ETV Bharat / sports

রোজারিওতে ফিরলেই জীবন বিপন্ন, খুনের হুমকি পেলেন মেসির বিশ্বকাপজয়ী সতীর্থ - Di Maria Receives Death Threat

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 26, 2024, 4:27 PM IST

Death Threat to Angel Di Maria's Family: আর্জেন্তিনায় নিজের শহরে খেলার জন্য ফিরলে প্রাণ খোয়াতে হবে অ্যাঞ্জেল দি মারিয়াকে ! এমনই হুমকি দেওয়া হয়েছে বিশ্বকাপজয়ী আর্জেন্তাইন মিডফিল্ডারকে ৷ তবে, শুধু তাঁকে নয় ৷ দি মারিয়ার পরিবারকেও শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে ৷

Image Courtesy: ANGEL DI MARIA X
Image Courtesy: ANGEL DI MARIA X

বুয়েনস আইরিস, 26 মার্চ: নিজের শহরের ক্লাব আর্জেন্তিনার 'রোজারিও সেন্ট্রালে' খেলতে পারেন অ্যাঞ্জেল দি মারিয়া ৷ আর তারপরেই পরিবার-সহ খুনের হুমকি পেলেন আর্জেন্তিনার অ্যাটাকিং মিডফিল্ডার ৷ জানা গিয়েছে, রোজারিও সিটির ফুনেস হিলস মিরাফ্লোরস কনডোমিনিয়াম, যেখানে দি মারিয়ার থাকেন, সেই বাড়িতে সম্প্রতি একটি পার্সেল আসে ৷ সেই পার্সেলে বর্তমান বেনফিকা ফুটবলার এবং তাঁর পরিবারকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷

দি মারিয়াকে সেই হুমকিতে বলা হয়েছে, তিনি তাঁর ছোটবেলার ক্লাব 'রোজারিও সেন্ট্রালে' খেলতে এলে প্রাণ হারাবেন ৷ সঙ্গে তাঁর স্ত্রী এবং সন্তানদেরও হত্যার হুমকি দেওয়া হয়েছে ৷ উল্লেখ্য, 36 বছরের দি মারিয়া বর্তমানে পর্তুগালের বেনফিকায় খেলেন ৷ তিনি খুব সম্ভবত বেনফিকা ছেড়ে নিজের ছোটবেলার ক্লাবে ফিরতে পারেন ৷ এই মুহূর্তে আর্জেন্তাইন ফুটবলার জাতীয় দলের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে সফর করছেন ৷ সেখানে আর্জেন্তিনার হয়ে দু’টি ফ্রেন্ডলি ম্যাচ খেলবেন তিনি ৷

স্থানীয় প্রশাসনের নিরাপত্তাবাহিনীর সদস্য এস্তেবান সান্তান্তিনোর আর্জেন্তিনার সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার তুলে ধরে সংবাদসংস্থা অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, "এই ধরনের হত্যার হুমকি, সামাজিকভাবে উত্তেজনা তৈরি করে ৷ আর হুমকিদাতাদের সেটাই আসল উদ্দেশ্য ৷ যেখানে তারা একজন জনপ্রিয় ব্যক্তিকে টার্গেট করে, সমাজের বাকি মানুষের মধ্যে ভীতির সঞ্চার করে ৷"

উল্লেখ্য, রোজারিও শহর মাদক কারবারিদের বাড়বাড়ন্তের জন্য 'কুখ্যাত' ৷ এই অঞ্চলটিতে মাদক কারবারি দলগুলিক মধ্যে প্রায়ই সংঘর্ষ লেগেই থাকে ৷ এই শহরের প্রতি 1 লক্ষ মানুষের মধ্যে কমপক্ষে 22 জন মাদকপাচার ও কারবারের সঙ্গে জড়িত ৷ যেখানে আর্জেন্তিনার বাকি শহরগুলিতে গড় মাদক কারবারিদের হার মাত্র 4.2 শতাংশ ৷ তার নিরিখে রোজারিও মাদক কারবারিদের চারণভূমি বলা যেতে পারে ৷ তবে, রোজারিও শহর থেকেই উঠে এসেছেন আর্জেন্তিনার মহাতারকা লিওনেল মেসি ৷ তাঁর এক আত্মীয়ের মালিকানাধীন সুপার মার্কেটে একবছর আগে আঁততায়ীরা গুলি চালিয়েছিল ৷ সেই সঙ্গে একটি বার্তা মেসির জন্য ছেড়ে গিয়েছিল ৷ সেখানে বলা হয়েছিল, "মেসি তোমার জন্য আমরা অপেক্ষা করে আছি ৷" যা সরাসরি হুমকি ছিল বলে জানিয়েছিল রোজারিও পুলিশ ৷

আরও পড়ুন:

  1. আইপিএলের ধাক্কায় পিছু হটল আইএসএল, বদলাল মোহনবাগান ম্যাচের সূচি
  2. বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া প্রসঙ্গে সমালোচকদের বার্তা বিরাটের
  3. হ্যামস্ট্রিং চোট, মার্কিন মুলুকে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে নেই মেসি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.