ETV Bharat / sports

লন্ডনে মহম্মদ শামির গোড়ালির সফল অস্ত্রোপচার

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 10:16 AM IST

Mohammed Shami's Heel Operation in London: দীর্ঘদিন ধরে গোড়ালির চোটের জন্য ক্রিকেট থেকে দূরে মহম্মদ শামি ৷ অবশেষে লন্ডনের হাসপাতালে তাঁর গোড়ালির সফল অস্ত্রোপচার হয়েছে ৷ হাসপাতালের শয্যা থেকে অস্ত্রোপচারের পরের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ভারতীয় পেসার ৷

Image Courtesy: Getty Images and Mohammed Shami X
Image Courtesy: Getty Images and Mohammed Shami X

হায়দরাবাদ, 27 ফেব্রুয়ারি: গত বছর পুরো বিশ্বকাপটাই গোড়ালির চোট নিয়ে খেলেছিলেন মহম্মদ শামি ৷ তারপর থেকেই ক্রিকেট থেকে বাইরে রয়েছেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত ভারতীয় পেস বোলার ৷ সম্প্রতি বিসিসিআই জানিয়েছিল, শামি আইপিএলেও খেলতে পারবেন না ৷ এবার শামির সেই চোট পাওয়া গোড়ালির অস্ত্রোপচার হল ৷ ভারতীয় সময় সোমবার রাতে সফল অস্ত্রোপচারের খবর জানিয়ে সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন ভারতীয় ক্রিকেটার ৷

শামি জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হলেও তাঁর পুরোপুরি ফিট হয়ে মাঠে নামতে বেশ কিছুটা সময় লাগবে ৷ তিনি লিখেছেন, "সবে মাত্র আমার গোড়ালির অ্যাকিলিস টেন্ডনের সফল অস্ত্রোপচার হয়েছে ! সুস্থ হতে কিছুটা সময় লাগবে ৷ তবে, আবারও নিজের পায়ে উঠে দাঁড়ানোর অপেক্ষায় রয়েছি ৷" মহম্মদ শামির অস্ত্রোপচারের খবর বেশ কয়েকমাস ধরেই চলছিল ৷ কিন্তু, কবে সেই অস্ত্রোপচার হবে, তা নিয়ে বিস্তর জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরে ৷

প্রসঙ্গত, আরেক ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদবের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায়, লন্ডনের হাসপাতালে অস্ত্রোপচার হয়েছিল ৷ সেই সময় শামিরও অস্ত্রোপচার হতে পারে বলে জানা গিয়েছিল ৷ কিন্তু, বোর্ডের তরফে সেই সম্ভাবনাকে খারিজ করে দেওয়া হয় ৷ কিন্তু, দীর্ঘ সময় হয়ে গেলেও চোট থেকে সেরে উঠছিলেন না গত বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি ৷ গত সপ্তাহে ভারতীয় বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়, চোটের কারণে শামি আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে খেলবেন না ৷

এরপরেই ভারতীয় পেসারকে অস্ত্রোপচারের জন্য লন্ডন পাঠায় ভারতীয় বোর্ড ৷ উল্লেখ্য, ডিসেম্বর-জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে প্রাথমিক দলে নাম থাকলেও, এই চোটের কারণেই বাদ পড়েন ৷ এমনকি ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজেও খেলতে পারেননি ৷ অবশেষে তাঁর চোটের সফল অস্ত্রোপচার হয়েছে ৷ তবে প্রশ্ন, জুন মাসে শুরু হতে চলা টি-20 বিশ্বকাপের আগে তিনি ম্যাচ ফিট হতে পারবেন কি ! সেটা সময়ই বলবে ৷

ছবি সূত্র- মহম্মদ শামির এক্স অ্যাকাউন্ট

আরও পড়ুন:

  1. রোহিতদের 'ইংরেজ বধ', শুভমন-ধ্রুবের ব্যাটে রাঁচি টেস্ট জিতে সিরিজ পকেটে ভারতের
  2. ঘরের মাঠে টানা 17 সিরিজ অপরাজিত, তরুণ ভারতীয় দলকে 'বিরাট' অভিনন্দন
  3. শীঘ্রই অস্ত্রোপচার, গোড়ালির চোটে আইপিএলেও নেই শামি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.