ETV Bharat / bharat

দরিদ্র, কৃষক, মহিলা ও যুব-অন্তর্বর্তী বাজেটে চার শ্রেণির উপর বাড়তি গুরুত্ব নির্মলার

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2024, 7:54 PM IST

Interim Budget 2024: আজ অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ তাঁর 58 মিনিটের বাজেট বক্তৃতায় তিনি প্রধানত সমাজের চারটি শ্রেণির মানুষের উপর গুরুত্ব আরোপ করেছেন ৷ সেগুলি হল দরিদ্র, কৃষক, মহিলা ও যুব ৷ পড়ুন কৃষ্ণানন্দর বিশেষ প্রতিবেদন ।

Budget
বাজেট

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: কয়েকমাস বাদেই লোকসভা নির্বাচন ৷ তার আগে পেশ হল বিজেপি সরকারের শেষ কেন্দ্রীয় বাজেট ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে ফের ক্ষমতায় ফিরিয়ে আনতে এই বাজেটে সমাজের মূল চারটি শ্রেণি - দরিদ্র, কৃষক, মহিলা ও যুবদেরকে শক্তিশালী করার উপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ বৃহস্পতিবার 58 মিনিটের বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, "আমাদের সরকার উন্নয়নের একটি দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে যা সর্বাঙ্গীণ, সর্বব্যাপী এবং সর্বজনীন । এটি সমাজের সবস্তরের সমস্ত জাতি এবং মানুষের জন্য ।"

ভোটারদের মধ্যে চারটি মূল শ্রেণির মানুষের জন্য সরকারের চিন্তাভাবনার ছবি তুলে ধরে নির্মলা সীতারামন বলেন, "আমাদের প্রধানমন্ত্রী দৃঢ়ভাবে বিশ্বাস করেন, আমাদের চারটি প্রধান শ্রেণির মানুষের উপর গুরুত্ব আরোপ করতে হবে । তারা হল, দরিদ্র, মহিলা, যুব এবং অন্নদাতা অর্থাৎ কৃষক । তাদের চাহিদা এবং তাদের আকাঙ্খা ও তাদের কল্যাণ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার । তাদের উন্নতি ছাজ়া দেশ এগিয়ে যেতে পারে না। সমাজে চার শ্রেণির মানুষেরই প্রয়োজন এবং তাদের জীবনকে উন্নত করার জন্য তারা সরকারী সহায়তা পাবে । তাদের ক্ষমতায়ন এবং সুস্থতা দেশকে এগিয়ে নিয়ে যাবে ।"

সমাজের মূল চার শ্রেণির মানুষের জন্য বাজেটে কী আছে?

  • ভারতের দরিদ্রদের জন্য কল্যাণমূলক ব্যবস্থা - গরীব কল্যাণ

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, "দরিদ্র মানুষের কল্যাণই দেশের কল্যাণ। প্রাপ্যতার মাধ্যমে দারিদ্র্য মোকাবিলা করার পূর্বের পদ্ধতির ফলে খুবই ভালো ফলাফল পাওয়া গিয়েছে । বহুমাত্রিক দারিদ্র্য থেকে মুক্তি পেতে সরকার 25 কোটি মানুষকে সহায়তা করেছে ।" দারিদ্র্য দূরীকরণের জন্য অতীত এবং বর্তমান ব্যবস্থা ও পরিকল্পনা সম্পর্কে কথা বলার সময় নির্মলা সীতারামন বলেন, সরাসরি বেনিফিট ট্রান্সফার ব্যবহার করে প্রধানমন্ত্রী-জন ধন অ্যাকাউন্টের মাধ্যমে সরকারের কাছ থেকে 34 লক্ষ কোটি টাকা স্থানান্তর করা হয়েছে ৷ যার ফলে 2.7 লক্ষ কোটি টাকা সঞ্চয় হয়েছে । যা জনগণের কল্যাণে আরও তহবিল প্রদানে সাহায্য করেছে । রাস্তায় যারা ফেরি করে সেইসব বিক্রেতারা সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্পের অধীনে 78 লক্ষ টাকার সহায়তা পেয়েছেন বলে অর্থমন্ত্রী জানান ৷

