ETV Bharat / sports

ধরমশালায় জয়ের ধ্বজা ওড়াল ভারত, ইনিংসে জিতে 4-1 সিরিজ রোহিতদের

India beat England at Dharamsala Test: ধরমশালায় 'ব্রিটিশ বধ' করে 4-1 সিরিজ জিতল ভারত ৷ ইংল্যান্ডকে সিরিজের শেষ টেস্টে ইনিংসে হারাল রোহিত অ্যান্ড কোং ৷ সেইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে একনম্বর জায়গা আরও পোক্ত কর টিম ইন্ডিয়া ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 9, 2024, 2:17 PM IST

Updated : Mar 9, 2024, 2:54 PM IST

ETV BHARAT
ETV BHARAT

ধরমশালা, 9 মার্চ: ধরমশালায় ব্যাটে-বলে অলরাউন্ড পারফর্ম্যান্স ভারতের ৷ তার জেরে ইনিংস ও 64 রানে সিরিজের পঞ্চম টেস্ট জিতল ভারত ৷ ফলে পাঁচ টেস্টের সিরিজে ইংল্যান্ডকে 4-1 ঘরের মাঠে পর্যূদস্ত করল রোহিত অ্যান্ড কোং ৷ পাশাপাশি ম্যাচে 9 উইকেট নিয়ে শততম টেস্ট স্মরণীয় করে রাখলেন রবিচন্দ্রন অশ্বিন ৷ সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 68.5 পয়েন্ট নিয়ে একনম্বর জায়গাটা আগামী সিরিজ পর্যন্ত পাকা করে ফেলল ভারতীয় দল ৷ প্রথম ইনিংসে 5 উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন কুলদীপ যাদব ৷ একটি সেঞ্চুরি, দু’টি ডাবল সেঞ্চুরি-সহ 712 রান করে সিরিজ সেরা যশস্বী জয়সওয়াল ৷

ধরমশালায় পঞ্চম টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ইংল্যান্ডকে 195 রানে অলআউট করল ভারত ৷ উল্লেখ্য়, ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ের সময় ফিল্ডিংয়ে নামনেনি অধিনায়ক রোহিত শর্মা ৷ তাঁর জায়গায় সহ-অধিনায়ক জসপ্রীত বুমরা দলকে নেতৃত্ব দেন ৷ এদিন নতুন বলে বুমরা এবং অশ্বিন দু’দিক থেকে বোলিং করেন ৷ যেখানে শুরুতেই ইংল্যান্ডের টপ-অর্ডারের তিন ব্যাটারকে ফেরান অশ্বিন ৷ 14 ওভারে 77 রান দিয়ে 5 উইকেট নিয়েছেন তিনি ৷ ম্যাচ মোট 9 উইকেট নিয়েছেন অশ্বিন ৷ ভারতের হয়ে বুমরা এবং কুলদীপ 2টি করে উইকেট তুলেছেন ৷ আর রবীন্দ্র জাদেজা একটি উইকেট পান দ্বিতীয় ইনিংসে ৷

আজ তৃতীয় দিনের শুরুতে ভারত 8 উইকেটে 473 রানে প্রথম ইনিংসের ব্যাটিং শুরু করে ৷ গতকালের নট-আউট দুই লোয়ার-অর্ডার ব্যাটার কুলদীপ যাদব (30) এবং জয়প্রীত বুমরা (20) মোটে 25 বল খেলেন সকালে ৷ যেখানে কুলদীপের উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে প্রথম পেসার হিসেবে 700 উইকেট নেওয়ার নজির গড়লেন জেমস অ্যান্ডারসন ৷ তিনি ইংল্যান্ডের হয়ে ম্যাচে 2 উইকেট নিয়েছেন ৷ অন্যদিকে, 20 বছরের তুরণ অফস্পিনার শোয়েব বশির সিরিজ ও কেরিয়ারের দ্বিতীয় 5 উইকেট নিলেন ৷

