ETV Bharat / sports

শুরু আইএসএল ফাইনালের টিকিট বিক্রি, মহারণে নেই নির্বাসিত সাদিকু - ISL Final 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 30, 2024, 2:14 PM IST

ISL 2023-24
ISL 2023-24

ISL 2023-24: শনিবাসরীয় যুবভারতী জমজমাট ৷ আইএসএল ফাইনাল মহারণে মোহনবাগান সুপার জায়ান্ট ও মুম্বই সিটি এফসি ৷ সেই ম্যাচে সবুজ-মেরুন শিবির সাদিকুকে পাচ্ছেন না ৷ কারণ, চার ম্যাচের জন্য নির্বাসিত মোহনবাগানের এই ফরোয়ার্ড ৷ তবে, মঙ্গলবার থেকে টিকিট বিক্রি শুরু হচ্ছে আইএসএল ফাইনালের ৷ টিকিটের মূল্য কত ? জেনে নিন ৷

কলকাতা, 30 এপ্রিল: দল ফাইনালে ওঠার পর আন্তেনিও লোপেজ হাবাস বলেছেন, এটা দলগত ইচ্ছাশক্তির জয়। ফের আইএসএল ট্রফি জয়ের দোরগোড়ায় সবুজ-মেরুন। এটিকে মোহনবাগান থেকে মোহনবাগান সুপার জায়ান্টে পরিবর্তিত হওয়ার প্রথম বছরেই আইএসএল ট্রফি জয়ের সুযোগ। 4 মে শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ফের সবুজ-মেরুন গর্জনের প্রতীক্ষা? তবে মোহন সমর্থকদের জন্য খারাপ খবর, নির্বাসনের জন্য ফাইনালে নেই আর্মান্দো সাদিকু ৷

ওড়িশা এফসি-র বিরুদ্ধে ভুবনেশ্বরে প্রথম লেগের সেমিফাইনালে আহমেদ জাহুকে ফাউল করে লাল-কার্ড দেখেছিলেন সাদিকু। তার জন্যই ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি এই শাস্তি দিয়েছে। এর ফলে দ্বিতীয় লেগের সেমিফাইনালের পরে ফাইনালে নামতে পারবেন না। কারণ চার ম্যাচের জন্য নির্বাসিত তিনি ৷ যদিও মোহনবাগানের তরফে জানানো হয়েছে, তাদের কাছে এখনও পর্যন্ত সাদিকুর শাস্তির ব্যাপারে কোনও চিঠি আসেনি।

এদিকে মঙ্গলবার থেকে আইএসএল ফাইনালের টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের দাম 150, 200, 300 টাকা ৷ ফাইনালে ওঠার কৃতিত্ব কোচ আন্তেনিও লোপেজ হাবাস পুরো দলকে দিয়েছেন। তিনি বলেন, "আমাদের ফুটবলারদের ইচ্ছাশক্তিকে আমি কুর্নিশ জানাই। এই কারণেই দল জিততে পেরেছে। ম্যাচের আগে টিম মিটিংয়ে কথা বলতে গিয়েই আমি বুঝেছিলাম ফুটবলাররা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। 90 মিনিট আমি ঠিক যেমন আশা করেছিলাম, প্রত্যেকে তেমনই পারফর্ম করেছে এবং দলকে ফাইনালে তুলেছে।"

জয়ের অন্যতম নায়ক এবং প্রথম গোলদাতা জেসন কামিংস বললেন, "মোহনবাগান সমর্থকরা আমার দেখা এই দেশের সেরা সমর্থক। ওদের সামনে গোল করতে পেরেছি, খুব ভালো লাগছে। আইএসএল ট্রফি জয়ের ব্যাপারেও আমরা আত্মবিশ্বাসী।" দীর্ঘদিন পরে ম্যাচে নেমেই গোল করে নায়ক সুপার সাব সাহাল আব্দুল সামাদ। তিনিও বলেন, "দীর্ঘদিন পরে মাঠে নেমে দলকে জেতাতে পেরে আমি খুশি। ঘরের মাঠে আমরা ফাইনাল খেলব। তাই ফাইনালে আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।"

সোমবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে এফসি গোয়া-কে 2-0 হারিয়ে ফাইনালে উঠেছে মুম্বই সিটি এফসি ৷ তাই আগামী শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফাইনালে মোহনবাগানের মুখোমুখি হবে মুম্বই সিটি এফসি।

আরও পড়ুন:

  1. গোয়াকে মাটি ধরিয়ে আইএসএল ফাইনালে বাগানের সামনে মুম্বই
  2. সুপার-সাব সাহালে সুরভিত বাগান, ওড়িশাকে হারিয়ে ফের আইএসএল ফাইনালে সবুজ-মেরুন
  3. ফিরল 99'র রেট্রো জার্সি, কনওয়েকে রেখেই টি-20 বিশ্বযুদ্ধের দলঘোষণা নিউজিল্যান্ডের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.