  • কৃষকদের জন্য কল্যাণমূলক ব্যবস্থা - অন্নদাতা

নির্মলা সীতারামন প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ প্রকল্প পিএম কিষান সম্মান নিধির কথাও উল্লেখ করেছেন। 2019 সালের লোকসভা নির্বাচনের আগে ঘোষণা করা হয়েছিল ৷ তিনি বলেছেন যে 11.8 কোটি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন এবং 4 কোটি কৃষক প্রধানমন্ত্রী শস্য বিমা প্রকল্পের সুবিধা পাচ্ছেন । তাঁর কথায়, ইলেকট্রনিক ন্যাশনাল এগ্রিকালচার মার্কেট 1361টি মান্ডিকে একীভূত করেছে এবং 1.8 কোটি কৃষককে 3 লক্ষ কোটি টাকার ট্রেডিং ভলিউম দিয়ে পরিষেবা প্রদান করেছে । এগুলি অন্যান্য অনেক কর্মসূচির পাশাপাশি দেশ ও বিশ্বের জন্য খাদ্য উৎপাদনে 'অন্নদাতা'কে সহায়তা করছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী দাবি করেন ৷

নির্মলা সীতারামন সমস্ত কৃষি-জলবায়ু অঞ্চলে বিভিন্ন ফসলে ন্যানো ডিএপি প্রকল্পের সম্প্রসারণেরও ঘোষণা করেছেন এবং সরিষা, চিনাবাদাম, তিল, সয়াবিন এবং সূর্যমুখীর মতো তেল বীজে স্বনির্ভরতা অর্জনের জন্য তৈলবীজের জন্য একটি মিশনও ঘোষণা করেছেন । তিনি বলেন, "সরকার তার দুগ্ধ ও মৎস্য উন্নয়ন প্রকল্প আরও জোরদার করবে ।"

  • নারী শক্তির প্রতি দৃষ্টি আরোপ

নারীর ক্ষমতায়ন ও নারী শক্তির উপর জোর দেন নির্মলা সীতারামন ৷ বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় সরকারের নারী কল্যাণমূলক পদক্ষেপ সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি জানান, উদ্যোগপতি, জীবনযাত্রার সহজতা এবং তাদের জন্য মর্যাদার মাধ্যমে নারীর ক্ষমতায়ন গত দশ বছরে গতি পেয়েছে । মহিলা উদ্যোক্তাদের 30 কোটি মুদ্রা যোজনা ঋণ দেওয়া হয়েছে বলেও জানান নির্মলা সীতারামন ৷

বাজেট বক্তৃতায় তিন তালাক ও মহিলাদের জন্য সংরক্ষণ বিল পাশের কথা তুলে ধরেন সীতারামন ৷ তিনি বলেন, "তিন তালাককে বেআইনি করা, লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষিত করা এবং গ্রামীণ এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 70 শতাংশের বেশি বাড়ি মহিলাদের একক বা যৌথ মালিক হিসেবে দেওয়ায় নারীদের মর্যাদা বেড়েছে ৷" অর্থমন্ত্রী বলেন, "গ্রামীণ এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নির্মিত সত্তর শতাংশেরও বেশি বাড়িগুলির একক বা যৌথ মালিক হিসাবে মহিলারা রয়েছে এবং এটি তাদের মর্যাদা বৃদ্ধি করেছে ।"

