ETV Bharat / sports

মুখোমুখি কেকেআর-বেঙ্গালুরু, নাইট-দূর্গ ইডেনে কোহলি যেন একাই কুম্ভ - IPL 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 20, 2024, 9:55 PM IST

Updated : Apr 20, 2024, 10:55 PM IST

KKR vs RCB
KKR vs RCB

KKR vs RCB: আইপিএলে আগামিকাল মুখোমুখি কেকোর এবং বেঙ্গালুরু। স্বভাবতই শনিবার ম্যাচ প্র্যাকটিসে দেখা গেল কিং কোহলিকে ৷ চলতি আইপিএলে সাত ম্যাচে 361 রান করেছেন। চলতি আইপিএলে নিজেদের মাঠে নাইট শিবিরের কাছে হারতে হয়েছিল তাঁদের ৷ এবার ইডেনে সেই বদলের পালা ৷

কলকাতা, 20 এপ্রিল: চলতি আইপিএলে মারকুটে ব্যাটিংয়ের ম্যানুয়াল খুলে বসেছেন বিরাট কোহলি। দল সাত ম্যাচের মধ্যে ছয়টিতে হেরেছে। বেঙ্গালুরুর সামগ্রিক বিপর্যয়ের মধ্যে বিরাট কোহলি তাঁর ক্রিকেট নৈপুণ্যের পরিচিত ধারা বজায় রেখে চলেছেন। চলতি আইপিএলে সাত ম্যাচে 361 রান করেছেন। একটি সেঞ্চুরি এবং দুটো অর্ধশতরান রয়েছে। যা তাঁর ক্রিকেট জীবনের উপান্তে ভিন্ন দিক যোগ করেছে। আসন্ন টি-20 বিশ্বকাপ দলে কোহলির জায়গা পাওয়া সময়ের অপেক্ষা। অথচ ক্রিকেটে সবচেয়ে ছোট ফর্ম্যাটে তিনি আর মানানসই হচ্ছেন না বলে সমালোচকরা আঁচড়ানো শুরু করেছিলেন। জবাব দিতে বোধহয় চলতি আইপিএলের প্রতিটি ম্যাচকে বেছে নিচ্ছেন।

ইডেনে বিরাট কোহলি প্র্যাকটিসে আসছেন শুনেও তপ্ত দুপুরে গেটের সামনে ভিড়। শনিবার বিকেলে কেকেআর এবং আরসিবি দু'টো দল পাশাপাশি প্র্যাকটিস করল। কিন্তু আকর্ষণের কেন্দ্রে রয়্যাল চ্যালেঞ্জার্সের প্র্যাকটিস। আরও বিশদে বললে বিরাট কোহলির অনুশীলন। মাঠের মাঝখানে মূল পিচের ধারের প্র্যাকটিস পিচে নিজেকে ঝালিয়ে নিলেন কোহলি। ইডেনে আইপিএলের মঞ্চে তাঁর সেঞ্চুরি রয়েছে। আর্ন্তজাতিক ক্রিকেট ম্যাচেও কোহলি ইডেনকে হতাশ করেননি। আবার এই ইডেনে আইপিএলে পুরো দলের 49 রানে ভেঙে পড়ার ছবিও দেখেছেন কোহলি।

দুই দলের দ্বৈরথের মোট পরিসংখ্যান বলছে, মোট 33 ম্যাচের মধ্যে 19টিতে জয়ী নাইটরা। বাকি 14টিতে জয় আরসিবির। চলতি আপিএলের প্রথম সাক্ষাতে চিন্নস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলি 83 রানের অসাধারণ ইনিংস খেললেও দল হেরেছিল। এবার ম্যাচ ইডেনে। কোহলি নিশ্চিতভাবে চাইবেন ঘরের মাঠে পরাজয়ের বদলা ইডেনে এসে নিতে। তাছাড়া ছয় হারে বিদায় নেওয়ার ঘণ্টা কার্যত বেজে গেলেও অবস্থা সামাল দিতে আগামী আটটি ম্যাচের সাতটিতে জিততে হবে। সেই দৌড়টা তিনি ইডেন থেকে হয়তো শুরু করতে চাইবেন।

সাংবাদিক সম্মেলনে এসেছিলেন দীনেশ কার্তিক। তিনি দলের ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী। সেই আশার কারণ বিরাট কোহলি। "বিরাট দারুণ ছন্দে রয়েছে। হাসি ঠাট্টা করে পরিবেশ হালকা রাখার চেষ্টা করছে। যাতে আমরা ভেঙে না পড়ি," বলছিলেন কার্তিক। আরসিবির দলে ক্যামেরন গ্রিন, ফাফ ডু'প্লেসি, মহম্মদ সিরাজ, যশ দয়াল আকাশদীপ, করণ শর্মারা রয়েছেন। কিন্তু যাবতীয় লড়াইয়ের কেন্দ্রে বিরাট কোহলি। তাঁর ব্যাটে লড়াইয়ের প্রতিজ্ঞা। যা জারি রাখতে কোহলি স্বয়ং মরিয়া। "সত্যি কথা বলতে কি আমি যে জায়গায় বসে সেখানে লড়াই আত্মত্যাগের কথা খাটে না। আমার জন্য লড়াই আত্মত্যাগ কোনও কথা নয়। আমার যা ভালো লাগে সেটাই আমি করি। লড়াই তাঁর যে দু'বেলার খাবার যোগাড় করতে পারে না," বিরাট কোহলি।

আরও পড়ুন:

  1. ঘরের মাঠে আবেগঘন প্রত্যাবর্তনের অপেক্ষায় পন্ত, সামনে সানরাইজার্সের বিস্ফোরক ব্যাটিং
  2. জাড্ডুর কেরামতি, ধোনির হাড়ের জোর! লখনউকে ভদ্রস্থ রানের টার্গেট ইয়েলো ব্রিগেডের
  3. রোহিতের নজির, জ্বলল সূর্যর ব্যাটও; জিততে পঞ্জাব কিংসের চাই 193
Last Updated :Apr 20, 2024, 10:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.