোলারদের তালিকায় দু'নম্বরে থাকা টিম ইন্ডিয়ার তারকা পেসার বুমরার সঙ্গে অস্ট্রেলিয়ার জোশ হ্যাজেলউডের যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। হ্যাজেলউড নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যক্তিগত টেস্ট ব়্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি করেন। বুমরা ও হেজেলউড, উভয়ের সংগ্রহে রয়েছে 847 রেটিং পয়েন্ট। বুমরা ইংল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচে 19টি উইকেট তুলে নেন। কিন্তু তাঁকে টপকে ক্রমতালিকায় সেরা হলেন অশ্বিন। এক ধাপ নীচে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা। তারপরে রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। রবীন্দ্র জাদেজা টেস্ট বোলারদের তালিকায় 7 নম্বরে রয়েছেন। তাঁর সংগ্রহে রয়েছে 788 রেটিং পয়েন্ট।

আরও পড়ুন:

  1. ফের 'যশ' বাড়ল যশস্বীর, আইসিসি'র 'প্লেয়ার অফ দ্য মান্থ' জয়সওয়াল
  2. কবে মাঠে ফিরছেন শামি-পন্ত, জানিয়ে দিলেন বিসিসিআই সচিব জয় শাহ
  3. ধরমশালায় জয়ের ধ্বজা ওড়াল ভারত, ইনিংসে জিতে 4-1 সিরিজ রোহিতদের
Last Updated :Mar 13, 2024, 5:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.