ETV Bharat / sports

8 বছর পর লড়াইয়ে নেমেই জাতীয় জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে সোনা দীপার

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2024, 10:48 PM IST

Dipa Karmakar: এখনও তিনি টক্কর দিতে প্রস্তুত ৷ আট বছর পর জিমন্যাস্টিকের ময়দানে ফিরেই দীপা কর্মকারের সোনা জয় যেন সেই কথাই মনে করিয়ে দিল ৷

Etv Bharat
জাতীয় জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে সোনা দীপার

কলকাতা, 5 জানুয়ারি: এভাবেও ফিরে আসা যায় । 8 বছর পর জাতীয় জিমন্যাস্টিক্স প্রতিযোগিতায় নামতে পেরে আপ্লুত দীপা কর্মকার । রিও অলিম্পিকে চতুর্থ হওয়া দীপা ভুবনেশ্বরে জাতীয় জিমন্যাস্টের আসরে উওমেন্স অল অ্যারাউন্ড প্রতিযোগিতায় সোনা জিতেছেন । ভারতীয় খেলাধূলায় কামব্যাকের যদি একটা তালিকা করা যায় তাহলে অনেক তাবড় নাম থাকবে । এবার সেই তালিকায় কামব্যাক উওম্যান হিসেবে থাকবে দীপা কর্মকারের নাম ।

সোনা ছাড়াও আরও দুটো রূপো জিতেছেন তিনি । একটা আনইভেন বার, অন্যটা ভল্ট প্রতিযোগিতায় । মোট 49.55 পয়েন্ট অর্জন করেছেন দীপা । এই বিভাগে প্রণতি নায়েক সোনা জিতে নেন । তবে প্রণতি জাতীয় জিমন্যাস্টিক্সে ভালো পারফর্ম করেছেন । তবে বাংলার মেয়েরা এই প্রতিযোগিতায় দলগত বিভাগে তৃতীয় স্থান পেয়েছে । বাংলার মোট সংগৃহীত পয়েন্ট 166.80 । প্রথম ও দ্বিতীয় হয়েছেন যথাক্রমে রেলওয়েজ ও মহারাষ্ট্র । পুরুষ বিভাগে সেরা হয়েছে সেই রেল দল । তবে দীপার উপস্থিতি নিঃসন্দেহে এই প্রতিযোগিতার মান অনেকটা বাড়িয়ে দেয় । তাই আকর্ষণের কেন্দ্রেও ছিলেন তিনি । নিরাশ করেননি । বরং প্রত্যাবর্তনের মঞ্চকে সাজালেন সোনা জয় দিয়ে ।

2015 সালের পর তিনি কোনও জাতীয় আসরে নামলেন । স্বভাবতই উচ্ছ্বসিত দীপা । বলছেন, "আট বছর পর জাতীয় সিনিয়র প্রতিযোগিতায় যোগ দিলাম । নিজস্ব পারফরম্যান্সে আমি খুশি ।" দীপা মানেই স্বপ্নের পরিধি বেড়ে যাওয়া । ত্রিপুরার তারকা জিমন্যাস্ট এই মুহূর্তে অন্য কোনও দিকে নজর দিতে নারাজ । "আট বছর পরে নেমেছি । সাফল্য পেলাম । এখন লক্ষ্যগুলো ছোট ছোট করে সাজাতে চাই । ভারতীয় দলে খেলার স্বপ্ন সবার থাকে । প্রত্যাবর্তনের স্বপ্ন তো এই সাফল্য উসকে দেবে । তবে আবেগ নয় বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ভাবতে চাই । তাই খুশি হয়েছি অবশ্যই বলব । কিন্তু আত্মতৃপ্ত নই । খিদেটা জ্বালিয়ে রাখতে চাই," বলছিলেন অলিম্পিয়ান জিমন্যাস্ট ।

চোট এবং ডোপিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় একবছর বাইরে থাকতে হয়েছিল দীপাকে । সেই কালো দিন নিয়ে কথা বলতে চান না তিনি । জাতীয় চ্যাম্পিয়নশিপে সফল হওয়ার পরে প্যারিস অলিম্পিকে সুযোগ পাওয়ার বিষয়টি ফের সামনে আসছে । সামনে বেশ কয়েকটি চ্যাম্পিয়নশিপ রয়েছে । যেখানে পারফরম্যান্সের গ্রাফটা উপরের দিকে রাখতে পারলে প্যারিসের বিমানে ওঠা অসম্ভব নয় । প্রোদুনোভা ভল্ট আর দেন না দীপা । জাতীয় চ্যাম্পিয়নশিপে সুখহারা 720 এবং ফ্রন্ট 360 ভল্ট দিয়েছেন । নিজের পারফরম্যান্সের ধরনটা বদলেছেন । ভুবনেশ্বরে খুব কাছ থেকে দীপাকে দেখেছেন বাংলার কোচ মীনারা বেগম । তিনিও বলছেন দীপাকে নিয়ে স্বপ্ন দেখা যায় । কারণ জিমন্যাস্টদের জীবন এখন আর কুড়িতে শেষ নয় । 30 বছরেও যেভাবে ফিটনেস ধরে রেখেছে তা আশাপ্রদ । সামনে এশিয়ান গেমস, বিশ্বচ্যাম্পিয়নশিপ রয়েছে । ভালো ফল করতে পারলে জাতীয় দলের হয়ে দীপাকে নামতে দেখা যেতেই পারে ।

আরও পড়ুন:

1. অজান্তে নিষিদ্ধ পদার্থ সেবন করেছেন, নির্বাসনের কথা স্বীকার দীপার

2. জল্পনাই সত্যি হল! নিষিদ্ধ ড্রাগ নেওয়ায় 21 মাসের জন্য নির্বাসিত দীপা

3. ক্যান্সারকে হারিয়ে ক্যারম বোর্ডেই বাঁচার রসদ খুঁজছেন দীপা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.