ধরমশালা টেস্টে ইংল্যান্ডের পাওনা বলতে এই দু’টি মুহূর্ত ৷ তবে, দ্বিতীয় ইনিংসে 259 রানে পিছিয়ে থেকে ইংল্যান্ড চাপের মধ্যে ছিল ৷ আর তা স্পষ্ট লক্ষ্য করা যায় প্রথম ইনিংসে ইংল্যান্ডের একমাত্র হাফ-সেঞ্চুরিয়ন জ্যাক ক্রলিকে দেখে ৷ যিনি 16 বল খেলে একটি রানও করতে পারেননি ৷ অন্যদিকে, অশ্বিন এদিন তাঁর প্রথম ওভারেই বেন ডাকেটকে (2) মাত্র 2 রানের মাথায় আউট করেন ৷ এরপর ক্রলি এবং ওলি পোপ (19)-এর উইকেট নেন অশ্বিন ৷ মাঝে জো রুটের (84) সঙ্গে একশো টেস্ট খেলে জনি বেয়ারস্টো (39) কিছুটা প্রতিরোধ তৈরি করেন ৷

কিন্তু, শুভমন গিল এবং সরফরাজ খানের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে নিজের মনোসংযোগ হারান বেয়ারস্টো ৷ কুলদীপের বলে লেগ-বিফর আউট হন তিনি ৷ এরপর শুরু হয় ইংল্যান্ড ব্যাটারদের আসা-যাওয়ার পালা ৷ প্রথম সেশনেই ইংল্যান্ড 103 রান তুলে 5 উইকেট হারায় ৷ যেখানে অশ্বিন 4 উইকেট নেন ৷ এরপর দ্বিতীয় সেশনে তিনি একশো টেস্টে 36 নম্বর পাঁচ উইকেট তোলেন ৷ ইংল্যান্ডের লোয়ার-অর্ডারকে স্ট্যান্ডবাই অধিনায়ক জসপ্রীত বুমরা এবং কুলদীপ যাদব প্যাভিলিয়নের রাস্তা দেখান ৷

আরও পড়ুন:

  1. মাইলস্টোন টেস্টে বল হাতে কুম্বলেকে ছাপিয়ে গেলেন অশ্বিন
  2. 700 টেস্ট উইকেট নিয়ে ইতিহাসে অ্যান্ডারসন, সামনে শুধু স্পিনের দুই মহারথী
  3. রোহিত-গিলের জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে লিড ভারতের

ধরমশালা, 9 মার্চ: ধরমশালায় ব্যাটে-বলে অলরাউন্ড পারফর্ম্যান্স ভারতের ৷ তার জেরে ইনিংস ও 64 রানে সিরিজের পঞ্চম টেস্ট জিতল ভারত ৷ ফলে পাঁচ টেস্টের সিরিজে ইংল্যান্ডকে 4-1 ঘরের মাঠে পর্যূদস্ত করল রোহিত অ্যান্ড কোং ৷ পাশাপাশি ম্যাচে 9 উইকেট নিয়ে শততম টেস্ট স্মরণীয় করে রাখলেন রবিচন্দ্রন অশ্বিন ৷ সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 68.5 পয়েন্ট নিয়ে একনম্বর জায়গাটা আগামী সিরিজ পর্যন্ত পাকা করে ফেলল ভারতীয় দল ৷ প্রথম ইনিংসে 5 উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন কুলদীপ যাদব ৷ একটি সেঞ্চুরি, দু’টি ডাবল সেঞ্চুরি-সহ 712 রান করে সিরিজ সেরা যশস্বী জয়সওয়াল ৷