  • লখপতি দিদি ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য ঘোষণা

আজকের বাজেট বক্তৃতায় 'লাখপতি দিদি'র লক্ষ্যমাত্রা আরও বাড়ানোর প্রস্তাব করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ তিনি বলেন, "নয় কোটি মহিলা নিয়ে 83 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী ক্ষমতায়ন এবং স্বনির্ভরতার সঙ্গে গ্রামীণ আর্থ-সামাজিক চিত্রের পরিবর্তন করছে ৷ তাঁদের সাফল্য ইতিমধ্যে প্রায় 1 কোটি মহিলাকে লাখপতি দিদি হতে সহায়তা করেছে ৷ এই সাফল্যে উচ্ছ্বসিত কেন্দ্রীয় সরকার ৷ সেই কারণে লাখপতি দিদির লক্ষ্যমাত্রা 2 কোটি থেকে 3 কোটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷"

অর্থমন্ত্রী বলেন, "সমস্ত আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদেরও আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হচ্ছে ৷ 'সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ 2.0' এর অধীনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির উন্নতি করা ও 14টি উন্নত পুষ্টি সরবরাহ, শৈশবকালীন যত্ন এবং বিকাশের কাজ ত্বরান্বিত করা হবে ।"

  • যুব সমাজের জন্য বাজেটে ঘোষণা

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত ৷ দেশের জনসংখ্যার বেশিরভাগই তরুণ ৷ জনসংখ্যার 58 শতাংশেরও বেশি মানুষ 29 বছরের কম বয়সি । এরা নীতিনির্ধারকের কাজ করেন । 20 থেকে 34 বছর বয়সি তরুণরা দেশের জনসংখ্যার 25 শতাংশেরও বেশি এবং নির্বাচনকালীন যেকোনো সরকারের জন্য একটি উল্লেখযোগ্য ভোটার ।

এই গুরুত্বপূর্ণ শ্রেণিকে নিয়ে অর্থমন্ত্রী সীতারামন বলেন, "আমাদের সমৃদ্ধি যুবকদের ক্ষমতায়নের উপর নির্ভর করে । স্কিল ইন্ডিয়া মিশন 1.4 কোটি যুবককে প্রশিক্ষিত করেছে। 54 লক্ষ যুবককে দক্ষ ও পুনঃদক্ষতা দিয়েছে এবং 3 হাজারটি নতুন আইটিআই প্রতিষ্ঠা করেছে । প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা আমাদের যুবকদের উদ্যোগ আকাঙ্খার জন্য 22.5 লক্ষ কোটি টাকার মোট 43 কোটি ঋণ অনুমোদন করেছে । আমাদের প্রযুক্তি সম্পর্কে জ্ঞান রয়েছে এমন যুবকদের জন্য এটি একটি সোনালী যুগ হবে ৷"

নির্মলা সীতারামন পঞ্চাশ বছরের সুদমুক্ত ঋণের সঙ্গে এক লক্ষ কোটি টাকার কর্পাস প্রতিষ্ঠার বাজেট প্রস্তাব ঘোষণা করার সময় বলেন, কর্পাস দীর্ঘ মেয়াদি এবং কম বা শূন্য সুদের হার-সহ দীর্ঘমেয়াদি অর্থায়ন বা পুনঃঅর্থায়ন প্রদান করবে । এটি প্রাইভেট সেক্টর টু স্কেলে উল্লেখযোগ্যভাবে গবেষণা ও উদ্ভাবন বাড়াতে উৎসাহিত করবে । আমাদের এমন প্রোগ্রাম থাকা দরকার যা যুব ও প্রযুক্তির শক্তিকে একত্রিত করে ৷"

আরও পড়ুন:

  1. অন্তর্বর্তী বাজেটে করের ক্ষেত্রে কী ঘোষণা নির্মলার ? জানুন প্রত্যক্ষ-পরোক্ষ করের হালহকিকত
  2. 'বিকশিত ভারত' থেকে 'নারী শক্তি' - একনজরে নির্মলার অন্তর্বর্তী বাজেট
  3. বাজেট জনমুখী নাকি ভোটমুখী ? কী বলছেন অর্থনীতিবিদরা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.