ETV Bharat / politics

'মনখারাপে' জোড়াফুলের ছোঁয়া ; বরানগরে সায়ন্তিকা, ভগবানগোলায় রেয়াত হোসেন - Assembly Bye Election

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 29, 2024, 6:40 PM IST

Updated : Mar 29, 2024, 8:07 PM IST

Etv Bharat
Etv Bharat

WB Assembly Bye Election: বরানগর ও ভগবানগোলা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল ৷ বরানগরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ভগবানগোলায় রেয়াত হোসেন সরকার ৷ প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর ইটিভি ভারতকে কী বললেন সায়ন্তিকা ?

ফোনে সায়ন্তিকার প্রতিক্রিয়া

কলকাতা, 29 মার্চ: দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল ৷ বরানগর কেন্দ্রে প্রার্থী হলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলা থেকে লড়বেন রেয়াত হোসেন সরকার ৷

বরানগরে তাপস রায়ের ছেড়ে যাওয়া আসনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকাকে । অন্যদিকে, ভগবানগোলায় প্রয়াত আইনজীবী তথা বিধায়ক ইদ্রিশ আলির আসনে তৃণমূলের হয়ে লড়বেন রেয়াত হোসেন সরকার ।

লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে অভিমান হয়েছিল সায়ন্তিকার ৷ সেই অভিমান দূর করতেই তাঁকে বরানগর উপনির্বাচনে প্রার্থী করা হল বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বলে সেই সময় একটি চিঠিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ৷ যদিও সেসব চিঠি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন সায়ন্তিকা ৷

এই বিষয়ে প্রতিক্রিয়া নেওয়ার জন্য ফোন করা হলে সায়ন্তিকা ইটিভি ভারতকে বলেন, "ভীষণ খুশি আমি ৷ খুব প্রেস্টিজিয়াস সিট এটা ৷ বড় দায়িত্ব ৷ দলের কাছে কৃতজ্ঞ আমার উপরে ভরসা রাখার জন্য ৷ নিজের ভরসাও ফেরত পেলাম ৷ মনখারাপ তো ছিলই , একটা মোটিভেশন পেয়ে গেলাম ৷ দিদিমণি ও অভিষেককে অনেক ধন্যবাদ ৷ আমি জিতছি ৷ তৃণমূল কংগ্রেসের প্রার্থীই জিতবে এখান থেকে ৷ সুন্দর প্রতিযোগিতা হোক ৷ সুস্থ লড়াই হোক ৷ শিখব সকলের থেকে ৷"

এদিকে লোকসভা নির্বাচনের আগে নাটকীয়ভাবে তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন বরানগরের বিধায়ক তাপস রায় । তা নিয়েও কম জল ঘোলা হয়নি । এই মুহূর্তে তাপস রায় উত্তর কলকাতায় বিজেপির প্রার্থী । তার বদলে উপনির্বাচনে বরানগরে বিজেপি প্রার্থী করেছে সজল ঘোষকে । এবার সেই সজলের বিরুদ্ধেই তৃণমূল কংগ্রেস প্রার্থী করল টালিগঞ্জের অভিনেত্রী সায়ন্তিকাকে । তবে উপনির্বাচনে তাকে প্রার্থী করার পিছনে তৃণমূলের একাংশের বক্তব্য 2021 সালে বিধানসভায় হেরে যাওয়ার পর তিনি রাজনৈতিকভাবে যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করেছিলেন । মূলত দল সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে । এই অবস্থায় দেখার শেষ পর্যন্ত দলের আস্থা সঠিক প্রমাণ করে তিনি সজল ঘোষের বিরুদ্ধে জয়যুক্ত হতে পারেন কি না ।

অন্যদিকে, ইদ্রিশ আলির প্রয়াণে সেখানে ফাঁকা হওয়া আসনটিতে স্থানীয় ও জনপ্রিয় মুখ রেয়াত হোসেন সরকারকে প্রার্থী করেছে তৃণমূল । এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন ভাস্কর সরকার ৷

আরও পড়ুন :

  1. 'টিকিট ফ্যাক্টর নয়, দল হারলে সেটা আমারও হার'; দলবদলের জল্পনা উড়িয়ে জানালেন সায়ন্তিকা
  2. বরানগরে অভিমানী সায়ন্তিকা ও ভগবানগোলায় রাজীব হোসেনই কি তৃণমূলের প্রার্থী !
  3. তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা সায়ন্তিকার, টিকিট না-পেয়েই সিদ্ধান্ত নায়িকার?
Last Updated :Mar 29, 2024, 8:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.