প্র্যাকটিসে সেটপিস ও স্পটকিকে জোর হাবাসের, তুঙ্গে টিকিটের চাহিদা - Mohun Bagan

author img

By ETV Bharat Bangla Team

Published : May 3, 2024, 9:31 AM IST

ISL 2023-24
ISL 2023-24 (Etv Bharat)

ISL 2023-24: ঘরের মাঠে প্রিয় দলের জয় দেখতে সবুজ-মেরুন সমর্থকদের আগ্রহ তুঙ্গে। মোহনবাগান সুপার জায়ান্ট পরপর দু'বছর আইএসএল চ্যাম্পিয়ন হতে মরিয়া ৷ প্র্যাকটিস ম্যাচে হাবাস স্যরের প্র্যাকটিসে সেটপিস এবং পজিশনিং ফুটবলের ওপর জোর দেওয়ার চেষ্টা চলছে ৷

কলকাতা, 3 মে: সমর্থকদের নিজস্বীর আবদারে বাধা পড়লেন দিমিত্রি পেত্রাতোস। কলকাতা ময়দানে নতুন ফুটবল সংস্কৃতি ঝাঁপ বন্ধ করে প্র্যাকটিস। আইএসএল ফাইনালের আগেও সেই ছবি । প্র্যাকটিসের পরে ফুটবলারদের সঙ্গে কথা বলে টুকরো প্রতিক্রিয়া নেওয়ার সুযোগ থাকলেও তা বিঘ্নিত হয় সমর্থকদের নিজস্বী তোলার আবদারে। প্রায় 40 ডিগ্রি গরমে প্র্যাকটিস। তা দেখতে শ'খানেক সমর্থক হাজির। প্র্যাকটিসের পরে তাদের নিজস্বীর আবদার মেটালেন পেত্রাতোস। সমর্থকদের দিমি-দিমি চিৎকার তিনি উপভোগ করলেন।

এদিকে আইএসএল ফাইনালের টিকিট নিয়ে বিতর্ক ক্রমেই দানা বাঁধছে। শনিবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট এবং মুম্বই সিটি এফসি। আইএসএল শিল্ড দখলের লড়াইয়েও এই দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছিল। সেখানে বাজিমাত করেছিল আন্তেনিও লোপেজ হাবাসের ছেলেরা। এবার ফের মুখোমুখি দুই দল। ইতিমধ্যে যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে মোহনবাগান সুপার জায়ান্ট বন্ধ দরজার আড়ালে ফাইনালের প্রস্তুতি সারতে ব্যস্ত।

কার্ড সমস্যায় এই ম্যাচে হাবাস পাবেন না আর্মান্দো সাদিকুকে। একই কারণে মুম্বই সিটি এফসি পাবে না ভ্যান নিফকে। যদিও খেতাবী লড়াইয়ের আগে দুই দলই না-পাওয়ার তালিকায় চোখ রাখতে নারাজ। মোহনবাগান সুপার জায়ান্ট পরপর দু'বছর আইএসএল চ্যাম্পিয়ন হতে মরিয়া। লিগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার বছরে আইএসএল খেতাব জয়ের নজির মুম্বই সিটি এফসি'র রয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট সেই কীর্তি স্পর্শ করতে চায়। পাশাপাশি ডুরান্ড কাপ, আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার পরে আইএসএল চ্যাম্পিয়ন হতে পারে ত্রিমুকুট জয়ের হাতছানি সবুজ-মেরুনে ৷

স্বপ্নপূরণে মোহনবাগানের ভরসা দিমি-জিমি জুটি অর্থাৎ দিমিত্রি পেত্রাতোস এবং জেসন কামিংস। সঙ্গে দুই প্রান্ত ধরে মনবীর সিং, লিস্টন কোলাসোর দৌড় রয়েছে। রয়েছে মাঝমাঠে জনি কাউকো, সাহাল আব্দুল সামাদ এবং আশিস রাইয়ের হার না-মানা মনোভাব। হাবাস স্যরের প্র্যাকটিসে সেটপিস এবং পজিশনিং ফুটবলের ওপর জোর দেওয়া হল। জোর দেওয়া হল পেনাল্টি শুটআউটে। ছাংতে এবং বিপিন সিংয়ের দৌড় আটকাতে শুভাশিস বসুকে বাড়তি সতর্কতার পাঠ দিলেন হাবাস।

আরও পড়ুন:

  1. ট্রফিজয়ের লক্ষ্যে মগ্ন বাগানে নয়া গোলমেশিন! ক্লাব ছাড়তেই ম্যাকলারেনকে নিয়ে জল্পনা
  2. শুরু আইএসএল ফাইনালের টিকিট বিক্রি, মহারণে নেই নির্বাসিত সাদিকু
  3. সৌরভের হাতে বেঙ্গল প্রো টি-20 লিগের ট্রফি উন্মোচন শুক্রবার, চূড়ান্ত মার্কি খেলোয়াড়দের নাম
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.