ETV Bharat / sports

হিলিকে বাংলা শেখালেন নিগার, পরিচিত হলেন বাঙালি সংস্কৃতির সঙ্গেও - Bangladesh vs Australia T20I

Bangladesh vs Australia T20I: প্রথমবার বাংলাদেশে দ্বিপাক্ষিক কোনও সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল ৷ যে সফরের মাঝে দেখা গেল এক অভিনব দৃশ্য ৷ বাংলা ও বাঙালি সংস্কৃতি শিখলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যালিসা হিলি ৷ শেখালেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৷

Image Courtesy: BCB X (Screen Shot)
Image Courtesy: BCB X (Screen Shot)
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 31, 2024, 8:12 PM IST

কলকাতা, 31 মার্চ: যদি হঠাৎই অস্ট্রেলিয়া মহিলা দলের অধিনায়ক অ্যালিসা হিলি 'ধন্যবাদ' বলে ওঠেন, তাহলে ! অবাক হবেন না ৷ এর কৃতিত্ব অবশ্যই বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ৷ বাংলাদেশ মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলা দলের চলতি সিরিজের মাঝে এমনই দৃশ্য ফুটে উঠেছে ৷ যেখানে হিলিকে বাংলা শেখালেন নিগার ৷ এমনকী বাঙালি সংস্কৃতির সঙ্গে পরিচয় করালেন তিনি ৷ সঙ্গে উপহার হিসেবে দিলেন, লাল ঢাকাই জামদানি শাড়ি ও কাঁচের চুড়ি ৷

রবিবারৃ থেকে শুরু হয়েছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া টি-20 সিরিজ ৷ প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়া বাংলাদেশকে 7 ওভার বাকি থাকতে 10 উইকেটে হারিয়েছে ৷ 65 রানের অপরাজিত ইনিংস খেলেছেন অজি অধিনায়ক অ্যালিসা হিলি ৷ আর তার আগে বাংলাদেশ তথা বাঙালি সংস্কৃতি, পোশাক সম্পর্কে সামান্য জ্ঞানও অর্জন করেছেন অজি অধিনায়ক ৷ প্রথম টি-20 ম্যাচের একদিন আগে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দুই অধিনায়কের একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৷

যেখানে নিগার সুলতানা জ্যোতিকে দেখা গেল অ্যালিসা হিলিকে বাংলা শেখাতে ৷ তবে, অজি অধিনায়িকা বাংলার কোনও শব্দটা শিখতে চান, তা আগে জেনে নেন নিগার ৷ সেই মতে ইংরেজির 'থ্যাঙ্ক ইউ'-এর বাংলা 'ধন্যবাদ' বলা শিখলেন হিলি ৷ ভেঙে ভেঙে তা উচ্চারণও করেন তিনি ৷ তবে, এটা তো ছিল দুই উইকেট-কিপার ব্যাটার তথা অধিনায়কের বিশেষ মুহূর্তের শেষ পর্ব ৷ দু’জনের সাক্ষাৎকারের শুরুতে হিলিকে ফুচকা, ও কাচ্চি বিরিয়ানির সঙ্গে পরিচয় করান নিগার ৷ বাঙালিদের মধ্যে এর জনপ্রিয়তা কতটা, তাও বোঝালেন ৷

এর পরেই বাঙালির সেরা মিষ্টান্ন রসোগোল্লার সঙ্গে পরিচিত হলেন অ্যালিসা হিলি ৷ ডায়েট ভুল সামান্য চেখেও দেখলেন ৷ আর রসোগোল্লা মুখে দিয়েই জানালেন, জিমে গিয়ে 1 ঘণ্টা বেশি সময় কাটাবেন ৷ আর সব শেষে হিলিকে লাল ও সবুজ রয়ের কাঁচের চুড়ি এবং লাল রঙের বিখ্যাত ঢাকাই জামদানি শাড়ি উপহার দিলেন নিগার সুলতানা জ্যোতি ৷

উল্লেখ্য, সিরিজের প্রথম টি-20 ম্যাচে আগে ব্যাট করে 4 উইকেট হারিয়ে বাংলাদেশ 126 রান তোলে ৷ বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা সর্বোচ্চ 63 বলে 62 রান করেন ৷ অজি বাঁ-হাতি লেগস্পিনার সোফি মলিনেক্স 2 উইকেট নিয়েছন ৷ জবাবে মাত্র 13 ওভারে 127 রান তুলে নিয়ে 10 উইকেটে ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া ৷ হিলির 65 ছাড়া, বেথ মুনি 55 রানে অপরাজিত ছিলেন ৷

আরও পড়ুন:

  1. টি-20 বিশ্বকাপের আগে ফের পাকিস্তান দলের অধিনায়ক বাবর
  2. মিয়ামি ওপেন ডাবলস চ্যাম্পিয়ন বোপান্না-এবডেন জুটি, ফিরলেন শীর্ষ ব়্যাংকিংয়ে
  3. ময়াঙ্ক-মহসিনের দাপটে পঞ্জাব ‘বধ’ লখনউয়ের

কলকাতা, 31 মার্চ: যদি হঠাৎই অস্ট্রেলিয়া মহিলা দলের অধিনায়ক অ্যালিসা হিলি 'ধন্যবাদ' বলে ওঠেন, তাহলে ! অবাক হবেন না ৷ এর কৃতিত্ব অবশ্যই বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ৷ বাংলাদেশ মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলা দলের চলতি সিরিজের মাঝে এমনই দৃশ্য ফুটে উঠেছে ৷ যেখানে হিলিকে বাংলা শেখালেন নিগার ৷ এমনকী বাঙালি সংস্কৃতির সঙ্গে পরিচয় করালেন তিনি ৷ সঙ্গে উপহার হিসেবে দিলেন, লাল ঢাকাই জামদানি শাড়ি ও কাঁচের চুড়ি ৷

রবিবারৃ থেকে শুরু হয়েছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া টি-20 সিরিজ ৷ প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়া বাংলাদেশকে 7 ওভার বাকি থাকতে 10 উইকেটে হারিয়েছে ৷ 65 রানের অপরাজিত ইনিংস খেলেছেন অজি অধিনায়ক অ্যালিসা হিলি ৷ আর তার আগে বাংলাদেশ তথা বাঙালি সংস্কৃতি, পোশাক সম্পর্কে সামান্য জ্ঞানও অর্জন করেছেন অজি অধিনায়ক ৷ প্রথম টি-20 ম্যাচের একদিন আগে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দুই অধিনায়কের একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৷

যেখানে নিগার সুলতানা জ্যোতিকে দেখা গেল অ্যালিসা হিলিকে বাংলা শেখাতে ৷ তবে, অজি অধিনায়িকা বাংলার কোনও শব্দটা শিখতে চান, তা আগে জেনে নেন নিগার ৷ সেই মতে ইংরেজির 'থ্যাঙ্ক ইউ'-এর বাংলা 'ধন্যবাদ' বলা শিখলেন হিলি ৷ ভেঙে ভেঙে তা উচ্চারণও করেন তিনি ৷ তবে, এটা তো ছিল দুই উইকেট-কিপার ব্যাটার তথা অধিনায়কের বিশেষ মুহূর্তের শেষ পর্ব ৷ দু’জনের সাক্ষাৎকারের শুরুতে হিলিকে ফুচকা, ও কাচ্চি বিরিয়ানির সঙ্গে পরিচয় করান নিগার ৷ বাঙালিদের মধ্যে এর জনপ্রিয়তা কতটা, তাও বোঝালেন ৷

এর পরেই বাঙালির সেরা মিষ্টান্ন রসোগোল্লার সঙ্গে পরিচিত হলেন অ্যালিসা হিলি ৷ ডায়েট ভুল সামান্য চেখেও দেখলেন ৷ আর রসোগোল্লা মুখে দিয়েই জানালেন, জিমে গিয়ে 1 ঘণ্টা বেশি সময় কাটাবেন ৷ আর সব শেষে হিলিকে লাল ও সবুজ রয়ের কাঁচের চুড়ি এবং লাল রঙের বিখ্যাত ঢাকাই জামদানি শাড়ি উপহার দিলেন নিগার সুলতানা জ্যোতি ৷

উল্লেখ্য, সিরিজের প্রথম টি-20 ম্যাচে আগে ব্যাট করে 4 উইকেট হারিয়ে বাংলাদেশ 126 রান তোলে ৷ বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা সর্বোচ্চ 63 বলে 62 রান করেন ৷ অজি বাঁ-হাতি লেগস্পিনার সোফি মলিনেক্স 2 উইকেট নিয়েছন ৷ জবাবে মাত্র 13 ওভারে 127 রান তুলে নিয়ে 10 উইকেটে ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া ৷ হিলির 65 ছাড়া, বেথ মুনি 55 রানে অপরাজিত ছিলেন ৷

আরও পড়ুন:

  1. টি-20 বিশ্বকাপের আগে ফের পাকিস্তান দলের অধিনায়ক বাবর
  2. মিয়ামি ওপেন ডাবলস চ্যাম্পিয়ন বোপান্না-এবডেন জুটি, ফিরলেন শীর্ষ ব়্যাংকিংয়ে
  3. ময়াঙ্ক-মহসিনের দাপটে পঞ্জাব ‘বধ’ লখনউয়ের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.