ETV Bharat / sports

ময়দানে নারিন শো ! ক্যারিবিয়ান তারকার 'ইতিহাসে' রানের পাহাড়ে কেকেআর - IPL 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 16, 2024, 9:12 PM IST

Updated : Apr 16, 2024, 9:55 PM IST

KKR vs RR: ময়দানে সেঞ্চুরি নারিনের ৷ ব্যাটের মারেই বোঝা যাচ্ছে 'নারিন ইজ টপ' ৷ 49 বলে সেঞ্চুরি হাঁকালেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ৷ এই প্রথম আইপিএলে তিন সংখ্যার রানের ঘরে প্রবেশ করলেন বিদেশি অলরাউন্ডার ৷ প্রথমে ব্যাট করে কেকেআরের স্কোর 6 উইকেট হারিয়ে 223 রান৷

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 16 এপ্রিল: নারিন...নারিন... ৷ মাঠময় একটাই নাম ধ্বনিত হচ্ছে ক্রিকেটের নন্দনকাননে ৷ 49 বলে 100 রানের এক ঝকঝকে ইনিংস সাজানো 11টা চার ও 6টা ছ'য়ে ৷ ওপেনিংয়ে নেমে 16তম ওভারে যুজবেন্দ্র চহালকে চার মেরে শতরান করেন। আর নারিন শো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন বাদশা ৷ আইপিএল-এর ইতিহাসে সুনীল নারিনের এটিই প্রথম শতরান, যার সংহার মূর্তি দেখে রাসেলের মতো মারকুটে ব্যাটারও জড়িয়ে ধরলেন সতীর্থকে ৷ তাঁর ব্যাটে ভর করেই কলকাতার রানসংখ্যা পেরোল দু'শোর গণ্ডি ৷ রাজস্থানদের জেতার জন্য চায় 224 ৷

উল্লেখ্য, বাদশাকে স্বাগত জানাতে সুনীল নারিন এক বিশাল ছক্কায় নিজের অর্ধ-শতরানও পূরণ করেছেন। তবে ক্যারিবিয়ান তারকা শতরান পূরণ করেই সাজঘরে ফিরে গিয়েছেন ৷ 56 বলের সম্মুখীন হওয়ার পর ট্রেন্ট বোল্টের বলে আউট হয়েছেন তিনি ৷ প্যাভিলিয়নমুখী কেকেআর ব্যাটারের রান সংখ্যা তখন 109 ৷ 100 রানে 11টা চারের পর আরও 2টি বাউন্ডারি হাঁকিয়েছেন নাইট শিবিরের আজকের নায়ক ৷ চলতি কোটিপতি লিগে ব্রেন্ডন ম্যাকালাম এবং ভেঙ্কটেশ আইয়ারের পর কেকেআরের তৃতীয় ক্রিকেটার হিসাবে শতরান করলেন নারিন।

পিঙ্ক ব্রিগেডের অধিনায়ক সঞ্জুর সিদ্ধান্তে এদিন নাইট শিবিরের ওপেনিংয়ে নামেন ফিল সল্ট ও সুনীল নারিন ৷ 10 রানে আবেশ খানের দুর্দান্ত ডেলিভারি ও ক্যাচে আউট হন ফিল সল্ট ৷ 109 রানে আউট হন বাঁ-হাতি অলরাউন্ডার নারিন ৷ 30 রান করে ডাগ-আউটে ফেরেন অঙ্গকৃশ রঘুবংশী ৷ অধিনায়ক শ্রেয়স আইয়ার মাত্র 11 রানে আউট হয়ে যান ৷ রাসেলের রানসংখ্যা 13 ৷ রিঙ্কু সিং শেষে 20 রান করে অপরাজিত থাকেন ৷ 9 বলে 1টি চার ও 2টি ছয় এসেছে তাঁর ব্যাট থাকে ৷ এদিন ভেঙ্কটেশ আইয়ার 8 ও রমনদীপ সিং 1 রানে অপরাজিতক থাকেন ৷

অন্যদিকে, সঞ্জু বাহিনীর আবেশ খান ও কুলদীপ সেন 2টি করে উইকেট নেন ৷ 1টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও যুজবেন্দ্র চাহাল ৷ রবিচন্দ্রন অশ্বিন এদিন কোনও উইকেট পাননি ৷

আরও পড়ুন:

  1. ঘরের মাঠে আরও একটি জয়ের লক্ষ্যে মাঠে নামছেন শ্রেয়সরা, ইডেনে প্রথমে ব্যাট করবে কেকেআর
  2. টি-20 ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে সর্বাধিক রান, ব্যাট হাতে উজ্জ্বল 'চিরকুমার' কার্তিক
  3. ফের বুড়ো হাড়ে ভেলকি মাহির! সঙ্গে রুতুরাজ-শিবমের দাপট, জয়ের জন্য হার্দিকদের চাই 207
Last Updated :Apr 16, 2024, 9:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.