ETV Bharat / politics

সংস্কৃতির বাংলা মমতা-জমানায় 'সাম্প্রদায়িক', জলঙ্গির সভায় অভিযোগ রাজনাথের - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 21, 2024, 3:20 PM IST

Updated : Apr 21, 2024, 4:05 PM IST

ETV BHARAT
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷

Communal Tension in Bengal: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে সাম্প্রদায়িকতার জন্য বাংলা কুখ্যাত হয়ে উঠছে বলে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ আজ মুর্শিদাবাদ লোকসভার বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের সমর্থনে জলঙ্গির জনসভা থেকে এমনই অভিযোগ করেন প্রতিরক্ষা মন্ত্রী ৷

জলঙ্গি, 21 এপ্রিল: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 'সাম্প্রদায়িক বাংলা' তৈরি করার অভিযোগ করলেন রাজনাথ সিং ৷ মুর্শিদাবাদের জলঙ্গির জনসভায় রাজনাথ অভিযোগ করেছেন, যে বাংলা একটা সময় তার শিক্ষা-সংস্কৃতি ও বিশিষ্টজনদের জন্য বিখ্যাত ছিল, সেই বাংলার নাম এখন 'সাম্প্রদায়িকতা'র জন্য উঠে আসছে ৷ মূলত, রামনবমীকে কেন্দ্র করে মুর্শিদাবাদের শক্তিপুরে হওয়া অশান্তির ঘটনা প্রসঙ্গেই এই মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী ৷

মুর্শিদাবাদ লোকসভার বিজেপি প্রার্থী তথা বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের সমর্থনে রবিবার জলঙ্গিতে জনসভা করেন রাজনাথ ৷ সেখানেই তিনি বাংলায় অরাজকতার অভিযোগে বলেন, "একটা সময় ছিল যখন বাংলা শিক্ষা, সংস্কৃতি ও বিশিষ্টজনদের জন্য পরিচিত ছিল ৷ চৈতন্যদেব এবং সুভাষচন্দ্রের বাংলায় মমতা জমানায় কী অবস্থা ? এখন সাম্প্রদায়িকতার জন্য বাংলার নাম উঠে আসছে ৷ সন্দেশখালির মতো লজ্জাজনক ঘটনা ঘটছে ৷ পুরো বাংলায় অরাজকতার পরিবেশ তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷"

আইনশৃঙ্খলা প্রসঙ্গে যেমন রাজ্যের শাসকদলকে বিঁধেছেন রাজনাথ, তেমনি কেন্দ্রের জনকল্যাণমূলক প্রকল্পকে মানুষের কাছে পৌঁছতে না-দেওয়ার অভিযোগে সরব হন তিনি ৷ প্রতিরক্ষামন্ত্রীর অভিযোগ, "পুরো দেশের মতো বাংলার গরীব মানুষের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিমাসে বিনামূল্যে 5 কিলো রেশনের ব্যবস্থা করেছেন ৷ সেই পরিষেবা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সাধারণ গরিব মানুষের কাছে ঠিকমতো পৌঁছচ্ছে না ৷ প্রধানমন্ত্রী আয়ূষমান ভারত যোজনা চালু করতে দেননি মমতা ৷ গরিব মানুষের জন্য আপনার 'মমতা' মরে গেছে ? শুধুমাত্র নরেন্দ্র মোদির নাম জনপ্রিয় হয়ে যাবে সেই ভয়ে আয়ূষমান ভারত চালু করতে দেননি ৷"

পাশাপাশি, রাজ্যের বকেয়াপ্রাপ্য না-মেলার যে অভিযোগেরও জবাব দিলেন বিজেপির এই বর্ষিয়ান নেতা ৷ তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদল করে 'বাংলা আবাস যোজনা' করে দিয়েছেন মমতা ৷ কিন্তু, কেন্দ্রের থেকেই এই প্রকল্পের টাকা আসছে ৷ আর সেই টাকায় যাদের ঘর পাওয়ার কথা, তাঁরা পাচ্ছেন না বলেও অভিযোগ করেন রাজনাথ ৷ তিনি জানান, সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট, ক্যানসার হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন-সহ একাধিক ক্ষেত্রে কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকারকে টাকা দিয়েছে কেন্দ্র ৷

আরও পড়ুন:

  1. পাহাড়ের সমীকরণ বদলাতে মরিয়া তৃণমূল, দার্জিলিংয়ে ফের পদ্ম ফোটাতে বদ্ধপরিকর বিজেপি
  2. রাতভর বৃষ্টি! খারাপ আবহাওয়ায় নামল না কপ্টার, দার্জিলিঙে ফোনেই বার্তা দিলেন শাহ
Last Updated :Apr 21, 2024, 4:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.