ETV Bharat / politics

বিজেপির জাতীয় অধিবেশনে নিশানায় সন্দেশখালি, শিবু হাজরার গ্রেফতারিকে 'আইওয়াশ' বলছেন সুকান্ত

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2024, 12:35 PM IST

Updated : Feb 18, 2024, 2:04 PM IST

Sukanta Majumdar on Sandeshkhali: বিজেপির জাতীয় অধিবেশনে সন্দেশখালি নিয়ে সুর চড়াল বিজেপি ৷ আর সুকান্ত মজুমদার বলেছেন, গণধর্ষণের মামলা দায়ের করে শিবু হাজরার গ্রেফতারি শাসকদলের আইওয়াশ ছাড়া আর কিছুই নয় ৷

ETV BHARAT
ETV BHARAT

কলকাতা, 18 ফেব্রুয়ারি: সন্দেশখালি নিয়ে এ বার দিল্লিতে সুর চড়াল বিজেপি ৷ ভারত মণ্ডপমে দলের জাতীয় অধিবেশনে সন্দেশখালির ঘটনাকে লজ্জাজনক বলে আখ্যা দিয়ে তুলোধোনা করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে ৷ সেই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, এটা লজ্জারই বিষয় ৷ শুধু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরই লজ্জা লাগে না ৷ শিবু হাজরার গ্রেফতারি প্রসঙ্গে সুকান্তর দাবি, মুখরক্ষা করতে আইওয়াশ করার জন্যই এই পদক্ষেপ ৷

শনিবার বিজেপির জাতীয় সম্মেলনের প্রথম দিনে রাজনাথ সিং সন্দেশখালির প্রসঙ্গ তুলে বলেন, "তীব্রতম ভাষায় এই ঘটনার নিন্দা করা উচিত ৷" এ প্রসঙ্গে রবিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি একহাত নেন রাজ্যের শাসকদলকে ৷

তিনি বলেন, "শুধু আমরা একে লজ্জাজনক বলছি, এমন তো নয় ৷ আজ মায়াবতীজি, যিনি অন্যতম বিরোধী নেত্রী, তিনি পর্যন্ত সোশাল মিডিয়ায় লিখতে বাধ্য হয়েছেন যে, এই ঘটনা লজ্জাজনক ৷ কার লজ্জা লাগবে না ! একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছাড়া ৷ সবার লজ্জা লাগে ৷ নির্লজ্জ, বেহায়া, দু-কান কাটা যাঁরা, তাঁদের লজ্জা লাগবে না ৷"

সন্দেশখালির জবরদখল করা জমি ফেরত প্রসঙ্গে সুকান্ত বলেছেন, "জমি তো ফেরত দিতেই হবে ৷ কিন্তু এত বছর ধরে যে জমি দখল করে রাখল, তার ক্ষতিপূরণটা কে দেবে ? জমিগুলিতে ধান চাষের পরিবর্তে মাছের ভেড়ি হল, এখান থেকে পয়সা কামাল শিবু হাজরা আর শেখ শাহজাহান, সবচেয়ে বড় কথা শিবু হাজরা গ্রেফতার হয়েছেন, উত্তম সর্দার গ্রেফতার হয়েছেন ৷ শেখ শাহজাহান গ্রেফতার হচ্ছেন না কেন ? মহিলাদের অধিকাংশ অভিযোগ তো শেখ শাহজাহানের বিরুদ্ধে ৷"

অভিযুক্ত শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু হওয়াকে আইওয়াশ বলে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, "এতদিন বারবার আমরা অভিযোগ করে এসেছি ৷ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র থেকে শুরু করে সবাই, কয়েক ঘণ্টা আগে পর্যন্ত, ডিজির সাংবাদিক সম্মেলন করার আগে পর্যন্ত, তাঁরা বলছিল কতগুলো মিথ্যে কথা ৷ ওরা বলছিল, বানিয়ে বলা হচ্ছে, কোনও এর যৌক্তিকতা নেই ৷ পার্টিতে কোনও এর অস্তিত্ব নেই ৷ এখন আবার তাঁকেই গণধর্ষণের মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে ৷ এটা মেক-আপ করার চেষ্টা করা হচ্ছে তা বোঝাই যাচ্ছে ৷ ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে ৷ মানুষের যে ক্ষোভ, বিরোধী দল হিসেবে বিজেপি যে আন্দোলন করেছে, তাকে ম্যানেজ করার জন্য, মুখরক্ষা করার জন্য এখন এ সব করা হচ্ছে ৷"

আরও পড়ুন:

  1. দু’দিনের রাষ্ট্রীয় অধিবেশনে কী বার্তা দেবেন মোদি-শাহ-নাড্ডা, জানতে দিল্লি যাচ্ছে বিজেপির বঙ্গ ব্রিগেড
  2. রাজ্যসভায় বিজেপির নতুন মুখ অশোক চৌহান, গুজরাত থেকে সাংসদ হচ্ছেন জেপি নাড্ডা
  3. বিরোধীরা গেরুয়া রংকে ভয় পাচ্ছে, পুরুলিয়ায় সাধুদের হেনস্তা নিয়ে সরব নাড্ডা
Last Updated :Feb 18, 2024, 2:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.