ধরমশালায় পঞ্চম টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ইংল্যান্ডকে 195 রানে অলআউট করল ভারত ৷ উল্লেখ্য়, ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ের সময় ফিল্ডিংয়ে নামনেনি অধিনায়ক রোহিত শর্মা ৷ তাঁর জায়গায় সহ-অধিনায়ক জসপ্রীত বুমরা দলকে নেতৃত্ব দেন ৷ এদিন নতুন বলে বুমরা এবং অশ্বিন দু’দিক থেকে বোলিং করেন ৷ যেখানে শুরুতেই ইংল্যান্ডের টপ-অর্ডারের তিন ব্যাটারকে ফেরান অশ্বিন ৷ 14 ওভারে 77 রান দিয়ে 5 উইকেট নিয়েছেন তিনি ৷ ম্যাচ মোট 9 উইকেট নিয়েছেন অশ্বিন ৷ ভারতের হয়ে বুমরা এবং কুলদীপ 2টি করে উইকেট তুলেছেন ৷ আর রবীন্দ্র জাদেজা একটি উইকেট পান দ্বিতীয় ইনিংসে ৷

আজ তৃতীয় দিনের শুরুতে ভারত 8 উইকেটে 473 রানে প্রথম ইনিংসের ব্যাটিং শুরু করে ৷ গতকালের নট-আউট দুই লোয়ার-অর্ডার ব্যাটার কুলদীপ যাদব (30) এবং জয়প্রীত বুমরা (20) মোটে 25 বল খেলেন সকালে ৷ যেখানে কুলদীপের উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে প্রথম পেসার হিসেবে 700 উইকেট নেওয়ার নজির গড়লেন জেমস অ্যান্ডারসন ৷ তিনি ইংল্যান্ডের হয়ে ম্যাচে 2 উইকেট নিয়েছেন ৷ অন্যদিকে, 20 বছরের তুরণ অফস্পিনার শোয়েব বশির সিরিজ ও কেরিয়ারের দ্বিতীয় 5 উইকেট নিলেন ৷

ধরমশালা টেস্টে ইংল্যান্ডের পাওনা বলতে এই দু’টি মুহূর্ত ৷ তবে, দ্বিতীয় ইনিংসে 259 রানে পিছিয়ে থেকে ইংল্যান্ড চাপের মধ্যে ছিল ৷ আর তা স্পষ্ট লক্ষ্য করা যায় প্রথম ইনিংসে ইংল্যান্ডের একমাত্র হাফ-সেঞ্চুরিয়ন জ্যাক ক্রলিকে দেখে ৷ যিনি 16 বল খেলে একটি রানও করতে পারেননি ৷ অন্যদিকে, অশ্বিন এদিন তাঁর প্রথম ওভারেই বেন ডাকেটকে (2) মাত্র 2 রানের মাথায় আউট করেন ৷ এরপর ক্রলি এবং ওলি পোপ (19)-এর উইকেট নেন অশ্বিন ৷ মাঝে জো রুটের (84) সঙ্গে একশো টেস্ট খেলে জনি বেয়ারস্টো (39) কিছুটা প্রতিরোধ তৈরি করেন ৷

কিন্তু, শুভমন গিল এবং সরফরাজ খানের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে নিজের মনোসংযোগ হারান বেয়ারস্টো ৷ কুলদীপের বলে লেগ-বিফর আউট হন তিনি ৷ এরপর শুরু হয় ইংল্যান্ড ব্যাটারদের আসা-যাওয়ার পালা ৷ প্রথম সেশনেই ইংল্যান্ড 103 রান তুলে 5 উইকেট হারায় ৷ যেখানে অশ্বিন 4 উইকেট নেন ৷ এরপর দ্বিতীয় সেশনে তিনি একশো টেস্টে 36 নম্বর পাঁচ উইকেট তোলেন ৷ ইংল্যান্ডের লোয়ার-অর্ডারকে স্ট্যান্ডবাই অধিনায়ক জসপ্রীত বুমরা এবং কুলদীপ যাদব প্যাভিলিয়নের রাস্তা দেখান ৷

আরও পড়ুন:

  1. মাইলস্টোন টেস্টে বল হাতে কুম্বলেকে ছাপিয়ে গেলেন অশ্বিন
  2. 700 টেস্ট উইকেট নিয়ে ইতিহাসে অ্যান্ডারসন, সামনে শুধু স্পিনের দুই মহারথী
  3. রোহিত-গিলের জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে লিড ভারতের
Last Updated : Mar 9, 2024, 2:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.