ETV Bharat / politics

370-এর বেশি আসনে জিতবে বিজেপি, লোকসভায় আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী মোদি

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 5, 2024, 6:22 PM IST

Updated : Feb 5, 2024, 6:40 PM IST

PM Narendra Modi: সোমবার লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদজ্ঞাপন প্রস্তাবে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে তিনি একাধিক ইস্যুতে আক্রমণ করেন কংগ্রস-সহ অন্য বিরোধীদের ৷ পাশাপাশি লোকসভা নির্বাচনে বিজেপির জয়ের কথাও আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন তিনি ৷

PM Narendra Modi
PM Narendra Modi

নয়াদিল্লি, 5 ফেব্রুয়ারি: আব কি বার, 400 বার - বিজেপি নেতাদের মুখে প্রায়ই এই স্লোগান শোনা যায় ৷ একই কথা সোমবার লোকসভায় শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখেও ৷ এ দিন সংসদের নিম্নকক্ষে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি 370 -এর বেশি আসনে জিতবে ৷ আর এনডিএ অবশ্যই 400-র বেশি আসনে জিতবে ৷

বাজেট অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের ধন্যবাদজ্ঞাপন প্রস্তাবে নিজের বক্তব্য লোকসভায় পেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর ভাষণের একটা বড় অংশে তিনি কংগ্রেস-সহ বিরোধীদের সমালোচনা করেছেন ৷ পাশাপাশি তাঁর সরকার কী কী কাজ করেছে গত 10 বছরে, সেই খতিয়ানও তিনি এ দিন লোকসভায় তুলে ধরেন ৷

তবে তাঁর ভাষণে বারবার ফিরে এসেছে পরবর্তী লোকসভা নির্বাচনে জিতে তৃতীয়বারের জন্য সরকার গড়ার প্রসঙ্গ ৷ সেই প্রসঙ্গে বলতে গিয়েই বিজেপি কত আসন জিততে পারে এবং এনডিএ কত আসন জিততে পারে, সেই বিষয়টিও উল্লেখ করেন ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘আমাদের তৃতীয় সরকার কার্যকর হতে আর 100-150 দিন বাকি আছে ৷ পুরো দেশ বলছে এবার 400 পার ৷’’ তিনি এই কথা বলতেই লোকসভায় ট্রেজারি বেঞ্চ থেকে স্লোগান ওঠে, ‘আব কি বার 400 পার’ ৷ বিরোধীরাও পালটা জবাব দিতে থাকেন ৷ তখন প্রধানমন্ত্রী কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের প্রসঙ্গেও তোলেন ৷ প্রধানমন্ত্রী বলেন, ‘‘খাড়গেজিও বলছেন ৷’’

এর পর মোদির সংযোজন, ‘‘আমি এসব পরিসংখ্যান নিয়ে ভাবি না ৷ তবে দেশের মেজাজ দেখে বুঝতে পারছি বিজেপি এবার 370 আসনে জিতবে ৷ এনডিএ 400-র বেশি জিতবে ৷’’ একই সঙ্গে তিনি জানান, তাঁর সরকারের তৃতীয় কার্যকালে অনেক বড় বড় সিদ্ধান্ত নেওয়া হবে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, 370 শুধু একটা সংখ্য়া নয় বিজেপির কাছে ৷ তাদের কাছে এর অন্য তাৎপর্য রয়েছে ৷ কারণ, বিজেপি শুরু থেকে জম্মু ও কাশ্মীর থেকে ধারা 370 বাতিলের দাবি করে আসছে ৷ 2029 সালে নরেন্দ্র মোদি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর সংবিধানের এই ধারা অবলুপ্ত করা হয় ৷ এই নিয়ে বরাবরই বিজেপি কৃতিত্ব দাবি করে প্রচার করে ৷ এ দিনও এই কথা শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মুখে ৷ তাঁর সরকার জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা সরাতে যে সক্ষম হয়েছে, সেই নিয়ে কৃতিত্ব দাবি করেন প্রধানমন্ত্রী ৷

ফলে সেই সূত্রেই বিজেপির আসন সংখ্যা জয়ের বিষয়ে 370-এর উল্লেখ প্রধানমন্ত্রী করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন:

  1. কংগ্রেসের জন্য বিরোধীদের আজ খারাপ অবস্থা হয়েছে, কটাক্ষ প্রধানমন্ত্রীর
  2. স্বাধীনতার পর দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটি তীর্থস্থানগুলির গুরুত্ব বোঝেনি, কংগ্রেসকে আক্রমণ মোদির
  3. দরিদ্র, কৃষক, মহিলা ও যুব-অন্তর্বর্তী বাজেটে চার শ্রেণির উপর বাড়তি গুরুত্ব নির্মলার
Last Updated :Feb 5, 2024, 6:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.