ETV Bharat / sports

যুবভারতীতেই আইএসএল ফাইনাল, ইঙ্গিত এফএসডিএলের - ISL Final

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 23, 2024, 7:39 PM IST

Updated : Apr 23, 2024, 8:30 PM IST

Yuba Bharati Krirangan, MOHUN BAGAN
যুবভারতীতেই আইএসএল ফাইনাল, ঈঙ্গিত এফএসডিএলের

ISL 2023-2024 Final: লিগ শিল্ডের নির্ণায়ক ম্যাচে 60 হাজার দর্শকের শব্দব্রহ্মে ভেসেছিল যুবভারতী ৷ সে দিনের ফুটবল বিজ্ঞাপন দেশের ফুটবল কর্তাদের ভাবিয়েছে ৷ ফলে আইএসএল ফাইনাল আয়োজনের দৌড়ে এগিয়ে রয়েছে ভারতীয় ফুটবলের মক্কা ৷

কলকাতা, 23 এপ্রিল: কলকাতার কপালে ছিঁড়তে পারে আইএসএল ফাইনাল আয়োজনের ভাগ্য । মঙ্গলবার সেই ব্যাপারে হাওয়া যোগালো আইএসএলের একটি খবর । দশ বছর ধরে আইএসএল হলেও, কোনওদিন ফাইনালের আয়োজক হয়ে উঠতে পারেনি কলকাতা । যদিও দর্শক সংখ্যার উপস্থিতির নিরিখে কলকাতা সব সময়ই সবার আগে ।

চলতি বছরেও একই পরিসংখ্যান, যেখানে কলকাতার দর্শকরা মাঠে উপস্থিতির নিরিখে শীর্ষস্থানে । মোহনবাগান ফাইনালে উঠলে 60 হাজার দর্শক নিশ্চিত । অন্য দু’দল উঠলেও অন্তত তিরিশ হাজার দর্শক যুবভারতী ক্রীড়াঙ্গনে থাকবেন বলে সংগঠক এফএসডিএলের আশা । লিগ তালিকায় দলের অবস্থানের বিচারে ফাইনাল আয়োজনের ভার সংশ্লিষ্ট দলের শহর পাবে বলে সিদ্ধান্ত নিয়েছে এফএসডিএল ।

সেই সিদ্ধান্ত অনুযায়ী এগিয়ে কলকাতা । কারণ, মোহনবাগান সুপার জায়ান্ট এক নম্বরে থেকে লিগ শেষ করেছে । দ্বিতীয় স্থানে ছিল মুম্বই সিটি এফসি এবং তৃতীয় স্থানে এফসি গোয়া । 4 মে আইএসএল ফাইনাল । 2014 সালে প্রথম আইএসএলের উদ্বোধনী ম্যাচ হয়েছিল কলকাতায় । তবে 10 বছরে কোনও দিনই ফাইনাল ম্যাচের দায়িত্ব পায়নি 'ভারতীয় ফুটবলের মক্কা' । কলকাতার সঙ্গে ফাইনাল আয়োজনের লড়াইয়ে রয়েছে মুম্বই এবং গোয়া । কারণ, শেষ চারের লড়াই আজ থেকে শুরু হচ্ছে ।

ফাইনালের আগে সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে বলেও জানা গিয়েছে ৷ যার ইঙ্গিত কয়েকদিন আগেই ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে দিয়েছিলেন । ওই অনুষ্ঠানে থাকতে পারেন অমিতাভ বচ্চন, অক্ষয় কুমাররা । গান গাইতে পারেন অভিজিৎ, সুনিধি চৌহানরা ।

আইএসএলের দশম বর্ষ স্মরণীয় করে রাখতেই আয়োজকদের ভাবনায় রয়েছে কলকাতা । লিগ শিল্ড নির্ণায়ক ম্যাচে যেমন প্রচুর দর্শক এসেছিলেন, তেমনই মোহনবাগান ফাইনালে উঠলে যে আরও অনেক বেশি সমর্থক মাঠে আসবেন, সেটা অনুমান করতে পারছেন আয়োজকরা । 23 এপ্রিল এবং 28 এপ্রিল সেমিফাইনালের দু’টি লেগে জিতে ফাইনালের টিকিট পেয়ে গেলে মোহনবাগানও চাইবে ঘরের মাঠে ফাইনাল খেলতে । তাই বলাই যায়, 4 মে কোথায় ফাইনাল ম্যাচ হবে আগামী এক সপ্তাহের মধ্যেই তা ঠিক হয়ে যাবে ।

আরও পড়ুন:

  1. লিগ শিল্ড জিতলেও সাদামাটা উদযাপন কেন ? কী বলছে সুপার জায়ান্ট
  2. ইতিহাস মোহনবাগানের! কোলাসো-কামিংসের জাদুতে প্রথমবার লিগ-শিল্ড চ্যাম্পিয়ন সবুজ-মেরুন
  3. তিনিই বস, বাগানকে শিল্ড দিয়ে বোঝালেন ছেষট্টির হাবাস
Last Updated :Apr 23, 2024, 8:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.