ETV Bharat / politics

দু’দিনের রাষ্ট্রীয় অধিবেশনে কী বার্তা দেবেন মোদি-শাহ-নাড্ডা, জানতে দিল্লি যাচ্ছে বিজেপির বঙ্গ ব্রিগেড

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 7:23 PM IST

BJP National Meeting: রাষ্ট্রীয় অধিবেশনের ডাক দিয়েছে বিজেপি ৷ আগামী 17-18 ফেব্রুয়ারি নয়াদিল্লিতে ওই অধিবেশন হবে ৷ উপস্থিত থাকবেন দেশের সবস্তরের বিজেপি নেতা ও জন প্রতিনিধিরা ৷ বঙ্গ বিজেপিও তাতে স্বাভাবিকভাবে সামিল হবে ৷ সেখানে কী বার্তা দেন শীর্ষ নেতারা, তা জানার অপেক্ষায় বাংলার গেরুয়া শিবির ৷

BJP
BJP

কলকাতা, 7 ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনে এবার বিজেপি 370 এর বেশি আসনে জিতবে বলে ঘোষণা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই লক্ষ্যমাত্রার প্রায় 10 শতাংশ আসন পশ্চিমবঙ্গ থেকে জেতার ডাক অনেক আগেই দিয়ে গিয়েছেন অমিত শাহ ৷ ভোট যখন দোরগোড়ায়, তখন বিজেপির কেন্দ্রীয় থিঙ্কট্যাংক এই নিয়ে কী ভাবছে, তার আভাস খুব শিগগিরই বঙ্গ বিজেপির নেতারা পেতে চলেছেন ৷

আগামী 17 ও 18 ফেব্রুয়ারি নয়াদিল্লির ভারত মণ্ডপমে বসছে বিজেপির রাষ্ট্রীয় অধিবেশন ৷ সেখানে সারা ভারতকে থেকে বিজেপির সর্বস্তরের পদাধিকারীদের উপস্থিত থাকতে বলা হয়েছে ৷ এছাড়া বিজেপির বিধায়ক, সাংসদরাও উপস্থিত থাকবেন সেখানে৷ অন্যান্য জন প্রতিনিধি ও বিভিন্ন মোর্চার পদাধিকারীও সেখানে থাকবেন ৷

ফলে বঙ্গ বিজেপির একাধিক হেভিওয়েট নেতার সেখানে উপস্থিত থাকার বিষয়টি প্রায় চূড়ান্ত ৷ বিজেপি সূত্রে খবর, দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন । এছাড়াও উপস্থিত থাকতে পারেন ভারতী ঘোষ, স্বপন দাশগুপ্ত, রূপা গঙ্গোপাধ্যায়, শমীক ভট্টাচার্যও । আরও অনেকেও থাকতে পারেন ৷ মিডিয়া সেলের মুখপাত্র তুষারকান্তি ঘোষকেও উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে । বৈঠকে যোগ দেবেন রাজ্যের মোর্চার সভাপতি ও সাধারণ সম্পাদকরাও ।

সূত্রের খবর, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার ভাষণ দিয়ে এই অধিবেশন শুরু হবে ৷ তাছাড়া অমিত শাহ-সহ একাধিক হেভিওয়েট নেতা বার্তা দেবেন দলের নেতাদের ৷ শেষদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও থাকতে পারেন ৷ সামগ্রিকভাবে লোকসভা ভোটের আগে প্রচারের রণকৌশলের পাঠ পড়ানো হবে নেতাদের ৷ সেখানে বাংলা যে আলাদা গুরুত্ব পাবে, সেটাই বলাই বাহুল্য ৷

কারণ, এবার বাংলা থেকে আসন জয়ের সংখ্যা বৃদ্ধিতে বাড়তি জোর দিচ্ছে বিজেপি ৷ গত কয়েকমাসে একাধিকবার অমিত শাহ এসেছেন ৷ গত ডিসেম্বরে তো জেপি নাড্ডাকে সঙ্গে করে নিয়ে আসেন অমিত শাহ ৷ তার পর জানুয়ারির শেষেও তাঁর বঙ্গ সফরে আসার কথা ছিল ৷ কোনও কারণবশত শেষ মুহূর্তে তা বাতিল হয় ৷

ফলে ওই অধিবেশনে বাংলা নিয়ে কী বার্তা দেন ? কিভাবে বাংলায় 35 এর বেশি আসন জয়ের রূপরেখা জাতীয় নেতৃত্ব তৈরি করে দেন, সেই দিকেই তাকিয়ে বঙ্গ বিজেপি ৷

