ETV Bharat / sports

পঞ্জাবের চিন্তায় টপ-অর্ডার, শেষ ম্যাচের ব্যাটিং বিপর্যয় ভুলে নতুন শুরুর পথে শুভমনরা - IPL 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 21, 2024, 4:29 PM IST

ETV BHARAT
ETV BHARAT

IPL 2024: আইপিএলে রবিবারের সন্ধ্যায় পঞ্জাবের মুলানপুরে মুখোমুখি পয়েন্ট টেবিলে 9 নম্বর এবং 8 নম্বর দল ৷ অর্থাৎ, পঞ্জাব কিংস বনাম গুজরাত টাইটান্স ৷ দুই দলই নিজেদের শেষ ম্যাচে হেরেছে ৷ বিশেষত, গুজরাত টাইটান্স, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তাদের কদর্য হার ভুলে নতুন সূচনা করতে মরিয়া ৷

মুলানপুর (চণ্ডিগড়), 21 এপ্রিল: চলতি আইপিএলে পঞ্জাব কিংস চণ্ডিগড়ের মুলানপুরে তাদের নয়া হোম গ্রাউন্ডে খেলছে ৷ কিন্তু, পঞ্জাব দলের প্রাপ্তিতে কোনও নতুনত্ব নেই ৷ দারুণ শুরু করেও, হারের অন্ধকারে হারিয়ে যাওয়ার কাহিনী জারি রয়েছে ৷ আজ ঘরের মাঠে মরশুমের 8 নম্বর ম্যাচে জয়ের পথ খুঁজতে নামবে তারা ৷ যেখানে প্রতিপক্ষে শুভমন গিলের গুজরাত টাইটান্স ৷ যাদের এবারের আইপিএল অভিযান খুব একটা সুখকর নয় ৷

গিলের অধিনায়কত্বে শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাত্র 89 রানে অল-আউট হয়ে গিয়েছিল গুজরাত ৷ যা জিটির তিনবছরের আইপিএল ইতিহাসে সবচেয়ে খারাপ ব্যাটিং পারফর্ম্যান্স ৷ সেই লজ্জাজনক হার থেকে দ্রুত বেরিয়ে আসার চ্যালেঞ্জ অধিনায়ক শুভমন এবং কোচ আশিস নেহরার সামনে ৷ দিল্লির বিরুদ্ধে পাওয়ার প্লে-তে 4 উইকেট হারিয়েছিল গুজরাত ৷ দুই ওপেনার শুভমন গিল এবং ঋদ্ধিমান সাহার ব্যাটে রান আসেনি ৷ এমনকি ইন-ফর্ম সাই সুদর্শনও ব্যর্থ হয়েছেন ৷ আর ডেভিড মিলার তাঁর সবচেয়ে খারাপ আইপিএল মরশুম কাটাচ্ছেন গুজরাতের জার্সিতে ৷

সেই সঙ্গে লোয়ার-অর্ডারে রাহুল তেওয়াতিয়ার সেই বিধ্বংসী ফিনিশারের ভূমিকাও ফিঁকে হয়ে গিয়েছে ৷ আর পাঁচ নম্বরে অভিনব মনোহর এখনও নিজেকে প্রমাণ করতে ব্যর্থ ৷ পুরো দলের ব্যাটিং নির্ভর করে থাকছে অধিনায়ক শুভমনের উপর ৷ বোলিংয়েও খুব একটা স্বচ্ছন্দে নেই গুজরাত টাইটান্স ৷ রাশিদ খান এবং নূর আহমেদকে বাদ দিলে, বাকি দলের কোনও বোলারই খুব একটা সফল নন ৷ উল্লেখ্য, নতুন ও পুরনো বলে মহম্মদ শামির চার ওভারের ঘাটতি সবরমতীর তীরের দলকে ভোগাচ্ছে ৷ শামির না-থাকা বড় ব্যবধান গড়ে দিয়েছে গুজরাতের বোলিংয়ে ৷

অন্যদিকে, প্রায় প্রত্যেক ম্যাচেই টপ-অর্ডারের ব্যর্থতার দায় বয়ে বেড়াচ্ছে পঞ্জাব কিংসের লোয়ার-অর্ডার ৷ প্রতি ম্যাচে ওপেনার ও মিডল-অর্ডার দ্রুত প্যাভিলিয়নে ফিরে যাচ্ছে ৷ আর শেষ বেলায় শশাঙ্ক সিং, জিতেশ শর্মা এবং আশুতোষ শর্মা পঞ্জাবের গাড়ি গন্তব্যের খুব কাছে নিয়ে এলেও স্কোর বোর্ডের প্রেসারে ব্যর্থ হচ্ছেন ৷ ঠিক যেমনটা হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৷ ফলে পঞ্জাবকে জয়ের রাস্তায় ফিরতে হলে, তাঁদের টপ-অর্ডারের চার ব্যাটারকে রান করতেই হবে ৷

বোলিংয়ে খুব একটা চিন্তার কারণ নেই পঞ্জাব কিংসের ৷ কাগিসো রাবাদা, স্যাম কারেন, আর্শদীপ সিং, হর্ষল প্যাটেল পেস বোলিংয়ে ভালো করছেন ৷ স্পিনার হিসেবে হরপ্রীত ব্রার সফল ৷ তবে, ফিল্ডিং একটা বড় মাথা ব্যাথা হয়ে দাঁড়িয়েছে এই আইপিএলে ৷ সবক’টি দলই কমবেশি ফিল্ডিংয়ে ভোগাচ্ছে ৷ তবে, পঞ্জাবের চিন্তা তাদের অধিনায়ক শিখর ধাওয়ানের চোট ৷ তাঁর জায়গায় স্যাম কারেন অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছেন ৷ কিন্তু, ওপেনিংয়ে শিখরের অভাব টের পাচ্ছে প্রীতি জিন্টার দল ৷ আজকের ম্যাচেও শিখর খেলবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে ৷

আরও পড়ুন:

  1. কোহলি নয়, পুরো আরসিবিকে নিয়েই বিশেষ পরিকল্পনা নাইটদের; নারিনের প্রশংসায় গম্ভীর
  2. বিশ্বকাপে খেলতে চান, দলে নিজেকে দেখার স্বপ্ন দীনেশ কার্তিকের চোখে
  3. মুখোমুখি কেকেআর-বেঙ্গালুরু, নাইট-দূর্গ ইডেনে কোহলি যেন একাই কুম্ভ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.