ETV Bharat / sports

প্রথম শ্রেণির ক্রিকেটে 5 হাজার রান, অনুস্টুপের ইনিংসে সুবিধাজনক জায়গায় বাংলা

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2024, 1:02 AM IST

Etv Bharat
Etv Bharat

Bengal vs Chhattisgarh in Ranji Trophy: প্রথম দুই ম্যাচে অনেক পয়েন্ট হাতছাড়া হয়েছে বাংলা দলের ৷ তাই ঘরের মাঠে রঞ্জি ট্রফির তৃতীয় ম্যাচে পুরো পয়েন্ট নেওয়া লক্ষ্য তাদের ৷ যে লক্ষ্যে প্রথমদিনের শেষ কিছুটা হলেও এগিয়ে বাংলা ৷ যে লড়াইয়ে ফের একবার ত্রাতা হয়ে উঠলেন অনুস্টুপ মজমুদার ৷

কলকাতা, 20 জানুয়ারি: নির্ভরতার আরেক নাম অনুস্টুপ মজুমদার ৷ যে কোনও পরিস্থিতিতে বাংলা দলের প্রয়োজনে অনুস্টুপের ব্যাট চওড়া হয়ে ওঠে ৷ শুক্রবার ইডেনে ছত্তিশগড়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে প্রথমদিন বাংলার ব্যাটিংকে ভদ্রস্থ দেখাচ্ছে তাঁর 55 রানের অপরাজিত ইনিংসের দৌলতে ৷ সেই সঙ্গে এ দিন প্রথম শ্রেণির ক্রিকেটে 5 হাজার রান করলেন তিনি ৷

কম আলোর কারণে বাংলা বনাম ছত্তিশগড়ের মধ্যে রঞ্জি ট্রফির প্রথম দিনের খেলা এক ঘণ্টা আগে বন্ধ হয়ে যায় ৷ প্রথমে ব্যাট করতে নেমে বাংলা 4 উইকেটে 206 রান তুলেছে ৷ অনুস্টুপের সঙ্গে অভিষেক পোড়েল 47 রানে অপরাজিত আছেন ৷ কুয়াশাচ্ছন্ন সকাল, হাওয়া বইছে এই পরিস্থিতিতে টস জিতে ছত্তিশগড় বাংলা দলকে আগে ব্যাটিং করতে পাঠায় ৷ সবুজ উইকেট হলেও, ইডেনের বাইশগজ পেসার ফ্রেন্ডলি ছিল না ৷ সকালের আর্দ্রতা কাটতেই ব্যাটিং সহজ হয়ে যায় এই পিচে ৷ কয়েকটি বল আচমকা লাফিয়েছে ৷ তবে, তা চিন্তা কারণ হয়ে ওঠেনি ৷

অধিনায়ক মনোজ তিওয়ারি দলের নতুন ওপেনিং জুটির প্রশংসা করেছিলেন ৷ তবে, দুই তরুণ ওপেনারের ব্যাটে ইনিংস শুরুর সমস্যা দূর হয়নি ৷ দলের 20 রানের মাথায় আউট হন সৌরভ পাল ৷ প্রথম আট ওভার নতুন বল সামলে উইকেট দিলেন অফস্পিনার জিভেশ বুট্টেকে ৷ শ্রেয়াংশ আউট হন ব্যক্তিগত 22 রানে ৷ তিন নম্বরে নেমে সুদীপ ঘরামি এক রানের জন্য নিজের হাফ সেঞ্চুরি হাতছাড়া করেন ৷ সৌরভ মজুমদারের বলে আউট হওয়ার আগে 81 বলে আটটি বাউন্ডারি মেরে 49 রান করেন তিনি ৷

অধিনায়ক মনোজ তিওয়ারি নতুন স্ট্যান্সে পুরনো ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করছেন ৷ ছত্তিশগড়ের পেসারদের বিরুদ্ধে স্বস্তিতে ছিলেন না তিনি ৷ 51 বলে মাত্র 19 রান করে আউট হন মনোজ ৷ প্রথম শ্রেণির ক্রিকেটে 10 হাজার রান করার খুব কাছে তিনি ৷ তবে, সতীর্থ ব্যাটারদের ব্যর্থতার মধ্যেও লক্ষ্যে অবিচল ছিলেন অনুস্টুপ মজুমদার ৷ প্রথম শ্রেণির ক্রিকেটে 5 হাজার রান করলেন তিনি ৷ দিনের শেষে 55 রানে অপরাজিত রয়েছেন ৷ পিচের চরিত্র বুঝে, 94 বল সামলে 8টি বাউন্ডারিতে নিজের ইনিংস সাজিয়েছেন ৷ দ্বিতীয় দিনে অনুস্টুপের থেকে বড় ইনিংস আশা করছে বাংলার ড্রেসিংরুম ৷

উইকেটের অপরপ্রান্তে অভিষেক পোড়েল 75 বলে 47 রানে খেলছেন ৷ যদিও, একটি জীবনদান পেয়েছেন তিনি ৷ দ্রুত রান তোলার চেষ্টায় ক্যাচ দিয়েছিলেন ৷ তবে, সেই সুযোগ হাতছাড়া করে ছত্তিশগড় ৷ বাংলার কোচ লক্ষীরতন শুক্লা দলের উইকেটরক্ষক ব্যাটারের এই ধৈর্য্যের অভাবের সমালোচনা করেছেন ৷ প্রথমদিনের খেলা শেষে অভিষেকের সঙ্গে কথা বলতেও দেখা যায় তাঁকে ৷

অন্যদিকে, শনিবার বাংলা দলের জার্সিতে অভিষেক হল শুভম চট্টোপাধ্যায়ের ৷ বাদ পড়লেন প্রদীপ্ত প্রামাণিক ৷ দ্বিতীয় দিনে দ্রুত চারশো রান পার করার লক্ষ্য রয়েছে বাংলা দলের ৷ অনুস্টুপ এবং অভিষেক পিচে রয়েছেন ৷ দু’জনের ব্যাটে স্কোরবোর্ড সচল থাকলে সমস্যা হওয়ার কথা নয় ৷ নকআউটে যেতে এই ম্যাচের পুরো পয়েন্ট জরুরি বাংলার ৷ তবে, আজ অন্তত আরও পঞ্চাশ রান হলে ভালো হত বলে মত ম্যানেজমেন্টের ৷ তবে, বাংলা দল অবশ্য এ নিয়ে হা হুতাশ করার চেয়ে সামনে তাকাতে চাইছে ৷ এখন লক্ষ্য ছত্তিশগড়ের বিরুদ্ধে বড় রান তুলে চাপ তৈরি করা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.