আরও পড়ুন:

  1. 370-এর বেশি আসনে জিতবে বিজেপি, লোকসভায় আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী মোদি
  2. বিরোধীরা গেরুয়া রংকে ভয় পাচ্ছে, পুরুলিয়ায় সাধুদের হেনস্তা নিয়ে সরব নাড্ডা
  3. ভরসা নেই রাজ্য নেতৃত্বে ! বিজেপি মোর্চার নজরদারি করবে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা

কলকাতা, 7 ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনে এবার বিজেপি 370 এর বেশি আসনে জিতবে বলে ঘোষণা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই লক্ষ্যমাত্রার প্রায় 10 শতাংশ আসন পশ্চিমবঙ্গ থেকে জেতার ডাক অনেক আগেই দিয়ে গিয়েছেন অমিত শাহ ৷ ভোট যখন দোরগোড়ায়, তখন বিজেপির কেন্দ্রীয় থিঙ্কট্যাংক এই নিয়ে কী ভাবছে, তার আভাস খুব শিগগিরই বঙ্গ বিজেপির নেতারা পেতে চলেছেন ৷

আগামী 17 ও 18 ফেব্রুয়ারি নয়াদিল্লির ভারত মণ্ডপমে বসছে বিজেপির রাষ্ট্রীয় অধিবেশন ৷ সেখানে সারা ভারতকে থেকে বিজেপির সর্বস্তরের পদাধিকারীদের উপস্থিত থাকতে বলা হয়েছে ৷ এছাড়া বিজেপির বিধায়ক, সাংসদরাও উপস্থিত থাকবেন সেখানে৷ অন্যান্য জন প্রতিনিধি ও বিভিন্ন মোর্চার পদাধিকারীও সেখানে থাকবেন ৷

ফলে বঙ্গ বিজেপির একাধিক হেভিওয়েট নেতার সেখানে উপস্থিত থাকার বিষয়টি প্রায় চূড়ান্ত ৷ বিজেপি সূত্রে খবর, দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন । এছাড়াও উপস্থিত থাকতে পারেন ভারতী ঘোষ, স্বপন দাশগুপ্ত, রূপা গঙ্গোপাধ্যায়, শমীক ভট্টাচার্যও । আরও অনেকেও থাকতে পারেন ৷ মিডিয়া সেলের মুখপাত্র তুষারকান্তি ঘোষকেও উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে । বৈঠকে যোগ দেবেন রাজ্যের মোর্চার সভাপতি ও সাধারণ সম্পাদকরাও ।

সূত্রের খবর, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার ভাষণ দিয়ে এই অধিবেশন শুরু হবে ৷ তাছাড়া অমিত শাহ-সহ একাধিক হেভিওয়েট নেতা বার্তা দেবেন দলের নেতাদের ৷ শেষদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও থাকতে পারেন ৷ সামগ্রিকভাবে লোকসভা ভোটের আগে প্রচারের রণকৌশলের পাঠ পড়ানো হবে নেতাদের ৷ সেখানে বাংলা যে আলাদা গুরুত্ব পাবে, সেটাই বলাই বাহুল্য ৷

কারণ, এবার বাংলা থেকে আসন জয়ের সংখ্যা বৃদ্ধিতে বাড়তি জোর দিচ্ছে বিজেপি ৷ গত কয়েকমাসে একাধিকবার অমিত শাহ এসেছেন ৷ গত ডিসেম্বরে তো জেপি নাড্ডাকে সঙ্গে করে নিয়ে আসেন অমিত শাহ ৷ তার পর জানুয়ারির শেষেও তাঁর বঙ্গ সফরে আসার কথা ছিল ৷ কোনও কারণবশত শেষ মুহূর্তে তা বাতিল হয় ৷

ফলে ওই অধিবেশনে বাংলা নিয়ে কী বার্তা দেন ? কিভাবে বাংলায় 35 এর বেশি আসন জয়ের রূপরেখা জাতীয় নেতৃত্ব তৈরি করে দেন, সেই দিকেই তাকিয়ে বঙ্গ বিজেপি ৷

আরও পড়ুন:

  1. 370-এর বেশি আসনে জিতবে বিজেপি, লোকসভায় আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী মোদি
  2. বিরোধীরা গেরুয়া রংকে ভয় পাচ্ছে, পুরুলিয়ায় সাধুদের হেনস্তা নিয়ে সরব নাড্ডা
  3. ভরসা নেই রাজ্য নেতৃত্বে ! বিজেপি মোর্চার নজরদারি করবে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.