ETV Bharat / politics

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের সঠিক তদন্ত চায় বামেরা - Left Front

author img

By ETV Bharat Bangla Team

Published : May 4, 2024, 1:49 PM IST

Updated : May 4, 2024, 4:21 PM IST

Left Front: রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ৷ সেই নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস ৷ কিন্তু এই নিয়ে এখনও পর্যন্ত ‘সাবধানী’ বামেরা ৷ এর কারণ কী ?

Left Front
বামফ্রন্ট (নিজস্ব চিত্র)

কলকাতা, 4 মে: রাজ্যের সাংবিধানিক প্রধান তথা রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে তৃণমূল কংগ্রেস রাজ্যপালের বিরুদ্ধে তেড়েফুঁড়ে নেমেছে ৷ কিন্তু যারা সব সময় নারী নির্যাতন নিয়ে সরব হয়, সেই বামেরাই এই নিয়ে এখনও কোনও মন্তব্য় করেনি ৷ এই ঘটনা নিয়ে কার্যত সেই সাবধানী প্রতিক্রিয়ায় শোনা গিয়েছে রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর গলায় । তিনি এই বিষয়ে বলেন, "রাজ্যপালের ঘটনা দুর্ভাগ্যজনক । সবটা না জেনে এখনই কোনও মন্তব্য করব না ।"

কেন এই সাবধানী অবস্থান, সেই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে৷ এই প্রশ্নের জবাব অবশ্য মিলেছে সিপিএম তথা বামেদের একাধিক নেতার বক্তব্যে, সিপিএম মহিলা সংগঠনের নেত্রী তথা রাজ্য কমিটির সদস্য কনিনীকা ঘোষ বোস বলেন, "এই ধরনের অভিযোগের দ্রুত তদন্ত হওয়া উচিত । আইন পদ-ব্যক্তির জন্য আলাদা আলাদা নয় । সকলের জন্য সমান । ফলে, পদ্ধতি মেনে আইন অনুযায়ী পদক্ষেপ করা হোক ।"

সিপিএমের এক কেন্দ্রীয় কমিটির নেতা বলেন, "বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়-সহ এর আগেও এমন বহু পদস্থ ব্যক্তিকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে । পরে দেখা গিয়েছে সর্বৈব মিথ্যা । ফলে, আগাম কিছু আলটপকা মন্তব্য না করাই ভালো । ঘটনার তদন্ত হওয়া উচিত ।"

ফলে বোঝাই যাচ্ছে যে সিপিএম আগে বুঝে নিতে চাইছে এই অভিযোগের সারবত্তা কতটা ৷ সারবত্তা থাকলে এই নিয়ে অবশ্যই সরব হবে বামেরা ৷ কিন্তু তার আগে সরব হলে লাভ হতে পারে তৃণমূলের, এমনটাই তাদের মত ৷ কারণ, নির্যাতিতার অভিযোগ প্রকাশ্যে আসার আধঘণ্টার মধ্যে তৃণমূলের সাংসদ থেকে রাজ্যের মন্ত্রীরা টুইট করেন, সাংবাদিক বৈঠক ডেকে সরব হন । পালটা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর রাজভবনে প্রবেশের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছেন রাজ্যপাল । এই নিয়ে তিনি মানহানির মামলার হুঁশিয়ারিও দিয়েছেন ।

এক সিপিএম নেতা বলেন, "বিষয়টা অত্যন্ত জটিল । প্রথম এই ধরনের অভিযোগ এড়িয়ে যাওয়া যায় না । কিন্তু শাসক দল তৃণমূলের ভূমিকা নিয়েও প্রশ্ন থাকছে । ফলে, ঘটনা এড়িয়ে গেলে রাজ্যপালের পক্ষ নেওয়া । অন্যদিকে, এই অভিযোগ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে তৃণমূলের পক্ষ নেওয়া হবে । ফলে, সাবধানী প্রতিক্রিয়া দেওয়া ছাড়া উপায় নেই ।’’

সেই কারণেই সিপিএমের মুখপত্রতেও প্রথম পাতায় এই খবর জায়গা পায়নি । 3 তারিখের দৈনিকে সাতের পাতার শেষ কোনায় এই অভিযোগের বিষয়ে খবর প্রকাশ করেছে । যে খবরে এমন অভিযোগের বিষয়ে কোনও বাম নেতার প্রতিক্রিয়া নেই ।

আরও পড়ুন:

  1. রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ! 'সত্যের জয় হবেই', দাবি আনন্দ বোসের
  2. রাজভবনে চন্দ্রিমা ভট্টাচার্যর প্রবেশ নিষিদ্ধ করলেন রাজ্যপাল, মানহানির মামলার হুঁশিয়ারিও
  3. 'আরও বড় চক্রান্ত হচ্ছে, এই লড়াই লড়ব', অডিয়ো ক্লিপ প্রকাশ করে কলকাতা ছাড়লেন রাজ্যপাল
Last Updated : May 4, 2024, 4:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.