ETV Bharat / sports

ঐতিহাসিক সোনা জয় বঙ্গতনয়ার, এশিয়ান চ্যাম্পিয়নশিপে সেরার সেরা দীপা - Dipa Karmakar

author img

By PTI

Published : May 27, 2024, 1:11 PM IST

Dipa Karmakar in Asian Championship: সোনা জয় দীপা কর্মকারের ৷ প্যারিস অলিম্পিক্সের টিকিট না-পেলেও এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন বাঙাল কন্যে ৷ প্রথম ভারতীয় হিসাবে এই প্রতিযোগিতায় সোনা জিতলেন দীপা ৷

Dipa Karmakar in Asian Championship
ঐতিহাসিক সোনা জয় দীপার (ইটিভি ভারত)

তাসখন্দ, 27 মে: এভাবেও ফিরে আসা যায় ৷ প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণ যে করতে পারবেন না, তা আগেই জানা ছিল বঙ্গতনয়ার। তবু এশিয়ান চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন দীপা কর্মকার। প্রথম ভারতীয় হিসাবে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন বছর তিরিশের দীপা ৷ রবিবার দীপার ঐতিহাসিক সোনা জয়ে বিদেশের মাটিতে উড়ল ভারতের পতাকা ৷

যোগ্যতা অর্জন পর্বে 12650 স্কোর করে অষ্টমস্থানে ছিলেন। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে ফাইনাল রাউন্ডের দু'টি প্রচেষ্টায় প্রতিযোগিতার শেষদিনে দীপার গড় স্কোর ছিল 13.566। উত্তর কোরিয়ার কিম সন হায়াং এবং জো কিয়ং বায়োল যথাক্রমে 13.466 ও 12.966 স্কোর করে রৌপ্য এবং ব্রোঞ্জ পদক জেতেন। তাঁদের স্কোর দীপার থেকে বেশ খানিকটা পিছিয়ে ৷ ফাইনালে টানটান লড়াইয়ের পরে শেষ হাসি হাসেন দীপা। 2016 রিও অলিম্পিক্সে ভল্ট ফাইনালে চতুর্থ স্থান অর্জনকারী দীপা 2015-তে এই এশিয়ান চ্যাম্পিয়নশিপে একই ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিলেন ৷

আরও পড়ুন: অ্যাপারাটাস বিশ্বকাপের ফাইনালে জিমন্যাস্ট দীপা কর্মকার, ব্যর্থ প্রণতি নায়েক

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফে দীপার এদিনের কীর্তিকে 'ঐতিহাসিক' বলে জানোনো হয়েছে ৷ 2018 সালে তুরস্কের মার্সিনের এফআইজি বিশ্বকাপে ভল্টে সোনা জিতেছিলেন ত্রিপুরার কন্যে ৷ ডোপিংয়ের জন্য 21 মাস নির্বাসিত থাকতে হয়েছিল দীপাকে। তার ফলেই প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণের সম্ভাবনা কমতে শুরু করেছিল। অলরাউন্ড বিভাগের পারফরম্যান্সে দীপা অলিম্পিক্সের টিকিট অর্জনে ব্যর্থ হন। কেননা, প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জনের এই টুর্নামেন্টই ছিল শেষ সুযোগ। এপ্রিলে দোহায় এফআইজি অ্যাপারেটাস বিশ্বকাপে দীপা ভল্ট ফাইনালে চতুর্থ হন। এবার এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন বাঙালি মেয়ে ৷

আরও পড়ুন: 8 বছর পর লড়াইয়ে নেমেই জাতীয় জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে সোনা দীপার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.