ETV Bharat / sports

টি-20 বিশ্বকাপের আগে ফের পাকিস্তান দলের অধিনায়ক বাবর - T20 World Cup 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 31, 2024, 2:16 PM IST

ETV BHARAT
ETV BHARAT

T20 World Cup 2024: গতবছর ক্রিকেট বিশ্বকাপে হতশ্রী পারফর্ম্যান্সের পর অধিনায়কের চাকরি গেছিল বাবর আজমের ৷ কিন্তু, চারমাসের মধ্যে ফের হারানো দায়িত্ব ফিরে পেলেন বাবর ৷ টি-20 বিশ্বকাপের আগে তাঁকে ফের পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্বে ফেরানো হল ৷

লাহোর, 31 মার্চ: ফের পাকিস্তানের অধিনায়ক করা হল বাবর আজমকে ৷ তবে, কেবলমাত্র সাদা-বলের ক্রিকেটে অধিনায়কত্বে ফেরানো হয়েছে তাঁকে ৷ তাও আবার টি-20 বিশ্বকাপ শুরুর দু’মাস আগে ৷ রবিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এনিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করা হয় ৷ সেখানে পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে বাবর আজমের একটি ভিডিয়ো পোস্ট করে বলা হয়, পাকিস্তানের ওয়ান-ডে ও টি-20 দলের অধিনায়ক করা হয়েছে বাবরকে ৷

আগামী জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে টি-20 বিশ্বকাপের আয়োজন হতে চলেছে ৷ তার ঠিক দু’মাস আগে বাবরকে ফের পাকিস্তান দলের সীমিত ওভারের অধিনায়ক হিসেবে ফেরাল পিসিবি ৷ উল্লেখ্য, এই বাবরকেই গতবছর আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সময় ব্যক্তিগত ও দলের খারাপ পারফর্ম্যান্সের কারণে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ৷ সেই সময় পিসিবির প্রধান ছিলেন জাকা আশরাফ ৷ তিনি নিজে বাবরকে পাকিস্তানের সাদা-বলের ক্রিকেটের অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিতে বলেছিলেন ৷

তবে, সেই সময় বাবরের টেস্ট অধিনায়কত্ব কেড়ে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ কিন্তু, এবছরের শুরুতে অস্ট্রেলিয়া সফরে সেই টেস্ট অধিনায়কত্ব হারান বাবর ৷ অস্ট্রেলিয়া সিরিজে শান মাসুদকে অধিনায়ক করে পাঠায় পিসিবি’র নির্বাচক কমিটি ৷ পিসিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, "পিসিবি নির্বাচন কমিটির সর্বসম্মত সুপারিশ অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি বাবর আজমকে সাদা-বলের (ওয়ান-ডে ও টি-20) ক্রিকেটে অধিনায়ক নিযুক্ত করলেন ৷"

উল্লেখ্য, বাবরকে ফের অধিনায়ক হিসেবে ফেরানোর পিছনে অবশ্যই পরবর্তী সময়ে পাকিস্তান ক্রিকেট দলের হতশ্রী পারফর্ম্যান্স দায়ী বলে মনে করা হচ্ছে ৷ গত জানুয়ারি মাসে শাহিন-শাহ আফ্রিদির নেতৃত্বে নিউজিল্যান্ডে পাঁচ ম্যাচের টি-20 সিরিজ 4-1 ফলাফলে হেরে আসে পাকিস্তান ৷ যার পরেই বাবরকে অধিনায়ক হিসেবে ফেরানোর দাবি উঠতে শুরু করেছিল পাক ক্রিকেটমহলে ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও একের পর এক ব্যর্থতা পিসিবি-কে বাধ্য করল ফের বাবরের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দিতে ৷ উল্লেখ্য, টেস্ট দলের অধিনায়কত্ব এখনও শান মাসুদের অধীনেই রয়েছে ৷

আরও পড়ুন:

  1. মিয়ামি ওপেন ডাবলস চ্যাম্পিয়ন বোপান্না-এবডেন জুটি, ফিরলেন শীর্ষ ব়্যাংকিংয়ে
  2. ময়াঙ্ক-মহসিনের দাপটে পঞ্জাব ‘বধ’ লখনউয়ের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.