ETV Bharat / sports

রোহিত-গিল যুগলবন্দিতে সুরে বাজছে ইন্ডিয়া, ব্যাকফুটে ‘বাজবল’

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 8, 2024, 5:07 PM IST

Updated : Mar 8, 2024, 5:44 PM IST

Etv Bharat
Etv Bharat

India vs England Test Cricket: দুরন্ত রোহিত, ছন্দে গিলও ৷ ব্যাটারদের দাপটে পঞ্চম টেস্টের দ্বিতীয়দিনে রানের পাহাড়ে ভারত ৷

ধরমশালা, 8 মার্চ: প্রথমদিন নিজেদের কাজটা করে গিয়েছিলেন বোলাররা ৷ দ্বিতীয়দিনে সেই কাজটাই আরও এগিয়ে দিল দলের ব্যাটিং ইউনিট ৷ আরও নির্দিষ্টভাবে বললে রোহিত শর্মা ও শুভমন গিল ৷ ছন্দে ব্যাট করলেন দেবদূত পাড্ডিকাল, সরফরাজ খানও ৷ সবমিলিয়ে ব্যাটারদের দাপটে চালকের আসনে ভারত ৷ দ্বিতীয়দিনের শেষে ভারতের স্কোর 8 উইকেটে 473 ৷ 255 রানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া ৷

প্রথমদিন মার্ক উডকে অনায়াসে পুল মারা দেখেই বোঝা গিয়েছিল, ফর্মে আছেন দলনেতা ৷ দ্বিতীয়দিন গিয়ার বদলে খেলে আরও ভয়ংকর মুম্বইকর ৷ অধিনায়ককে যোগ্য সঙ্গত করলেন দলের উঠতি তারকা ৷ ব্যক্তিগত 103 রানের মাথায় ফেরেন রোহিত, শুভমন ফিরলেন 110 রানে ৷ সেখান থেকে খেলাটা ধরেন দেবদূত ও সরফরাজ ৷ অভিষেক ম্যাচে নামা দেবদূতও এদিন স্বপ্রভ ৷ কেরলের ব্যাটার খেললেন 65 রানের ইনিংস ৷ সরফরাজ করলেন 56 রান ৷

রবীন্দ্র জাদেজা ফেরেন ব্যক্তিগত 15 রানে ৷ গত ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা ধ্রুব জুরেলের এদিনের অবদান 15 রান ৷ যদিও নিজের 100তম টেস্টে ব্যাট হাতে খাতাই খুলতে পারেননি রবিচন্দ্রন অশ্বিন ৷ দ্বিতীয়দিনের শেষে ক্রিজে রয়েছেন কুলদীপ যাদব (27 রান) ও জসপ্রীত বুমরা (19 রান) ৷

উল্লেখ্য, 2021 সাল থেকে ভারতের হয়ে টেস্টে ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির নিরিখে রোহিত শর্মা সবার উপরে ৷ মোট 6টি সেঞ্চুরি রয়েছে রোহিতের নামে ৷ সেখানেই দ্বিতীয়স্থানে রয়েছেন শুভমন গিল ৷ ভারতীয় ওপেনার হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির নিরিখে রোহিত কিংবদন্তি সুনীল গাভাসকরকে ছুঁয়ে ফেললেন এদিন ৷ দু’জনের ওপেন করতে নেমে ইংল্যান্ডের বিরুদ্ধে মোট চারটি সেঞ্চুরি রয়েছে ৷

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় ব্যাটার হিসেবে সর্বাধিক সেঞ্চুরির নিরিখে রাহুল দ্রাবিড়কে ছুঁয়েছেন ভারতীয় অধিনায়ক ৷ টেস্ট, ওয়ান-ডে ও টি-20 মিলিয়ে মোট 48টি সেঞ্চুরি হয়ে গেল রোহিতের ৷ রাহুল দ্রাবিড়ের সঙ্গে যৌথভাবে তিন নম্বর স্থানে রয়েছেন ৷ তার আগে বিরাট কোহলি (80) এবং সচিন তেন্ডুলকরের (100) নাম রয়েছে ভারতীয় হিসেবে ৷

আরও পড়ুন:

Last Updated :Mar 8, 2024, 5:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.